আমাদ দিয়ালোর গোল জিততে দেয়নি লিভারপুলকে, ম্যাগুয়ারের মিস জিততে দেয়নি ইউনাইটেডকে

আমাদ দিয়ালোর গোলেই অ্যানফিল্ড থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরেছে ইউনাইটেডএএফপি

লিভারপুল ২: ২ ম্যানচেস্টার ইউনাইটেড

১ মিনিট ৫৫ সেকেন্ডের এক ঝড়। আর তাতেই গত মাসে ইতিহাস থেকে দারুণ এক জয় নিয়ে বাড়ি ফিরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৮৮ ও ৯০ মিনিটের ২ গোলে নগর প্রতিদ্বন্দ্বী সিটির বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলে জিতেছিল ইউনাইটেড। সেদিন ইউনাইটেডের দ্বিতীয় গোলটি করেছিলেন আমাদ দিয়ালো।

আইভরিকোস্টের ২২ বছর বয়সী ফরোয়ার্ড আবারও নায়ক হলেন ইউনাইটেডের। এবার অবশ্য অ্যানফিল্ড থেকে জয় নিয়ে ফিরতে পারেনি দলটি। তবে আমাদের গোলই একটি পয়েন্ট এনে দিয়েছে ২-১ গোলে পিছিয়ে পড়া ইউনাইটেডকে। পয়েন্ট টেবিলের শীর্ষ দল লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করতে পারাটা তো খারাপ সময়ে বৃত্তে ঘুরপাক খাওয়া ইউনাইটেডের জন্য জয়েরই সমান।

তবে যোগ করা সময়ের শেষ মিনিটে হ্যারি ম্যাগুয়ার ১০ গজ দূর থেকে আলিসনকে একা পেয়েও বার উঁচিয়ে না মারলে ১ নয়, ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত ইউনাইটেড। আর আমাদ নয়, নায়ক হয়ে যেতেন ম্যাগুয়ার।

অবিরাম তুষারপাতের কারণে ম্যাচটি আজ হতে পারবে কি না সংশয় ছিল তা নিয়ে। শেষ পর্যন্ত সময়মতোই শুরু হয়েছে ম্যাচটি। তবে লিভারপুল নয়, ম্যাচের প্রথম গোলটি দিয়েছে ইউনাইটেডই। গোলশূন্য প্রথমার্ধের পর আর্জেন্টাইন তারকা লিসান্দ্রো মার্তিনেজের ৫২ মিনিটের গোলে এগিয়ে যায় ইউনাইটেড। ৭ মিনিট পরেই কোডি গাকপোর গোলে সমতা ফেরানো লিভারপুল ৭০ মিনিটে মোহাম্মদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায়। ১০ মিনিট পরে আমাদের সেই গোল।

শেষ মুর্হর্তে গোলের সুযোগ নষ্ট করার পর ম্যাগুয়ারের মাথায় হাত
এএফপি

 আর ওই গোলটিই ধরে রেখে তুমুল প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচে অ্যানফিল্ড থেকে ১ পয়েন্ট নিয়ে ফিরল ইউনাইটেড। আর তাতে চার ম্যাচ পর এই প্রথম কোনো ম্যাচ না হেরে মাঠ ছাড়তে পারল রুবেন আমোরিমের দল।

শেষ মূহূর্তে ম্যাগুয়ার গোল মিস করায় হার এড়ানো লিভারপুল এই ড্রয়ের পরও ৬ পয়েন্টে এগিয়ে দ্বিতীয়স্থানের দল আর্সেনালের চেয়ে। সেটিও এক ম্যাচ কম খেলে। তবে লিভারপুল কোচ আর্নে স্লটও আমোরিমের মতো জয়ের সুযোগ হারানো নিয়ে আফসোস করতে পারেন। তাঁর দলও তো কম সুযোগ নষ্ট করেনি।

আরও পড়ুন

১৪ম মিনিটেই গাকপো প্রথম সযোগ নষ্ট করেন। তাঁর শট চলে যায় দূরের পোস্টের সামান্য বাইরে দিয়ে। মিনিট দুয়েক না পেরোতেই সালাহর অসাধারণ এক পাস খুঁজে নেয় অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে। কিন্তু আর্জেন্টাইন মিডফিল্ডারের শট বাঁ পা দিয়ে ফিরিয়ে দেন ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা।

 প্রথমার্ধের শেষ দিকে ইউনাইটেড চেপে ধরেছিল লিভারপুলকে। আমাদ দিয়ালোর হেড বেপথু হওয়ার পর রাসমুস হইলুন্দের শট ফিরিয়ে দেন আলিসন।

গোলের পর মোহাম্মদ সালাহ
এএফপি

 প্রথমার্থে যাঁর যাঁর গোলপোস্ট অক্ষত রাখলেও আলিসন–ওনানারা দ্বিতীয়ার্ধের আর ধরে রাখতে পারেননি তা। ৫২ মিনিটে খুব কাছ থেকে জোরাল শটে ইউনাইটেডের জার্সিতে মাত্র দ্বিতীয় গোলটি পেয়ে যান লিসান্দ্রো মার্তিনেজ। এরপর গাকপোর গোলে সমতা লিভারপুলের। যাকে কাটিয়ে গোলটি করেন গাকপো সেই ডি লিখট পরে হাত বাড়িয়ে পেনাল্টি উপহার দেন লিভারপুলকে। সেই পেনাল্টি থেকে এবারের লিগে ১৮তম গোলটি পেয়ে যান সালাহ।

 এরপর আমাদ দিয়ালোর সেই গোল ও শেষের নাটক।

আরও পড়ুন