আবারও রোনালদোর জোড়া গোল
আবারও জোড়া গোল করলেন রোনালদো। দুই দিন আগে ইউরো বাছাইপর্বের ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ৪-২ ব্যবধানে জয়ের রাতে জোড়া গোল করেছিলেন পর্তুগিজ কিংবদন্তি।
গত রাতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষেও পেয়েছেন জোড়া গোলের দেখা। রোনালদোর জোড়া গোলের দিন বসনিয়ার বিপক্ষে পর্তুগাল জিতেছে ৫-০ গোলে। এ নিয়ে ইউরো বাছাইপর্বে ৮ ম্যাচে পর্তুগালের গোল ৩২টি, এর বিপরীতে তারা গোল হজম করেছে মাত্র ২টি। আগের ম্যাচ জিতে ইউরো নিশ্চিত করা পর্তুগাল এই জয়ে গ্রুপ ‘জে’–এর শীর্ষেই থাকছে।
একপেশে লড়াইয়ের দিনে প্রথমার্ধেই ৫ গোল করে পর্তুগাল। ম্যাচের ৩ মিনিটেই পেনাল্টি পায় পর্তুগাল। পেনাল্টি থেকে গোল করার সহজ সুযোগ মিস করেননি রোনালদো। তাঁর গোলে ৫ মিনিটেই ১-০–তে এগিয়ে পর্তুগাল। দলের হয়ে পরের গোলটিও করেন আল নাসর তারকা।
২০ মিনিটে জোয়াও ফেলিক্সের সহায়তায় গোল করেন রোনালদো। এটি আন্তর্জাতিক ফুটবলে রোনালদোর ১২৭তম গোল আর সব মিলিয়ে ৮৫৯তম। ৯ গোল নিয়ে বাছাই পর্বের গোলদাতাদের তালিকায় দ্বিতীয় স্থানে রোনালদো। তাঁর চেয়ে ১ গোল বেশি নিয়ে শীর্ষে বেলজিয়ামের স্ট্রাইকার রোমেলু লুকাকু। গতকাল পর্তুগালের হয়ে বাকি ৩টি গোল এসেছে ব্রুনো ফার্নান্দেজ, জোয়াও ক্যানসেলো, ফেলিক্সের কাছ থেকে।
৩৮ বছর বয়সী রোনালদো যে এখনই থামছে না, সেটা নিশ্চিত। নিজের ক্যারিয়ারকে আরও লম্বা করে ছুঁতে চান ১ হাজার গোলের মাইলফলকও। এমনকি এ নিয়ে তিনি মজা করে একটি বাজিও ধরেছেন। বাজিটি ধরেছেন এফসি পোর্তোর প্রেসিডেন্ট হোর্হে নুনো পিন্তোর সঙ্গে। জোড়া গোল করে উচ্ছ্বসিত রোনালদো ইনস্টাগ্রামে নিজের অনুভূতি জানিয়েছেন, ‘আরেকটি জয় এবং পুরো দলই দুর্দান্ত খেলল। গ্রুপে শীর্ষে থাকা নিশ্চিত হয়েছে। এখনো শক্তিশালীভাবেই এগোচ্ছি।’
শুধু জাতীয় দলের জার্সিতেই নয়, সৌদি প্রো লিগে আল নাসরের হয়েও দারুণ ছন্দে আছেন রোনালদো। চলতি মৌসুমে দলটির হয়ে ১১ ম্যাচে ১১ গোল করেছেন। এখন ২০২৭ পর্যন্ত ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ বাড়ানোর কথাও শোনা যাচ্ছে।