পোল্যান্ড: মিলবে কি বোনাস সাফল্য
পোল্যান্ড

খেলার সূচি

সি
স্টেডিয়াম ৯৭৪, দোহা
মেক্সিকো
মেক্সিকো
পোল্যান্ড
পোল্যান্ড
২২ নভেম্বর
রাত ১০টা
সি
এডুকেশন সিটি স্টেডিয়াম, আল রাইয়ান
পোল্যান্ড
পোল্যান্ড
সৌদি আরব
সৌদি আরব
২৬ নভেম্বর
সন্ধ্যা ৭টা
সি
স্টেডিয়াম ৯৭৪, দোহা
পোল্যান্ড
পোল্যান্ড
আর্জেন্টিনা
আর্জেন্টিনা
৩০ নভেম্বর
রাত ১টা

দল পরিচিতি

পোল্যান্ড: মিলবে কি বোনাস সাফল্য

বেশ নাটকীয়তার পর বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে রবার্ট লেভানডফস্কির দেশ পোল্যান্ড। গ্রুপ পর্বে ইংল্যান্ডের পেছনে থেকে দ্বিতীয় হওয়ায় দলটিকে যেতে হয়েছিল প্লে-অফে। তবে প্লে–অফের সেমিফাইনাল না খেলেই ফাইনালের টিকিট পেয়ে যায় তারা। রাশিয়াকে উয়েফা নিষিদ্ধ করার কারণেই সেই ম্যাচটি আর খেলতে হয়নি পোল্যান্ডকে। আর ফাইনালে সুইডেনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপ নিশ্চিত করে পোল্যান্ড।

তবে এর আগে দেশটির বিশ্বকাপ প্রস্তুতি ধাক্কা খায় দলের কোচ পাউলো সোসা গত বছরের ডিসেম্বরে কোচের দায়িত্ব ছেড়ে দিলে। জানুয়ারিতে সোসার স্থলাভিষিক্ত হন সেসওয়াফ মিখনিয়েভিৎস। তাঁর অধীনেই এখন বিশ্বকাপ অভিযানে নামবে পোলিশরা।

শক্তি

পোল্যান্ডের সবচেয়ে বড় শক্তি তাদের অভিজ্ঞতা। সেজনি, ক্রিকোভিয়াক, গ্লিক ও লেভানডফস্কিরা লম্বা সময় ধরে দেশের হয়ে খেলছেন। ক্লাব ফুটবলে দারুণ ছন্দেও আছেন লেভা–জেলেনিস্কিরা। সেই ছন্দকে এখন জাতীয় দলের হয়ে বিশ্বকাপ মঞ্চে ফেরানোর অপেক্ষা। সেটি করতে পারলে প্রতিপক্ষকে ভালোই চ্যালেঞ্জ করতে পারবে পোলিশরা।

দুর্বলতা

পোল্যান্ডের বড় দুর্বলতা তাদের ধারাবাহিকতার অভাব। বিশ্বকাপের আগে সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই হেরেছে লেভানডফস্কির দল, অন্য ম্যাচটিতেও ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। কোচের ফর্মেশন নিয়ে অস্থিরতাও দলটিকে ভোগাতে পারে।

প্রত্যাশা ও বাস্তবতা

১৯৮৬ সালের পর আর কখনোই নকআউট পর্বে খেলতে পারেনি পোল্যান্ড। এবারও গ্রুপ পর্বে আর্জেন্টিনা-মেক্সিকোর বাধা পেরিয়ে নকআউটে যাওয়াটা বেশ চ্যালেঞ্জিংই হবে। আর গ্রুপ পর্ব পেরোতে পারলে বাকি যে সাফল্য মিলবে, পুরোটাই বোনাস।...আরও

স্কোয়াডমিডফিল্ডার

সেসওয়াফ মিখনিয়েভিৎস
সেসওয়াফ মিখনিয়েভিৎস
কোচ
ভয়চেক সেজনি
ভয়চেক সেজনি
গোলরক্ষক
রবার্ট লেভানডফস্কি
রবার্ট লেভানডফস্কি
ফরোয়ার্ড

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
২৬
বিশ্বকাপে অংশগ্রহণ
ম্যাটি ক্যাশ
ম্যাটি ক্যাশ
ডিফেন্ডার
আর্তুর ইয়েন্দজেইচিক
আর্তুর ইয়েন্দজেইচিক
ডিফেন্ডার
মাতেউশ ভিয়েতেস্কা
মাতেউশ ভিয়েতেস্কা
ডিফেন্ডার
ইয়ান বেদনারেক
ইয়ান বেদনারেক
ডিফেন্ডার
ইয়াকুব কিভিয়র
ইয়াকুব কিভিয়র
ডিফেন্ডার
কামিল গ্লিক
কামিল গ্লিক
ডিফেন্ডার
বার্তোশ বেরেশিনস্কি
বার্তোশ বেরেশিনস্কি
ডিফেন্ডার
রবার্ট গুমনি
রবার্ট গুমনি
ডিফেন্ডার
ক্রিস্তিয়ান বিয়ালিক
ক্রিস্তিয়ান বিয়ালিক
মিডফিল্ডার
দামিয়ান শিমানিয়াস্কি
দামিয়ান শিমানিয়াস্কি
মিডফিল্ডার
গজেগজ ক্রিকোভিয়াক
গজেগজ ক্রিকোভিয়াক
মিডফিল্ডার
কামিল গ্রসিৎস্কি
কামিল গ্রসিৎস্কি
মিডফিল্ডার
ইয়াকুব কামিনিয়েস্কি
ইয়াকুব কামিনিয়েস্কি
মিডফিল্ডার
শিমন জুরকোফস্কি
শিমন জুরকোফস্কি
মিডফিল্ডার
সেবাস্তিয়ান শিমানিয়েস্কি
সেবাস্তিয়ান শিমানিয়েস্কি
মিডফিল্ডার
পিওতর জিয়েলিনিয়েস্কি
পিওতর জিয়েলিনিয়েস্কি
মিডফিল্ডার
নিকোলা জালেফস্কি
নিকোলা জালেফস্কি
মিডফিল্ডার
প্রেমিসোয়াভ ফ্রাঙ্কোফস্কি
প্রেমিসোয়াভ ফ্রাঙ্কোফস্কি
মিডফিল্ডার
মিখাউ স্কোরাশ
মিখাউ স্কোরাশ
মিডফিল্ডার
উকাশ স্কোরুপস্কি
উকাশ স্কোরুপস্কি
গোলরক্ষক
কামিল গ্রাবারা
কামিল গ্রাবারা
গোলরক্ষক
আরকাদিয়ুশ মিলিক
আরকাদিয়ুশ মিলিক
ফরোয়ার্ড
ক্যারল স্ভিদেরস্কি
ক্যারল স্ভিদেরস্কি
ফরোয়ার্ড
ক্রিস্তফ পিওনতেক
ক্রিস্তফ পিওনতেক
ফরোয়ার্ড