নেইমারের ফেরা: আল হিলালের চেয়ে বেশি খুশি তো ব্রাজিল

এক বছরের বেশি সময় পর আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন নেইমারএএফপি

নেইমার মাঠে ফিরেছেন গত সোমবার রাতে। উরুগুয়ের সাবেক ডিফেন্ডার ডিয়েগো লুগানো ইএসপিএনকে কথাটা বলেছেন গতকাল, ‘ফুটবল–বিশ্বের জন্য এটা দারুণ খবর। কয়েক বছর আগেও সে যেমন ছিল, তার ৭০–৮০ শতাংশ পুনরুদ্ধার করতে পারলেও এটা হবে ফুটবলের অন্যতম সেরা প্রত্যাবর্তন...সবাই এখন আগের নেইমারকে ফিরে পাওয়ার অপেক্ষায় এবং বিশ্বকাপে তার ভালো করার দিকেও তাকিয়ে সবাই।’

আরও পড়ুন

২০২৬ বিশ্বকাপ এখনো দূরের পথ। নেইমার যেমন চোটপ্রবণ, তাতে মাঝের দুই বছরে তাঁর সুস্থতার নিশ্চয়তা দেওয়াও কঠিন। কিন্তু লুগানোর চোখে ‘গত এক দশকের সবচেয়ে জাদুকরি খেলোয়াড়’–এর মাঠে ফেরায় খুশি হননি কে! ফিফা থেকে সান্তোস—অভিনন্দন জানিয়েছে নেইমারকে। তারকা ফুটবলাররাও আছেন এ তালিকায়। আর আছে সিবিএফ—ব্রাজিল ফুটবল কনফেডারেশন। আনন্দ তো বটেই, নেইমারের মাঠে ফেরায় সিবিএফের স্বস্তিটাই সম্ভবত সবচেয়ে বেশি।

৩৬৯ দিন পর নেইমার মাঠে ফেরায় সিবিএফের বিবৃতিটা দেখে নিতে পারেন, ‘নেইমার ব্রাজিলিয়ান ফুটবল–জাদুর প্রতীক এবং সারা বিশ্বের ভক্তদের মোহাবিষ্ট করে রাখে। ভক্তরা গর্ব নিয়ে ব্রাজিল, সান্তোস, বার্সেলোনা ও আল হিলালের ১০ নম্বর জার্সি পরে এবং পিঠে নেইমারের নাম লেখা থাকে।’

চোট থেকে সুস্থ হয়ে গত সোমবার বদলি হয়ে মাঠে ফেরেন নেইমার
এএফপি

সিবিএফের এই প্রশংসাসূচক বিবৃতিতে স্বস্তি খুঁজতে গেলে ভুল হবে। তাকাতে হবে ২০২৬ বিশ্বকাপ দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে। না, ২০২৬ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন নিয়ে ব্রাজিলের বড় কোনো শঙ্কা নেই। শীর্ষে থাকা আর্জেন্টিনার সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চারে ব্রাজিল। বাছাইপর্বে ১৮টি করে ম্যাচ খেলবে প্রতিটি দল। শীর্ষ ছয় দল সরাসরি জায়গা পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে। সপ্তম দলটিকে খেলতে হবে প্লে–অফ।

আরও পড়ুন

অর্থাৎ বিশ্বকাপে খেলা নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই ব্রাজিলের। কিন্তু সমস্যা অন্য জায়গায়। এই ১০ ম্যাচে ৫ জয়ের পাশাপাশি ৪ ম্যাচ হেরেছে ব্রাজিল। অন্য ম্যাচটি ড্র। গত বুধবার বাছাইপর্বে সর্বশেষ ম্যাচে পেরুকে ব্রাজিল ৪–০ গোলে হারালেও সেভাবে মন ভরাতে পারেনি দরিভাল জুনিয়রের দলের খেলা। বাছাইপর্বের এ পথ পর্যন্ত ব্রাজিলকে ঠিক ব্রাজিল মনে হয়নি। চিরায়ত সেই ছন্দ ও আক্রমণাত্মক মানসিকতা খুব কমই দেখা গেছে। নেইমারকে ব্রাজিলের প্রয়োজন ঠিক এ কারণেই এবং সেটা যতটা দ্রুত সম্ভব। অনেকেরই বিশ্বাস, নেইমার ফিরলে ব্রাজিলের খেলার ধরন পাল্টে যাবে।

ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ১ নভেম্বর ঘোষণা করবেন দরিভাল। তার আগে আল হিলালের হয়ে দুটি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থাকলে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুব বেশি।

নেইমারের এ বছরের সূচিতে তাকানো যাক। সৌদি প্রো লিগে তাঁকে নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। আগামী জানুয়ারির আগে সেটি সম্ভবও নয়। তাই সৌদি প্রো লিগে এ সময় পর্যন্ত তাঁকে দেখা যাবে না। নেইমারকে শুধু এএফসি চ্যাম্পিয়নস লিগ ও ফিফা ক্লাব বিশ্বকাপের জন্য নিবন্ধিত করতে পেরেছে আল হিলাল। ক্লাব বিশ্বকাপ শুরু হবে আগামী বছর জুনে। এএফসি চ্যাম্পিয়নস লিগের ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন নেইমার। গত সোমবার আল আইনের বিপক্ষে আল হিলালের ৫–৪ গোলে জয়ের ম্যাচে ৭৭ মিনিটে বদলি হয়ে নামেন ব্রাজিলিয়ান তারকা। এ বছর এই প্রতিযোগিতায় আরও তিনটি ম্যাচ খেলবে আল হিলাল। আগামী ৫ নভেম্বর এস্তেগলাল, ২৭ নভেম্বর আল–সাদ ও ৪ ডিসেম্বর আল গারাফার মুখোমুখি হবে ক্লাবটি।

এবার ব্রাজিলের চলতি বছরের সূচিতে তাকানো যাক। নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। ১৫ নভেম্বর মুখোমুখি হবে ভেনেজুয়েলার, এরপর ২০ নভেম্বর খেলবে উরুগুয়ের বিপক্ষে। অর্থাৎ ব্রাজিল জাতীয় দলে ফেরার আগে আল হিলালের হয়ে আর একটি ম্যাচ খেলার সুযোগ পাবেন নেইমার (৫ নভেম্বর, এস্তেগলাল)।

নেইমার সুস্থ হয়ে ওঠার পর তাঁর মাঠে ফেরার আগেই ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো স্পোর্ত’ জানিয়েছিল, বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ সামনে রেখে তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। তবে তার আগে নেইমারকে অবশ্যই আল হিলালের হয়ে মাঠে ফিরতে হবে।

আরও পড়ুন

গত সোমবার বদলি হয়ে নেমে ফেরার শুরুটা করেছেন নেইমার। আগামী মঙ্গলবার সৌদি কিংস কাপে আল তাইয়ের মুখোমুখি হবে আল হিলাল। এ ম্যাচ ও এএফসি চ্যাম্পিয়নস লিগে এস্তেগলালের বিপক্ষে নিশ্চয়ই পুরো সময় খেলতে চাইবেন নেইমার। ব্রাজিল দলে ফিরতে পুরোপুরি আরেকটু ছন্দে ফেরা যে দরকার। মোটকথা, আল হিলালের হয়ে এ সময়ে ম্যাচের সংখ্যা কম থাকায় নেইমারের পুরো মনোযোগ থাকার কথা জাতীয় দলে ফেরায়। ক্লাবের হয়ে তার আগে ম্যাচকে তিনি জাতীয় দলে ফেরার প্রস্তুতি হিসেবে নিতে পারেন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের প্রত্যাশাও নিশ্চয়ই তেমন।

‘ও গ্লোবো’ জানিয়েছে, নেইমারকে ফেরাতে তাঁর বিষয়ে তথ্য সংগ্রহ করছে ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি। মাঠে ফেরার আগে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তাঁর কাছ থেকে এবং নেইমারের সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে তথ্য নিচ্ছে টেকনিক্যাল কমিটি।

গ্লোবো জানিয়েছে, ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে ম্যাচের চূড়ান্ত স্কোয়াড ১ নভেম্বর ঘোষণা করবেন দরিভাল। তার আগে আল হিলালের হয়ে দুটি ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত মাঠে থাকলে তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুব বেশি। গত বছর (১৮ অক্টোবর) এই বিশ্বকাপ বাছাইয়েই উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সুস্থ হয়ে ফেরার পর আল হিলালের আগামী দুটি ম্যাচে পুরো সময় খেললে মোট ২০৩ মিনিট (দুটি ম্যাচ ও বদলি হয়ে ২৩ মিনিট) মাঠে থেকে আবারও জাতীয় দলে হয়তো ফিরবেন ব্রাজিল ফরোয়ার্ড।

পুরো ছন্দে ফিরতে আরও ম্যাচ খেলতে হবে নেইমারকে
এএফপি

সিবিএফ নেইমারকে ব্রাজিল থেকেই পর্যবেক্ষণে রেখেছে। ‘ও গ্লোবো’ জানিয়েছে, নেইমারকে ফেরাতে তাঁর বিষয়ে তথ্য সংগ্রহ করছে ব্রাজিল জাতীয় দলের টেকনিক্যাল কমিটি। মাঠে ফেরার আগে তাঁর চিকিৎসা ও অস্ত্রোপচার করেছেন ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার। তাঁর কাছ থেকে এবং নেইমারের সংশ্লিষ্ট লোকজনের কাছ থেকে তথ্য নিচ্ছে টেকনিক্যাল কমিটি। তাঁর শরীর কতটা সাড়া দিচ্ছে, সে বিষয়েও তথ্য নেবে সিবিএফ। নেইমার মাঠে ফেরার আগে গত শনিবার ‘ও গ্লোবো’ জানিয়েছিল, তাঁর সঙ্গে সৌদি আরবে যাবেন লাসমার। জাতীয় দলে জন্য নেইমার কতটা ফিট, সেই বিষয়টি মূল্যায়ন করবেন তিনি।