ছোট পাখি থেকে বাজ পাখি হয়ে ওঠা ভালভের্দে
রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ ছন্দে থেকেই উরুগুয়ের বিশ্বকাপ দলে যোগ দিয়েছেন ফেদেরিকো ভালভের্দে। আবুধাবিতে এরই মধ্যে দলের সঙ্গে অনুশীলনও শুরু করেছেন এই মিডফিল্ডার। এখন অপেক্ষা বিশ্বকাপে নিজের সেরাটা উজাড় করে দেওয়ার।
উরুগুয়ের এবারের দলটাও দারুণ।
২৪ বছর বয়সী ভালভের্দে সঙ্গী হিসেবে পাচ্ছেন লুইস সুয়ারেজ, এদিনসন কাভানি এবং দারউইন নুনিয়েজের মতো তারকাদের। একাদশে যখনই সুযোগ পাবেন, নিজের সেরাটা দিতে তৈরি ভালভের্দে, ‘আমি খুবই রোমাঞ্চিত। চেষ্টা করব ভালো কিছু করার এবং দেশের হয়ে বিশ্বকাপে ছাপ রেখে যাওয়ার।’
দারুণ ছন্দে থাকলেও নিজেকে সেরা একাদশে নিশ্চিত মনে করেন না ভালভের্দে। তবে সুযোগের অপেক্ষায় থাকতে চান রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডার, ‘যেখানেই খেলি না কেন, নিজের অবদান রাখার চেষ্টা করব। যদি আমাকে অপেক্ষা করতে হয়, তা–ও করব। আমাকে দারুণ একজন সতীর্থ হতে হবে এবং অন্যদের সাহস দিতে হবে।’
এদিকে নিজের ডাকনাম পরিবর্তন নিয়েও মজার অভিজ্ঞতার কথা বলেছেন ভালভের্দে। এর আগে ‘পাজারিতো’ বা ‘ছোট পাখি’ নামে ডাকা হতো তাঁকে। এখন ক্লাব ও জাতীয় দলের সতীর্থরা তাঁকে ডাকেন ‘হ্যালকন’ বা ‘বাজ পাখি’ নামে।
নাম পরিবর্তনের বিষয়টিও বেশ উপভোগ করছেন ভালভের্দে, ‘যারা দলে যোগ দিচ্ছে, হ্যালকন বলে ডাকছে। এটা মজার ব্যাপার। তবে আমার বাড়ির অনেক মানুষ শুনলে রাগ করে। ওরা আমাকে পাজারিতো ডেকে যেতে চায়। তবে আমি এখন হ্যালকন।’
ভালভের্দের মতে, মাঠে নিজের পারফরম্যান্সের উন্নতি এবং মাঠে ও মাঠের বাইরের পরিপক্বতার কারণেই হয়তো তাঁর নামের এই পরিবর্তন। এই উন্নতিতে তাঁকে যারা সাহায্য করেছেন, তাঁদের কৃতজ্ঞতাও জানিয়েছেন ভালভের্দে।