জাপান: ভরসার নাম গতি

খেলার সূচি

খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
জার্মানি
জার্মানি
জাপান
জাপান
২৩ নভেম্বর
সন্ধ্যা ৭টা
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
জাপান
জাপান
কোস্টারিকা
কোস্টারিকা
২৭ নভেম্বর
বিকেল ৪টা
খলিফা স্টেডিয়াম, আল রাইয়ান
জাপান
জাপান
স্পেন
স্পেন
১ ডিসেম্বর
রাত ১টা

দল পরিচিতি

জাপান: ভরসার নাম গতি

স্পেন ও জার্মানির গ্রুপে পড়েছে জাপান। গ্রুপ পর্ব খেলেই সন্তুষ্ট থাকা উচিত? কোচ হাজিমো মরিইয়াসু বলছেন, ‘না, কোয়ার্টার ফাইনালে উঠতে চাই। আমরা এখনো সেখানে উঠতে পারিনি।’

টানা সপ্তম বিশ্বকাপ খেলছে জাপান। গতবার রাশিয়ায় শেষ ষোলোয় বেলজিয়ামের বিপক্ষে ২-০ গোলে এগিয়ে গিয়েও যোগ করা সময়ের গোল খেয়ে ৩-২ গোলের হারে বিষাদগাথার জন্ম দিয়েছিল জাপান। কিন্তু সেই হারের আরেকটি মর্মবাণীও ছিল। সম্ভব। কাতারে জাপানকে কোয়ার্টার ফাইনালে দেখা সম্ভব। সে জন্য আপসেট চাই? এই কাজে একই গ্রুপে কোস্টারিকার চেয়ে জাপানের দিকে বেশি নজর থাকবে। কারণ, প্রচুর দৌড়ানো ও দ্রুতলয়ের পাসে গতবারই নজর কেড়েছে জাপান।

শক্তি

বল পায়ে দক্ষ, দ্রুতলয়ের পাস এবং প্রচুর দৌড়ে খেলে অভ্যস্ত জাপান। মাঝমাঠ থেকে দ্রুত আক্রমণ তৈরি কিংবা দুই প্রান্ত ব্যবহার করেও আক্রমণে ওঠে জাপান। সাধারণত উইং থেকে দ্রুত পাসে আক্রমণে ওঠে, প্রতিপক্ষের বক্সে স্ট্রাইকার ইউয়া ওসাকো চাপের মধ্যে ভালো খেলেন। আক্রমণভাগে বড় তারকা নেই, কিন্তু সব খেলোয়াড়ই বল পায়ে দক্ষ ও দ্রুতগতির।

দুর্বলতা

দলে ডেড বল বিশেষজ্ঞ নেই। বাতাসে রক্ষণকাজে দুর্বল। সেট পিসে প্রতিপক্ষের লম্বা ও শক্তিশালী স্ট্রাইকারকে আটকে রাখা কঠিন হবে জাপানের জন্য।

প্রত্যাশা ও বাস্তবতা

গ্রুপ পর্ব পাড়ি দেওয়াই খুব কঠিন। সেটুকু পারলেই কাতার বিশ্বকাপে নিজেদের সফল ভাবতে পারে জাপান। গ্রুপে বড় দুটি দলের মধ্যে যে কাউকে হারাতে পারলেও মন্দ হয় না। সে ক্ষমতা আছে জাপানের। বড় দলের বিপক্ষে চাপের মুহূর্তে এখন ভেঙে না পড়লেই হয়।...আরও

স্কোয়াড

হাজিমে মরিইয়াসু
হাজিমে মরিইয়াসু
কোচ
এইজি কাওয়াশিমা
এইজি কাওয়াশিমা
গোলরক্ষক
তাকুমা আসানো
তাকুমা আসানো
ফরোয়ার্ড

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
২৪
বিশ্বকাপে অংশগ্রহণ
মিকি ইয়ামানে
মিকি ইয়ামানে
ডিফেন্ডার
শোগো তানিগুচি
শোগো তানিগুচি
ডিফেন্ডার
কো ইতাকুরা
কো ইতাকুরা
ডিফেন্ডার
ইউতো নাগাতোমো
ইউতো নাগাতোমো
ডিফেন্ডার
তাকেহিরো তোমিয়াসু
তাকেহিরো তোমিয়াসু
ডিফেন্ডার
হিরোকি সাকাই
হিরোকি সাকাই
ডিফেন্ডার
মায়া ইয়োশিদা
মায়া ইয়োশিদা
ডিফেন্ডার
হিরোকি ইতো
হিরোকি ইতো
ডিফেন্ডার
ওয়াতারু এন্দো
ওয়াতারু এন্দো
মিডফিল্ডার
গাকু শিবাসাকি
গাকু শিবাসাকি
মিডফিল্ডার
রিতসু দোয়ান
রিতসু দোয়ান
মিডফিল্ডার
কারোরু মিতোমা
কারোরু মিতোমা
মিডফিল্ডার
তাকুমি মিনামিনো
তাকুমি মিনামিনো
মিডফিল্ডার
তাকেফুসা কুবো
তাকেফুসা কুবো
মিডফিল্ডার
হিদেমাসা মোরিতা
হিদেমাসা মোরিতা
মিডফিল্ডার
জুনিয়া ইতো
জুনিয়া ইতো
মিডফিল্ডার
দাইচি কামাদা
দাইচি কামাদা
মিডফিল্ডার
আও তানাকা
আও তানাকা
মিডফিল্ডার
ইউকি সোমা
ইউকি সোমা
মিডফিল্ডার
শুইচি গোন্দা
শুইচি গোন্দা
গোলরক্ষক
ড্যানিয়েল স্মিট
ড্যানিয়েল স্মিট
গোলরক্ষক
শুতো মাচিনো
শুতো মাচিনো
ফরোয়ার্ড
আয়াসে উয়েদা
আয়াসে উয়েদা
ফরোয়ার্ড
দাইজেন মায়েদা
দাইজেন মায়েদা
ফরোয়ার্ড