আর্জেন্টিনা, ব্রাজিল ও বাংলাদেশের ম্যাচ কবে–কখন
আবারও বিরতি পড়েছে ক্লাব ফুটবলে। আগামী একটা সপ্তাহ আন্তর্জাতিক ফুটবলেই ব্যস্ত থাকবেন ফুটবলাররা। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ আছে। ইউরোপে আছে উয়েফা নেশনস লিগ। বাংলাদেশও বসে থাকবে না, তপু বর্মণরাও খেলবেন দুটি প্রীতি ম্যাচ।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্ব অর্ধেকের বেশি পথ পাড়ি দিয়ে ফেলেছে। ১০ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা এবারের আন্তর্জাতিক উইন্ডোতে খেলবে প্যারাগুয়ে ও পেরুর বিপক্ষে। মেসিরা প্যারাগুয়ের বিপক্ষে খেলবেন প্যারাগুয়েতে। আর পেরুর ম্যাচটি ঘরের মাঠে। এই দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট পেলে ২০২৬ বিশ্বকাপের টিকিট প্রায় নিশ্চিত করে ফেলবে তিনবারে বিশ্ব চ্যাম্পিয়নরা।
আর্জেন্টিনার ম্যাচ
অক্টোবরের উইন্ডোতে দুটি ম্যাচই জিতেছে ব্রাজিল। এবারও ব্রাজিলিয়ানরা দুটি ম্যাচ জিততে পারবে কি? পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এবারের প্রতিপক্ষ ভেনেজুয়েলা ও উরুগুয়ে। ভেনেজুয়েলার ম্যাচটি প্রতিপক্ষের মাঠে খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে খেলবে ঘরের মাঠে। এই মুহূর্তে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ব্রাজিল আছে চারে।
ব্রাজিলের ম্যাচ
অক্টোবরের উইন্ডোতে কোনো ম্যাচ খেলেনি বাংলাদেশ। তবে এবার দুটি ম্যাচ খেলবে লাল-সবুজরা। দুটি ম্যাচই মালদ্বীপের বিপক্ষে ঢাকার কিংস অ্যারেনায়।
বাংলাদেশের ম্যাচ
উয়েফা নেশনস লিগের প্রথম পর্বের শেষ দুই রাউন্ড হবে নভেম্বরে। ফ্রান্স, স্পেন, ইতালি, জার্মানি, ইংল্যান্ড, পর্তুগাল—বড় সব দলই খেলবে দুটি করে ম্যাচ।