ইয়ামালময় ম্যাচে প্রতিবেশী জিরোনাকে উড়িয়ে প্রতিশোধ বার্সার

লামিনে ইয়ামালের গোল উদ্‌যাপন। আজ জিরোনার বিপক্ষেরয়টার্স

জিরোনা ১-৪ বার্সেলোনা

১০-এ ৯.৩—ফুটবল বিষয়ক অ্যাপ ফুটমবে দেখানো হচ্ছে লামিনে ইয়ামালের এই ম্যাচের রেটিং। তাঁকে ‘লেটার মার্কস’-এর চেয়েও বেশি না দিয়ে আসলে উপায়ও নেই। ম্যাচে জোড়া গোল করেছেন, প্রায় পুরোটা সময় প্রতিপক্ষ রক্ষণভাগের কঠিন পরীক্ষায় ফেলেছেন, গোলের উদ্দেশে শট নিয়েছেন পাঁচটি, ট্যাকলে জিতেছেন পাঁচবার, ডুয়েলে জিতেছেন দশবার। এই ম্যাচকে নির্দ্বিধায় ইয়ামালময় ম্যাচ বলে দেওয়াই যায়।

এমন দিনে লা লিগায় বার্সেলোনাও পেল অসাধারণ এক জয়। কাতালান প্রতিবেশী জিরোনাকে তাদেরই মাঠে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিল বার্সা। নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে এ নিয়ে টানা পঞ্চম ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষেই থাকল তারা। সেই সঙ্গে প্রতিশোধও নেওয়া হয়ে গেল বার্সার। লিগে গত মৌসুমে জাভি হার্নান্দেজের অধীনে দুবারের দেখাতেই যে জিরোনার কাছে ৪-২ গোলে হেরেছিল তারা।  

এস্তাদি মন্তিলিভিতে আজ প্রথমার্ধের জোড়া গোল করেন বার্সার তরুণ প্রতিভা ইয়ামাল। বিরতির পর দলের অন্য গোল দুটি করেন এ মৌসুমেই লাইপজিগ থেকে বার্সায় ফেরা দানি ওলমো এবং পেদ্রি। ৮০ মিনিটে ক্রিস্তিয়ান সুতানির সান্ত্বনাসূচক গোল শুধু জিরোনার হারের ব্যবধান কমিয়েছে।

আরও পড়ুন

চোটের কারণে বার্সার ৭ জন খেলোয়াড় এখনো মাঠের বাইরে। তবে ইয়ামাল যেভাবে খেলে যাচ্ছেন, তাতে তাঁদের অভাব বুঝতেই দিচ্ছেন না। আন্তর্জাতিক বিরতিতে যাওয়ার আগে নিজেদের সর্বশেষ ম্যাচে রিয়াল ভায়াদোলিদকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। ওই ম্যাচে দুটি গোলে সহায়তা করেছিলেন ইয়ামাল। ১৭ বছর বয়সী তরুণ এবার নিজেই গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হলেন।

কোনাকুনি শটে দুর্দান্ত এক গোল করেন দানি ওলমো
রয়টার্স

ম্যাচের আধঘণ্টা পেরোতে না পেরোতেই রবার্ট লেভানডফস্কির পাস থেকে ম্যাচের প্রথম গোল করেন ইয়ামাল। পরের গোল পেতে সময় নিয়েছেন মাত্র ৭ মিনিট। বার্সার পাওয়া ফ্রি কিক জিরোনা বিপদমুক্ত করার মুহূর্তে বল পেয়ে যান ইয়ামাল। এরপর বক্সের কোনাকুনি অবস্থানে থেকে দারুণ ফিনিশিং করেন। লা লিগায় এ মৌসুমে এখন পর্যন্ত ৩ গোল ও ৪টি গোলে সহায়তা করলেন ইয়ামাল। পাঁচ ম্যাচে সব কটিতেই অন্তত একটি গোলে অবদান আছে তাঁর।

৪৭ মিনিটে জুলস কুন্দের বাড়ানো বল থেকে দুর্দান্ত এক গোলে ব্যবধান ৩-০ করেন ওলমো। ৬৪ মিনিটে পেদ্রি করেন চতুর্থ গোল। ৮০ মিনিটে জিরোনা অধিনায়ক সুতানি দলের একমাত্র গোলটি করেন পোর্তুর পাস থেকে।

ম্যাচের ৮৬ মিনিটে জিরোনোর ইয়াসের আসপ্রিয়াকে অহেতুক চ্যালেঞ্জ জানিয়ে লাল কার্ড দেখেন বার্সার বদলি ফরোয়ার্ড ফেরান তোরেস। তবে শেষ কয়েক মিনিট ১০ জনের দলে পরিণত হলেও বার্সার বড় জয় পেতে কোনো সমস্যা হয়নি।

ম্যাচের শেষ দিকে ফেরান তোরেস লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা
রয়টার্স

লা লিগায় শীর্ষস্থান সুসংহত করা বার্সার পরবর্তী চ্যালেঞ্জ আগামী বৃহস্পতিবার রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগে। ওই দিন ফরাসি ক্লাব এএস মোনাকোর মুখোমুখি হবে ফ্লিকের দল।