মায়ামিতে মেসির ম্যুরালে বেকহামের তুলির আঁচড়

ক্রেনে চড়ে মেসির ম্যুরাল রং করেছেন বেকহামছবি : ইনস্টাগ্রাম

সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের আগমন বলে কথা! তর্ক সাপেক্ষে যিনি এই শতাব্দীর সেরা, তাঁকে বরণ করে নিতে মায়ামিজুড়ে সাজ সাজ রব বিরাজ করাই তো স্বাভাবিক, হয়েছেও তা–ই।

লিওনেল মেসির যুক্তরাষ্ট্রে আসার ঘোষণার পর থেকেই দেশটির ফুটবল–জগতে শুরু হয়েছে অন্য রকম উন্মাদনা। মেসির জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় ইন্টার মায়ামির সমর্থকেরা। ভক্তদের অপেক্ষার অবসান শিগগিরই হতে চলেছে। সব ঠিক থাকলে আগামীকাল ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর রোববার তাঁকে আনুষ্ঠানিকভাবে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাবটি।

ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় তারকাকে বরণ করে নিতে ইন্টার মায়ামি এখন প্রস্তুত। পিএসজি ছেড়ে মেসির মায়ামিতে যাওয়ার ঘোষণার পর শহরের একটি ভবনের দেয়ালে তাঁর বিশাল ম্যুরাল আঁকা হয়েছিল। মেসির আগমন উপলক্ষে এবার ম্যুরালটিতে নতুন করে রং করানো হচ্ছে।

মায়ামিতে মেসির ম্যুরালের সামনে বেকহাম
ছবি : ইনস্টাগ্রাম

কারুশিল্পীদের এই রং করার কাজ কে দেখভাল করছেন জানেন? স্বয়ং ডেভিড বেকহাম, ইন্টার মায়ামির সহ–মালিক!

বেকহামের স্ত্রী ভিক্টোরিয়া আজ ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেছেন। ভিডিওতে দেখা যাচ্ছে, কারুশিল্পীরা ক্রেনে চড়ে হাস্যোজ্জ্বল মেসির ম্যুরাল রং করছেন আর বেকহাম সেটা তদারকি করছেন। তাঁরা মেসির দাঁতগুলোতে সাদা রং করছিলেন।

এ সময় ভিক্টোরিয়াকে বলতে শোনা যায়, ‘আমার মনে হয়, ডেভিড (বেকহাম) দারুণ কাজ করছে। আমরা মাত্র কদিন হলো মায়ামিতে এসেছি। কিন্তু সে এসেই এই কাজে লেগে পড়েছে। দেখুন, এটা (মেসির ম্যুরাল) কী বিশাল। এমন কি কোনো কাজ আছে, যেটা ডেভিড বেকহাম পারে না? সে ওখানে (ক্রেনে) চড়েছে রং করার জন্য। যে মানুষটিকে মেসির ম্যুরালের দাঁতগুলো সাদা রং করতে দেখলেন, সেটা বেকহামই ছিল। আমি অভিভূত।’

আরও পড়ুন

পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে এখন যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন মেসি। ধারণা করা হচ্ছে, ইন্টার মায়ামির সঙ্গে তিনি আড়াই বছরের চুক্তি করবেন। ২১ জুলাই লিগ কাপে ক্রুজ আজুলের বিপক্ষে ম্যাচ দিয়ে যুক্তরাষ্ট্রের ফুটবলে তাঁর অভিষেক হতে পারে।