রিয়াল মাদ্রিদ অভিযান শেষেই বিদায় বলবেন আনচেলত্তি
২০১৩ থেকে ২০১৫—রিয়াল মাদ্রিদে কার্লো আনচেলত্তির প্রথম মেয়াদটা ছিল এ দুই বছরের। ওই সময়ে রিয়ালে তিনি একটি করে চ্যাম্পিয়নস লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ, কোপা দেল রে ও উয়েফা সুপার কাপ জিতেছেন। এরপর একটি করে মৌসুম দায়িত্বে ছিলেন বায়ার্ন মিউনিখ, নাপোলি ও এভারটনের। বায়ার্নের হয়ে একটি বুন্দেসলিগা ও দুটি জার্মান কাপ জিতলেও নাপোলি ও এভারটনে কিছুই পাননি।
নাপোলি ও এভারটনে অমন দুটি মৌসুম কাটিয়ে গত বছর আনচেলত্তি আবার দায়িত্ব নেন রিয়াল মাদ্রিদের। দায়িত্ব নিয়েই জেতেন লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ ও উয়েফা সুপার কাপ। কোচিংয়ে দুর্দান্ত সময় কাটছে তাঁর। কিন্তু আর কত দিন? বয়স তো আর কম হয়নি, দেখতে দেখতে জীবনের ৬৩টি বসন্ত পার করে ফেলেছেন।
আনচেলত্তিরও হয়তো সে রকমই মনে হচ্ছে এখন। তাই তো বলছেন, অবসর নেওয়ার সময় ঘনিয়ে আসছে। ১৬ বছরের খেলোয়াড়ি জীবন শেষে কোচিং ক্যারিয়ারটা তাঁর ৩০ বছরের। ইতালিয়ান এই কোচ এবার কোচিং থেকেও অবসর নেওয়ার কথা ভাবছেন।
হয়তো আর কয়েকটা বছর, এরপরই কোচিং থেকেও নিজেকে সরিয়ে নেবেন আনচেলত্তি। ঘোষণা দিয়েছেন, রিয়াল মাদ্রিদে এবারকার অভিযান শেষেই বিদায় বলে দেবেন কোচিং–জীবনকে। আনচেলত্তি অবসর নিয়ে বলেছেন, ‘আমার ক্যারিয়ারে ২৪টি শিরোপা? সত্যি বলতে কি, এই সংখ্যাগুলো আমার কাছে কোনো বিষয় নয়। এই সংখ্যা নিয়ে আমি একদম শেষে গিয়ে ভাবব। এখন আমি অনুশীলনে মনোযোগী। প্রতিদিনের কাজ রুটিন অনুযায়ী করতে পছন্দ করি আমি।’
কোচিং পেশার শেষ দিকে এসে নিজেকে যে অনেকটাই বদলে ফেলেছেন, আনচেলত্তি বললেন সে কথাও, ‘কয়েক বছর আগপর্যন্ত আমি ট্যাকটিকসকেই অগ্রাধিকার দিতাম। এখন আমি মানবিক সম্পর্ক নিয়ে মনোযোগী। আমি এখন মানুষকে চিনতে-জানতে আর নতুন প্রজন্মের প্রতি মনোযোগ দিচ্ছি।’
অবসরের ভাবনার কথা সবার শেষেই বলেছেন আনচেলত্তি, ‘মাদ্রিদের এ পর্বেই আমার ক্যারিয়ারের শেষ হবে। রিয়াল মাদ্রিদের (এবারকার অভিযান) শেষে আমি অবসর নেব। রিয়াল মাদ্রিদ ফুটবলের চূড়ায় আছে। এখানকার অভিজ্ঞতা নিয়ে শেষ করতে পারাটা একটা ব্যাপার।’
রিয়ালের সঙ্গে আনচেলত্তির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৩-২৪ মৌসুমে। কিন্তু তখনই কি কোচিং থেকে অবসর নেবেন আনচেলত্তি? এসি মিলান ও ইতালির সাবেক কোচ রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নের বিষয়টি অবশ্য উড়িয়ে দেননি! তাঁর ইচ্ছা শুধু রিয়াল মাদ্রিদেই কোচিং ক্যারিয়ার শেষ করার।