বেলজিয়াম: সোনালি প্রজন্মের শেষ সুযোগ

খেলার সূচি

এফ
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
বেলজিয়াম
বেলজিয়াম
কানাডা
কানাডা
২৩ নভেম্বর
রাত ১টা
এফ
আল তুমামা স্টেডিয়াম, দোহা
বেলজিয়াম
বেলজিয়াম
মরক্কো
মরক্কো
২৭ নভেম্বর
সন্ধ্যা ৭টা
এফ
আহমেদ বিন আলী স্টেডিয়াম,আল রাইয়ান
ক্রোয়েশিয়া
ক্রোয়েশিয়া
বেলজিয়াম
বেলজিয়াম
১ ডিসেম্বর
রাত ৯টা

দল পরিচিতি

বেলজিয়াম: সোনালি প্রজন্মের শেষ সুযোগ

বেলজিয়ামের ‘সোনালি প্রজন্মে’র শেষ সুযোগ।

কেভিন ডি ব্রুইনা–রোমেলু লুকাকুদের প্রজন্ম ‘সোনালি’ আখ্যা পেয়েছিল ২০১৪ বিশ্বকাপের আগেই। ব্রাজিলে সেবার শেষ আটে উঠে নামের প্রতি কিছুটা হলেও সুবিচার করতে পেরেছিল বেলজিয়াম। পরের বিশ্বকাপে রাশিয়ায় হলো তৃতীয়। লুকাকু–ব্রুইনাদের বয়স বলে দিচ্ছে, বিশ্বকাপে এবারই তাঁদের শেষ সুযোগ। বেলজিয়ামের সোনালি প্রজন্ম কি পারবে শেষটা রাঙিয়ে দিতে?

বড় টুর্নামেন্টে এডেন হ্যাজার্ডদের নকআউট পর্বে এসে খাবি খাওয়া নতুন কিছু নয়। গত ইউরোর কোয়ার্টার ফাইনালে ইতালির বিপক্ষেও তাই ঘটেছে। গত বছর অক্টোবরে নেশনস লিগের সেমিফাইনালেও। বড় টুর্নামেন্টে প্রত্যাশা নিয়ে এলেও বারবার ফাইনালের আগেই বিদায়ের হতাশায় পুড়তে হয়েছে বেলজিয়ামকে। ২০১৬ সালে কোচের দায়িত্ব নেওয়া রবার্তো মার্তিনেজ তাঁর প্রথম পাঁচ বছরকে ‘দুর্দান্ত অভিযাত্রা’ এবং সোনালি প্রজন্মের জন্য ‘মঞ্চ প্রস্তুত’ বললেও বাস্তবতা হলো, লুকাকু–ব্রুইনারা কোনো শিরোপা উপহার দিতে পারেননি। ১৯৮৬ ও ২০১৮ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠাই এখন পর্যন্ত বিশ্বকাপে বেলজিয়ামের সেরা সাফল্য। বাদ পড়েছে গত দুটি ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকেও।...আরও

স্কোয়াড

রবার্তো মার্তিনেজ
রবার্তো মার্তিনেজ
কোচ
কেভিন ডি ব্রুইনা
কেভিন ডি ব্রুইনা
মিডফিল্ডার
থিবো কোর্তোয়া
থিবো কোর্তোয়া
গোলরক্ষক

এক নজরে

ফিফা র‍্যাঙ্কিং
বিশ্বকাপে অংশগ্রহণ
১৩
টবি অল্ডারভাইরেল্ড
টবি অল্ডারভাইরেল্ড
ডিফেন্ডার
আর্থুর থিট
আর্থুর থিট
ডিফেন্ডার
ভাউট ফায়েস
ভাউট ফায়েস
ডিফেন্ডার
ইয়ান ভার্তোনে
ইয়ান ভার্তোনে
ডিফেন্ডার
অ্যাক্সেল উইটসেল
অ্যাক্সেল উইটসেল
মিডফিল্ডার
ইউরি টিলেমান্স
ইউরি টিলেমান্স
মিডফিল্ডার
রোমেলু লুকাকু
রোমেলু লুকাকু
ফরোয়ার্ড
এডেন হ্যাজার্ড
এডেন হ্যাজার্ড
ফরোয়ার্ড
ইয়ানিক কারাসকো
ইয়ানিক কারাসকো
ফরোয়ার্
সিমন মিনিওলেত
সিমন মিনিওলেত
গোলরক্ষক
কোয়েন কাস্তিলস
কোয়েন কাস্তিলস
গোলরক্ষক
দ্রিস মের্তেন্স
দ্রিস মের্তেন্স
ফরোয়ার্ড
দ্রিস মের্তেন্স
দ্রিস মের্তেন্স
ফরোয়ার্ড
থরগান হ্যাজার্ড
থরগান হ্যাজার্ড
মিডফিল্ডার
লিয়ান্দ্রো ত্রোসার
লিয়ান্দ্রো ত্রোসার
ফরোয়ার্ড
আমাদু ওনানা
আমাদু ওনানা
মিডফিল্ডার
লিয়ান্ডার ডেনডঙ্কার
লিয়ান্ডার ডেনডঙ্কার
ডিফেন্ডার
হান্স ফানাকেন
হান্স ফানাকেন
মিডফিল্ডার
টিমোথি কাস্তানিয়ে
টিমোথি কাস্তানিয়ে
মিডফিল্ডার
চার্লস ডি কেতেলারা
চার্লস ডি কেতেলারা
ফরোয়ার্ড
মিচি বাতশুয়াই
মিচি বাতশুয়াই
ফরোয়ার্ড
লইস ওপেনদা
লইস ওপেনদা
ফরোয়ার্ড
ইয়েরেমি ডোকু
ইয়েরেমি ডোকু
ফরোয়ার্ড
জেনো দেবাস্ত
জেনো দেবাস্ত
ডিফেন্ডার