বিশ্বকাপ–অভিষেকে হ্যাটট্রিক পাওয়া রোনালদো-সতীর্থ এখন পিএসজিতে

বিশ্বকাপে পর্তুগালের হয়ে অভিষেকে হ্যাটট্রিক করেন গনসালো রামোসরয়টার্স

লিওনেল মেসি চলে গেছেন যুক্তরাষ্ট্রে। কিলিয়ান এমবাপ্পেও যাই যাই করছেন। এরই মধ্যে গতকাল খবর পাওয়া গেল নেইমারও থাকতে চান না পিএসজিতে

তবে প্যারিস থেকে শুধু চলে যাওয়ার বা চলে যেতে চাওয়াদের খবরই আসছে না। নাসের আল খেলাইফির দল নতুন কিছু খেলোয়াড়ও দলে টানছে। গত রাতেই যেমন গনসালো রামোসকে ধারে এক বছরের জন্য দলে টানার খবর নিশ্চিত করেছে ফ্রান্সের ক্লাবটি।

কাতার বিশ্বকাপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বেঞ্চে ঠেলে দিয়ে পর্তুগালের প্রথম একাদশে সুযোগ পেয়েই ইতিহাস গড়েছিলেন এই রামোস। শেষ ষোলোতে সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচটিতেই জাতীয় দলের জার্সিতে প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন ২২ বছর বয়সী ফরোয়ার্ড। আর হ্যাটট্রিক করেই সুযোগটাকে কাজে লাগিয়েছিলেন বেনফিকায় খেলা রামোস। শুধুই কি হ্যাটট্রিক, ওই ম্যাচে একটি গোলে সহায়তাও করেছিলেন তিনি।

আরও পড়ুন
বেনফিকার হয়ে গত মৌসুমে ১৯ গোল করেছেন রামোস
এএফপি

গত মৌসুমে বেনফিকার হয়ে ৩০ ম্যাচে ১৯ গোল করা রামোস পিএসজিতে যোগ দেওয়াকে ক্যারিয়ারের বাঁক বদল হিসেবেই দেখছেন, ‘প্যারিস সেন্ট-জার্মেইয়ে যোগ দেওয়া খুব গর্বের ও খুব আনন্দের। সেরা সব খেলোয়াড় নিয়ে পিএসজি বিশ্বের অন্যতম সেরা ক্লাব।’

১২ বছর বয়সে বেনফিকার একাডেমিতে যোগ দেওয়া রামোসের মূল দলে অভিষেক ২০২০ সালে। এরপর গত তিন বছরে ১০৬ ম্যাচে ক্লাবের হয়ে ৪১টি গোল করার পাশাপাশি ১৬টি গোলে সহায়তাও করেছেন।

আরও পড়ুন

রামোসকে নিয়ে এ পর্যন্ত আটজন নতুন খেলোয়াড়কে দলে টানল পিএসজি। যাঁদের মধ্যে আছেন লুকাস এরনান্দেজ ও মার্কো আসেনসিওর মতো খেলোয়াড়। বার্সেলোনা থেকে উসমান দেম্বেলের প্যারিসে যোগ দেওয়াও প্রায় চূড়ান্ত

বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি ফ্রেঞ্চ লিগ আঁতে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আগামী শনিবার। নিজেদের মাঠে সেদিন লোরিয়াঁকে আতিথেয়তা দেবে তারা। কিন্তু সেই ম্যাচে এমবাপ্পে-নেইমারদের পিএসজি পাবে কি না, কে জানে!

আরও পড়ুন