‘রেকর্ড’ গারনাচোর, গোল রাশফোর্ড–ফার্নান্দেজের

গোল না করেও ‘নায়ক’ আলেহান্দ্রো গারনাচোএএফপি

ইউনাইটেড ২ : ০ এভারটন

প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচ হারের পর জয়ে ফিরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। আজ ওল্ড ট্রাফোর্ডে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা এভারটনকে ২–০ ব্যবধানে হারিয়েছে এরিক টেন হাগের দল। ইউনাইটেডের দুটি গোলই এসেছে পেনাল্টি থেকে। একটিতে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেজ, আরেকটিতে মার্কাস রাশফোর্ড।

এই জয়ে লিগ পয়েন্ট তালিকায় পাঁচে থাকার সম্ভাবনা জোরালো করল ম্যানচেস্টার ইউনাইটেড। ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ইউনাইটেডের অবস্থান ৬ নম্বরে।

ফুলহাম ও ম্যানচেস্টার সিটির কাছে হেরে যাওয়া ইউনাইটেড আজ এভারটনের বিপক্ষে প্রথমার্ধেই ২ গোল পেয়ে যায়। ২টিই পেনাল্টি থেকে, ২টিই আদায় করেন আলেহান্দ্রো গারনাচো। ম্যাচের ১০ মিনিটে তাঁকে বক্সে ফেলে দেন এভারটন সেন্টার ব্যাক জেমস তারকোভস্কি, যা কাজে লাগিয়ে গোল করেন অধিনায়ক ফার্নান্দেজ।

এভারটনের বিপক্ষে ইউনাইটেডের প্রথম গোল করেন ব্রুনো ফার্নান্দেজ
এএফপি

৩৪ মিনিটে আবারও এভারটন বক্সে ফাউলের শিকার গারনাচো। এবার ফেলেন বেন গডফ্রে। ব্রুনো শট না নিয়ে সুযোগ দেন রাশফোর্ডকে, যা কাজে লাগাতে ভুল করেননি ইংলিশ ফরোয়ার্ড।

আরও পড়ুন

ফুটবলের পরিসংখ্যান ও বিশ্লেষণী ওয়েবসাইট অপটা জানিয়েছে, প্রিমিয়ার লিগের ম্যাচে একই খেলোয়াড়ের দুটি পেনাল্টি আদায়ের ঘটনা ঘটল দুই বছরের বেশি সময় পর। সর্বশেষ ২০২১ সালের ডিসেম্বরে লিডসের বিপক্ষে দুটি পেনাল্টি পেয়েছিলেন চেলসির অ্যান্তনিও রুডিগার।

আর প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডের কারও ২টি পেনাল্টি আদায়ে গারনাচোই প্রথম খেলোয়াড়।

আরও পড়ুন