আরও ২ পয়েন্ট কাটা হলো এভারটনের

আবার পয়েন্ট কাটারয়টার্স

আবারও অবনমনের শঙ্কায় পড়ল এভারটন। আবারও যে আর্থিক নীতি ভঙ্গের দায়ে ২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির। এ মৌসুমে এ নিয়ে দুবার পয়েন্ট কাটা হলো টানা ৭৩ বছর ইংলিশ ফুটবলের শীর্ষ স্তরের লিগে খেলা এভারটনের। মোট ৮ পয়েন্ট কেটে নেওয়ার পর ৩১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে লিভারপুলের ক্লাবটি এই মুহূর্তে আছে লিগ টেবিলের ১৬ নম্বরে। অবনমন অঞ্চলে থাকা লুটন টাউনের চেয়ে মাত্র ২ পয়েন্টে এগিয়ে এভারটন। তবে লুটনের চেয়ে এক ম্যাচ কম খেলেছে দলটি।

২০২৩ সালে প্রিমিয়ার লিগের লাভ ও টেকসই থাকার আইন বা পিএসআর নীতি ভঙ্গের অভিযোগে এবার ২ পয়েন্ট কাটা হলো এভারটনের। আজ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে পয়েন্ট কাটার এই খবর। ২০২৩ সালের জুনে শেষ হওয়া ভূতাপেক্ষ তিন বছরের চক্রে ১ কোটি ৬৬ লাখ পাউন্ড আর্থিক অনিয়মের কারণেই শাস্তি পেল এভারটন।

গত নভেম্বরে ১০ পয়েন্ট কাটার পর এভারটনের সমর্থকদের বিক্ষোভে প্রিমিয়ার লিগকে লাল কার্ড দেখান হয়
এএফপি

এর আগে গত নভেম্বরে ২০২২ সাল পর্যন্ত চার বছরের এক চক্রে ১ কোটি ৯৫ লাখ পাউন্ড অতিরিক্ত খরচের জন্য ১০ পয়েন্ট কাটা হয়েছিল এভারটনের। পরে আপিল করে শাস্তিটাকে ৬ পয়েন্টে নামিয়ে এনেছিল দলটি।

আরও পড়ুন

আজ এক বিবৃতিতে এভারটন ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে দ্বিতীয় দফা পয়েন্ট কাটার বিরুদ্ধে আপিল করবে।

আরও পড়ুন