চেলসির ২১ হাজার কোটি টাকার স্কোয়াডই ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল
২০২৪ অর্থবছর শেষে দলবদল ফি বিবেচনায় চেলসির স্কোয়াডই ইউরোপে সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বলে জানিয়েছে উয়েফার নতুন প্রতিবেদন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ‘ইউরোপিয়ান ক্লাব ফিন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপ’-এর প্রতিবেদনে জানানো হয়েছে, দলবদল খরচে সব মিলিয়ে ১৬৫ কোটি ৬০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১ হাজার ৭২৮ কোটি ৩৭ লাখ টাকা) খরচ করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি।
দল গড়তে চেলসির এই খরচ ছাপিয়ে গেছে ২০২৩ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের ১৪২ কোটি ইউরোর স্কোয়াডকে। পেছনে পড়েছে ২০২০ সালে রিয়াল মাদ্রিদের ১৩৩ কোটি ইউরোর স্কোয়াডও।
২০২২ সালে মার্কিন ধনকুবের টড বোয়েলি ও ক্লিয়ারলেক ক্যাপিটাল চেলসি কিনে নেওয়ার পর ক্লাবটিতে এ পর্যন্ত ৪১ খেলোয়াড়কে সই করানো হয়েছে। কিন্তু মাঠে তাঁরা সাফল্য পাচ্ছে না। গত মৌসুমে ছয়ে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে চেলসি। এবার ২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচে। শীর্ষে থাকা লিভারপুলের সঙ্গে পিছিয়ে আছে ২১ পয়েন্ট ব্যবধানে। ২৮ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।
ইউরোপের শীর্ষ লিগগুলোকে বিশ্লেষণ করে এ প্রতিবেদন প্রস্তুত করেছে উয়েফা। প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালে সর্বোচ্চ রাজস্ব আয় করেছে রিয়াল মাদ্রিদ (১০৭ কোটি ৩০ লাখ ইউরো)। ৮৫ কোটি ৪০ লাখ ইউরো আয় করে দ্বিতীয় ম্যানচেস্টার সিটি, পিএসজি ৮০ কোটি ৮ লাখ ইউরো আয় করে তৃতীয়। ৭৭ কোটি ১০ লাখ ইউরো আয় করেছে ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখের আয় ৭৬ কোটি ৫০ লাখ ইউরো।
সবচেয়ে বেশি আয় করা ২০ ক্লাবের মধ্যে প্রিমিয়ার লিগ থেকে জায়গা করে নিয়েছে ৯টি ক্লাব। গড়ে এই ৯টি ক্লাবের আয় ৩৫ কোটি ৭০ লাখ ইউরো করে, আর সব মিলিয়ে ক্লাবগুলোর মোট আয় আনুমানিক ৭১৫ কোটি ইউরো। মোট ৩৭০ কোটি ইউরো আয় করে স্পেনের লা লিগা তালিকায় দ্বিতীয়। তৃতীয় জার্মানির বুন্দেসলিগা। এই লিগের ক্লাবগুলোর মোট আয় ৩৬০ কোটি ইউরো। ২৯০ কোটি ইউরো আয় করে চারে ইতালিয়ান সিরি ‘আ’ এবং পাঁচে থাকা ফ্রেঞ্চ লিগ আঁ। ফ্রান্সের শীর্ষ লিগের ক্লাবগুলোর মোট আয় ২৪০ কোটি ইউরো।
আয়ের তালিকায় শীর্ষে থাকা ২০টি ক্লাব এক দশক ধরেই মোটামুটি স্থিতিশীল। এখন শীর্ষে থাকা ২০টি ক্লাবের সব কটি ২০১৪ সালে শীর্ষ ২৫ আয়কারী ক্লাবের তালিকায় ছিল।
২০২৩ সালে ৭১০ কোটি ইউরোর কিছু বেশি রাজস্ব আয় করেছে ইংলিশ ক্লাবগুলো। ইউরোপের শীর্ষ লিগে খেলা ৭০০–এর বেশি ক্লাব ২০২৩ সালে সব মিলিয়ে মোট ২ হাজার ৬৮০ কোটি ইউরো আয় করেছে। ইংল্যান্ডের শীর্ষ লিগে খেলা ২০টি দল ২০২৩ সালে আয়ে দ্বিতীয় লা লিগা ও তৃতীয় বুন্দেসলিগার তুলনায় প্রায় দ্বিগুণ অর্থ আয় করেছে।
দর্শক উপস্থিতির রেকর্ড ইংলিশ ও জার্মান ফুটবলে সবচেয়ে বেশি। মধ্যম সারির ইংলিশ ক্লাবগুলো গেট ফি থেকে আয় করেছে ২ কোটি ৯১ লাখ ইউরো এবং একই খাত থেকে বুন্দেসলিগার আয় ২ কোটি ৩৭ লাখ ইউরো।