ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার পেলেন ফোডেন

ম্যানচেস্টার সিটি তারকা ফিল ফোডেনফোডেনের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট

ইংরেজি সংবাদপত্র ও এজেন্সিগুলোর সংবাদকর্মীদের সংগঠন ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লিউএ)। ১৯৪৭ সাল থেকে এই সংগঠন ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার দিয়ে আসছে, যা দেশটির ঘরোয়া ফুটবলে সবচেয়ে পুরোনো এবং সম্মানজনক পুরস্কার। এবার ২০২৩-২৪ মৌসুমে ছেলেদের বিভাগে বর্ষসেরার পুরস্কারটি পেয়েছেন ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার ফিল ফোডেন। মেয়েদের বিভাগেও বর্ষসেরার পুরস্কারটি উঠেছে সিটির ঘরে। ক্লাবটির নারী দলের ফরোয়ার্ড খাদিজা ‘বানি’ শ জিতেছেন ২০২৩-২৪ মৌসুমের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে মেয়েদের বিভাগে এই পুরস্কার দেওয়া চালু করেছে এফডব্লিউএ।

আরও পড়ুন

এ নিয়ে দ্বিতীয়বারের মতো নারী ও পুরুষ উভয় বিভাগেই এফডব্লিউএর বর্ষসেরার পুরস্কার উঠল সিটির ঘরে। ২০১৯ সালে ছেলেদের বিভাগে এই পুরস্কার জিতেছিলেন সিটির তখনকার উইঙ্গার রাহিম স্টার্লিং। মেয়েদের বিভাগে জিতেছিলেন নিকিতা প্যারিস। স্টার্লিং এখন চেলসিতে খেলছেন, নিকিতা ম্যানচেস্টার ইউনাইটেডে।

এফডব্লিউএর ৮০০–এর বেশি সদস্যের দেওয়া ভোটের মধ্যে ৪২ শতাংশ ভোট পেয়েছেন ফোডেন। গত চার বছরের মধ্যে সিটির তৃতীয় ফুটবলার হিসেবে ছেলেদের বিভাগে এই পুরস্কার জিতলেন ইংল্যান্ড তারকা। ২০২১ সালে রুবেন দিয়াস ও ২০২৩ সালে জিতেছেন আর্লিং হলান্ড। ফোডেনের পর এবার দ্বিতীয় হয়েছেন তাঁরই ক্লাব সতীর্থ রদ্রি ও তৃতীয় আর্সেনালের মিডফিল্ডার ডেক্লান রাইস।

২৩ বছর বয়সী ফোডেনের ক্যারিয়ারে এটাই সেরা মৌসুম। সব প্রতিযোগিতা মিলিয়ে এ মৌসুমে এখন পর্যন্ত করেছেন ২৪ গোল। এর মধ্যে প্রিমিয়ার লিগে করেছেন ১৬ গোল। এর পাশাপাশি গোল করিয়েছেন ১০টি। এ মৌসুমে ফোডেনের হাতে আছে আর ৫ ম্যাচ। এর মধ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটি আর ৪ ম্যাচ খেলবে, যেখানে শিরোপা দৌড়ে তারাই এগিয়ে। ২৫ মে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে ‘ম্যানচেস্টার ডার্বি’তেও ট্রফি জয়ের সুযোগ থাকছে ফোডেনের।

আরও পড়ুন

এফডব্লিউএর বর্ষসেরা হয়ে ফোডেন বলেছেন, ‘ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা ফুটবলার হওয়া আমার জন্য অনেক সম্মানের ব্যাপার। খুব খুব ভালো লাগছে। তবে সতীর্থদের ছাড়া এটি জিততে পারতাম না। সতীর্থদের ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই কোচ পেপকে সব সময় সমর্থন দেওয়ার জন্য। সিটিকে ট্রফি জেতাতে মৌসুমটা আমি এখন আরও ভালোভাবে শেষ করতে চাই।’

মেয়েদের বিভাগে এফডব্লিউএ সদস্যদের ৫৩ শতাংশ ভোট পেয়ে বর্ষসেরা হয়েছেন খাদিজা। জ্যামাইকান এই ফরোয়ার্ড মেয়েদের বিভাগে এফডব্লিউএর বর্ষসেরার ইতিহাসে এবার সর্বোচ্চ ভোট পেয়েছেন। চেলসির উইঙ্গার লরেন জেমস দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন সিটিতে খাদিজার সতীর্থ সেন্টারব্যাক অ্যালেক্স গ্রিনউড।

ম্যানচেস্টার সিটি নারী দলের ফরোয়ার্ড খাদিজা
ইনস্টাগ্রাম

২০২৩-২৪ উইমেনস সুপার লিগে এ পর্যন্ত ১৮ ম্যাচে ২১ গোল করেছেন খাদিজা। সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। তিনটি গোলও করিয়েছেন এই প্রতিযোগিতায়। তাঁর দল সিটিও ২০১৬ সালের পর এবার প্রথম মেয়েদের লিগ জয়েও সুবাস পাচ্ছে। তবে পায়ে চোট পাওয়ায় লিগে সিটির শেষ দুটি ম্যাচে খেলতে পারবেন না খাদিজা।

পুরস্কারটি জিতে খাদিজা বলেছেন, ‘খুবই গর্ব লাগছে। এমন স্বীকৃতি আমার জন্য বিশেষ সম্মানের। সতীর্থদের ধন্যবাদ জানাই। তারা গোল করার সুযোগ করে দিয়েছে। তারা ছাড়া এটা জিততে পারতাম না।’

আরও পড়ুন