‘জঘন্য’ বার্সেলোনার জন্য ‘ভয়ংকর দুর্গ’র হুমকি পিএসজির সমর্থকদের

পিএসজি আল্ট্রাসের গ্যালারিতে উড়ছে এমবাপ্পের ছবি দিয়ে তৈরি পতাকাএএফপি

বুধবার চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে পিএসজির মাঠে যাচ্ছে বার্সেলোনা। পিএসজির কট্টর সমর্থকগোষ্ঠী বার্সেলোনাকে ‘জঘন্য’ উল্লেখ করে তাদের জন্য পার্ক দ্য প্রিন্সেসে ‘ভয়ংকর দুর্গ’ গড়ে তোলার আহ্বান জানিয়েছে।

বার্সেলোনা রেফারিদের সহায়তা পায় অভিযোগ করে পিএসজি আল্ট্রাস বলেছে, বার্সেলোনা দল ম্যাচের আগে ওয়ার্মআপ করতে মাঠে ঢুকলেই সমর্থকেরা যেন তাদের কাঁপিয়ে দেয়।

সমর্থকগোষ্ঠীর অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে দেওয়া বিবৃতিতে এসব কথা বলা হয়েছে।

গত এক দশকের মধ্যে গড়ে ওঠা চ্যাম্পিয়নস লিগের আলোচিত দ্বৈরথের একটি পিএসজি-বার্সেলোনা ম্যাচ। ২০১৭ সালে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বার্সার ৬-১ গোলের নাটকীয় জয় এবং রেকর্ড দামে নেইমারকে পিএসজিতে নিয়ে যাওয়ার ঘটনায় দুই দলের সমর্থকদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার শুরু, যা পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনায় আরও বেড়েছে।

পিএসজি আল্ট্রাস সমর্থকগোষ্ঠিগুলোর মধ্যে কট্টর হিসেবে পরিচিত
এএফপি

২০২১ সালের পর চ্যাম্পিয়নস লিগে দুই দলের আবার দেখা হচ্ছে এ সপ্তাহে। কট্টর সমর্থকগোষ্ঠী হিসেবে সমালোচিত পিএসজি আল্ট্রাস ম্যাচটি ঘিরে তিন দিন আগে থেকেই দলীয় সমর্থকদের তাঁতিয়ে তোলায় উদ্যোগী হয়েছে। সমর্থকদের উদ্দেশে দেওয়া বিবৃতির শুরুতেই বলা হয়, ‘বুধবার আমাদের দল বার্সেলোনার মুখোমুখি হবে। আমাদের জন্য ম্যাচটা শুরু হয়ে গেছে শনিবার ক্লেরমঁর বিপক্ষের ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।’

আরও পড়ুন

সবাইকে আগেভাগে নির্দিষ্ট সাজে স্টেডিয়ামে আসার আহ্বান জানিয়ে বলা হয়, ‘সবাই লাল ও নীল সাজে আসুন। আমাদের প্রতিপক্ষ যখনই গা গরম করতে মাঠে ঢুকবে, তাদের কাঁপিয়ে দিন। এই দল (পিএসজি), যাদের যোদ্ধা মানসিকতা ও একতার কারণে আমরা পছন্দ করি, তারা যেন পুরো জাতির সমর্থন অনুভব করে।’

বিবৃতির একপর্যায়ে বার্সেলোনার নাম উল্লেখ করতে গিয়ে ‘ইগনোবল’ শব্দ ব্যবহার করে পিএসজি আল্ট্রাস। ফরাসি ‘ইগনোবল’-এর বাংলা অর্থ ‘জঘন্য’, ‘নীচ’ বা ‘ইতর’। ম্যাচের সময় পার্ক দ্য প্রিন্সেসকে বার্সেলোনার জন্য ভয়ংকর দুর্গে পরিণত করার ডাকও দিয়েছে কট্টরপন্থী এই সমর্থকগোষ্ঠী, ‘এই জঘন্য বার্সেলোনা, যারা অনেকবার রেফারির আনুকূল্য পেয়েছে, তাদের শত্রুভাবাপন্ন অঞ্চলের চেয়েও বেশি কিছু অনুভব করাতে হবে। পার্ক দ্য প্রিন্সেসকে ভয়ংকর দুর্গে পরিণত করা আমাদের কর্তব্য। দলও দৃঢ় সংকল্পের মাধ্যমে এটি দুর্ভেদ্য করে তুলবে।’

আরও পড়ুন