খেলার সূচি
দল পরিচিতি
বেলজিয়াম: সোনালি প্রজন্মের শেষ সুযোগ
বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মে’র শেষ সুযোগ।
কেভিন ডি ব্রুইনা–রোমেলু লুকাকুদের প্রজন্ম ‘সোনালি’ আখ্যা পেয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগেই। ব্রাজিলে সেবার শেষ আটে উঠে নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করতে পেরেছিল বেলজিয়াম। পরের বিশ্বকাপে রাশিয়ায় হলো তৃতীয়। লুকাকু–ব্রুইনাদের বয়স বলে দিচ্ছে, বিশ্বকাপে এবারই তাঁদের শেষ সুযোগ। বেলজিয়ামের সোনালি প্রজন্ম কি পারবে শেষটা রাঙিয়ে দিতে?
বড় টুর্নামেন্টে এডেন হ্যাজার্ডদের নকআউট পর্বে এসে খাবি খাওয়া নতুন কিছু নয়। গত ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষেও তাই ঘটেছে। গত বছর অক্টোবরে নেশনস লিগের সেমিফাইনালেও। বড় টুর্নামেন্টে প্রত্যাশা নিয়ে এলেও বারবার ফাইনালের আগেই বিদায়ের হতাশায় পুড়তে হয়েছে বেলজিয়ামকে। ২০১৬ সালে কোচের দায়িত্ব নেওয়া রবার্তো মার্তিনেজ তাঁর প্রথম পাঁচ বছরকে ‘দুর্দান্ত অভিযাত্রা’ এবং সোনালি প্রজন্মের জন্য ‘মঞ্চ প্রস্তুত’ বললেও বাস্তবতা হলো, লুকাকু–ব্রুইনারা কোনো শিরোপা উপহার দিতে পারেননি। ১৯৮৬ ও ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন পর্যন্ত বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সাফল্য। বাদ পড়েছে গত দুটি ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেও।...আরও