শাকিলের গোলে রহমতগঞ্জ-বাধা পেরোল আবাহনী

গোলের পর আবাহনীর উদ্‌যাপনবাফুফে

কতদূর যেতে পারে আবাহনী লিমিটেড? এই আলোচনা ছিল এবারের ঘরোয়া ফুটবল মৌসুম শুরুর আগেই। মৌসুমের মাঝপথে এখন প্রিমিয়ার লিগ। আর লিগের প্রথম পর্ব শেষে দ্বিতীয় স্থানে থাকা নিশ্চিত করেছে আবাহনী।

৯ ম্যাচের প্রথম পর্ব শেষ হতে আর এক রাউন্ড বাকি। আজ অষ্টম রাউন্ডে আবাহনী বড় বাধা পেরিয়েছে। ষষ্ঠ রাউন্ড পর্যন্ত লিগ টেবিলের দুইয়ে থাকা রহমতগঞ্জের বিপক্ষে জিতেছে ১-০ গোলে।

মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে লিগ টেবিলের দুই আর তিনের লড়াইটা জমে উঠেছিল ভালোই। রহমতগঞ্জ চেষ্টা করেছে। ১১ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা রহমতগঞ্জের স্ট্রাইকার স্যামুয়েল বোয়াটেং বেশ কবার হানা দিয়েছেন আবাহনীর রক্ষণে। কিন্তু আবাহনীর জমাট রক্ষণ দলকে সুরক্ষা দিয়েছে।

আরও পড়ুন

৬৮ মিনিটে বল আসে রহমতগঞ্জের বক্সের ওপর। বল বাতাসে রেখেই দারুণ শটে গোলকিপার মামুন আলিফকে পরাস্ত করেন ডিফেন্ডার শাকিল হোসেন। অরক্ষিত ছিলেন শাকিল। তাঁকে অরক্ষিত রাখার মাশুলই গুণতে হয়েছে রহমতগঞ্জকে। গোলের পরপরই পেনাল্টি পায় আবাহনী। কিন্তু ইব্রাহিমের গড়ানো শট যায় পোস্টের বাইরে।

আবাহনী–রহমতগঞ্জ ম্যাচের একটি মুহূর্ত
বাফুফে

আগের ম্যাচে মোহামেডানের কাছে হার, আজ আবাহনী। দুই ম্যাটে টানা হেরে রহমতগঞ্জ থমকে দাঁড়িয়েছে। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১৫, আবাহনীর ১৯। শীর্ষে থাকা মোহামেডনের পয়েন্ট ২৪। আজ অষ্টম রাউন্ডে ফর্টিসের বিপক্ষে জিতলে বসুন্ধরা কিংস চলে আসবে পয়েন্ট তালিকার তিনে। তিন থেকে চারে নেমে যাবে রহমতগঞ্জ।