আরও ২ পয়েন্ট কাটা হলো এভারটনের
আবারও অবনমনের শঙ্কায় পড়ল এভারটন। আবারও যে আর্থিক নীতি ভঙ্গের দায়ে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। এ মৌসুমে এ নিয়ে দুবার পয়েন্ট কাটা হলো টানা ৭৩ বছর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের লিগে খেলা এভারটনের। মোট ৮ পয়েন্ট কেটে নেওয়ার পর ৩১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের ক্লাবটি এই মুহূর্তে আছে লিগ টেবিলের ১৬ নম্বরে। অবনমন অঞ্চলে থাকা লুটন টাউনের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে এভারটন। তবে লুটনের চেয়ে এক ম্যাচ কম খেলেছে দলটি।
২০২৩ সালে প্রিমিয়ার লিগের লাভ ও টেকসই থাকার আইন বা পিএসআর নীতি ভঙ্গের অভিযোগে এবার ২ পয়েন্ট কাটা হলো এভারটনের। আজ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে পয়েন্ট কাটার এই খবর। ২০২৩ সালের জুনে শেষ হওয়া ভূতাপেক্ষ তিন বছরের চক্রে ১ কোটি ৬৬ লাখ পাউন্ড আর্থিক অনিয়মের কারণেই শাস্তি পেল এভারটন।
এর আগে গত নভেম্বরে ২০২২ সাল পর্যন্ত চার বছরের এক চক্রে ১ কোটি ৯৫ লাখ পাউন্ড অতিরিক্ত খরচের জন্য ১০ পয়েন্ট কাটা হয়েছিল এভারটনের। পরে আপিল করে শাস্তিটাকে ৬ পয়েন্টে নামিয়ে এনেছিল দলটি।
আজ এক বিবৃতিতে এভারটন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতীয় দফা পয়েন্ট কাটার বিরুদ্ধে আপিল করবে।