জাভির বিদায়ের ঘোষণাই কি বদলে দিল বার্সাকে

মৌসুম শেষেই বার্সা ছাড়বেন জাভিএএফপি

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মাঠে বার্সেলোনার জন্য কঠিন চ্যালেঞ্জ দেখছিলেন অনেকে। প্রত্যাশা ছিল হাড্ডাহাড্ডি এক লড়াইয়েরও। কিন্তু মাঠের লড়াইয়ে তেমন কিছুই হলো না। দাপুটে ফুটবল খেলে বার্সা শেষ পর্যন্ত ম্যাচ জিতেছে ৩–০ গোলে।

এ জয়ে পয়েন্ট টেবিলের ২ নম্বরে উঠে এসেছে বার্সা। আর ম্যাচ হেরে সেরা চারের বাইরে ছিটকে গেছে আতলেতিকো। ২৯ ম্যাচ শেষে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সার পয়েন্টের পার্থক্য এখন ৮।

আরও পড়ুন

দুইয়ে উঠে এলেও শিরোপা–দৌড়ে ফেরা বার্সার জন্য এখনো দূরের বাতিঘর। তবে সাম্প্রতিক সময়ে গর্ব করার মতো ফুটবলই খেলেছে জাভি হার্নান্দেজের দল। অবশ্য সাম্প্রতিক সময়টাকে আরেকটু স্পষ্ট করে বললে হবে শেষ ১০ ম্যাচে কিংবা জাভির মৌসুম শেষে বিদায় ঘোষণা পর থেকে। গত ২৮ জানুয়ারি ভিয়ারিয়ালের কাছে ৫–৩ গোলে হারের পরই মৌসুম শেষে বিদায়ের সিদ্ধান্ত জানান জাভি। ‘ক্লাবের ভালোর’ জন্য এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানান জাভি।

স্প্যানিশ এই কোচ বিদায় ঘোষণার সময় লা লিগায় রিয়ালের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে ছিল বার্সা। ২১ ম্যাচ শেষে তিনে থাকা বার্সার পয়েন্ট ছিল ৪৪। ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষ ছিল রিয়াল ও ৫২ পয়েন্ট নিয়ে দুই ছিল জিরোনা। এমনকি এর এক সপ্তাহ আগে কোপা দেল রে থেকেও বিদায় হয়ে গিয়েছিল বার্সার। সব মিলিয়ে বার্সা থেকে বিপর্যস্ত জাভির বিদায় ঘোষণা মোটেই বিস্মিত হওয়ার মতো ছিল না।

আতলেতিকোর বিপক্ষে দারুণ এক জয় পেয়েছে বার্সা
এএফপি

সেদিন বিদায় ঘোষণার সময় জাভি বলেছিলেন, তাঁর সিদ্ধান্ত দলের পরিবেশ হালকা করবে এবং খেলোয়াড়েরা মুক্ত অনুভব করবেন। পাশাপাশি চ্যাম্পিয়নস লিগ শিরোপার জন্য লড়াইয়ের প্রত্যয়ের কথাও জানান জাভি। কে জানে, জাভির এ কথাগুলোই বাস্তবে প্রতিফলিত হয়েছে কি না! এরপরই যে আমূল বদলে গেল বার্সা।

সেদিনের পর ১০ ম্যাচে খেলে কোনোটিতেই হারেনি তারা, ৭ জয়ের বিপরীতে আছে ৩ ড্র। এমনকি জাভির বিদায় ঘোষণার পর লা লিগায় সবচেয়ে বেশি পয়েন্টও পেয়েছে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের ১৮ পয়েন্টের বিপরীতে বার্সা অর্জন করেছে ২০ পয়েন্ট (৮ ম্যাচে ৬ জয় ও ২ ড্র)।

আরও পড়ুন

এই অপরাজিত যাত্রায় লা লিগার শিরোপা লড়াইয়ে আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি চ্যাম্পিয়ন লিগেও চার বছর পর শেষ আটের টিকিট পেয়েছে বার্সা। প্রশ্ন হচ্ছে, দারুণভাবে ঘুরে দাঁড়ানোর পর জাভি কি তাঁর বিদায়ের সিদ্ধান্ত নিয়ে আরেকবার ভাববেন? বার্সার কাছ থেকেও মিলেছে সবুজসংকেত।

তবে সম্প্রতি বার্সায় থেকে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জাভি নিজেই। বলেছেন, ‘আমার সিদ্ধান্ত বদলাবে না, ক্লাব সেটা ভালোভাবেই জানে। আমার পরিকল্পনা ৩০ জুন পর্যন্তই বার্সায় থাকা।’