২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নেপালকে হারিয়ে শুরু শামসুন্নাহারদের

নেপালকে হারিয়ে অনূর্ধ্ব–২০ নারী সাফে দারুণ শুরু করেছে বাংলাদেশছবি: তানভীর আহাম্মেদ

কারও হাতে বাংলাদেশের পতাকা, কারও হাতে ভুভুজেলা। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে আগ্রহের কমতি ছিল না দর্শকদের। শামসুন্নাহার, আকলিমা খাতুনদের পায়ে বল যেতেই ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিৎকার করেছেন হাজার তিনেক দর্শক। কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ শুরু হয়েছে মেয়েদের বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপ।

অনুমিতভাবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ। নেপালকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। ম্যাচে শাহেদা আক্তার নিজে গোল করেছেন ১টি, অন্যটি করিয়েছেন শামসুন্নাহারকে দিয়ে। দলের অন্য গোলটি আকলিমা খাতুনের। নেপালের একমাত্র গোলটি মানমায়া দামাইয়ের। আগামী ৫ ফেব্রুয়ারি দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত।

আরও পড়ুন

গত বছর সেপ্টেম্বরে নেপালে অনুষ্ঠিত মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এরপর গত নভেম্বরে ঢাকায় অনূর্ধ্ব-১৫ সাফে রানার্সআপ। এবার শিরোপা জেতার অভিযানে প্রথম ম্যাচে অবশ্য পুরো ৩ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন রুপনা চাকমারা।

সাফজয়ী দলের ছয়জন খেলছেন এবারের টুর্নামেন্টে।এর মধ্যে গোলরক্ষক রুপনা চাকমা, ফরোয়ার্ড শামসুন্নাহার, সোহাগি কিসকু ও স্বপ্না রানীকে একাদশে খেলিয়েছেন কোচ গোলাম রব্বানী। বেঞ্চে বসে ছিলেন গোলরক্ষক ইতি রানী ও সাথী বিশ্বাস।

তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছেন শামসুন্নাহাররা
ছবি: তানভীর আহাম্মেদ

অভিজ্ঞ ফরোয়ার্ড শামসুন্নাহার, মেয়েদের লিগের সর্বোচ্চ ২৫ গোল করা আকলিমা খাতুন ও সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা শাহেদা আক্তারকে নিয়ে সাজানো আক্রমণভাগ বেশ আতঙ্ক ছড়িয়েছে নেপালের বক্সে।

মাথায় আঘাত পেয়ে শামসুন্নাহারকে অবশ্য মাঠ ছাড়তে হয়েছে ম্যাচের বিরতির সময়। শামসুন্নাহারের বদলি নামা আইরিন খাতুন ততটা জ্বলে উঠতে পারেনি। বরং ম্যাচের শেষ দিকে নেপালই আধিপত্য দেখিয়েছে বেশি। শেষ দশ মিনিটে বেশ কয়েকটি ভালো আক্রমণও করেন নেপালের ফরোয়ার্ডরা। শুধু দুর্বল ফিনিশিংয়ের কারণে গোল হয়নি।

৩ মিনিটে ম্যাচের প্রথম আক্রমণটি করে বাংলাদেশই। বাঁ প্রান্ত দিয়ে বক্সে ঢোকেন আকলিমা। এরপর দুই ডিফেন্ডারকে কাটিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে করেন দলের প্রথম গোল। আর ১৪ মিনিটে শামসুন্নাহারের গোলে ব্যবধান দ্বিগুণ হয়েছে বাংলাদেশের। মাঝমাঠ থেকে শাহেদার লং পাস ধরে বক্সে ঢোকা শামসুন্নাহার দারুণ শটে করেন ২-০।

আরও পড়ুন

গোল শোধে মরিয়া নেপাল এরপর আক্রমণের পর আক্রমণ করেছে। আর সেই আক্রমণের ফসলই মানমাইয়ার গোল। ২৪ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেডে ক্লিয়ার করতে গিয়েছিলেন শামসুন্নাহার। কিন্তু সেই বল গিয়ে পড়ে মানমাইয়ার একেবারে সামনে। সেখান থেকেই নেওয়া মানমাইয়ার শট পোস্টে লেগে ঢোকে জালে।

বাংলাদেশকে আটকে রাখতে পারেনি নেপালের মেয়েরা
ছবি: তানভীর আহাম্মেদ

দ্বিতীয়ার্ধেও গোলের চেষ্টা করেছেন বাংলাদেশের মেয়েরা। শেষ পর্যন্ত যোগ হওয়া সময়ে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শট নেন শাহেদা। নেপালের গোলরক্ষক কবিতা বিকের মাথার ওপর দিয়ে বল জড়ায় জালে।

এর আগে দিনের প্রথম ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন লিন্ডা কম, অনিতা কুমারী ও নেহা। অপূর্ণা মার্জারি ২টি ও নিতু লিন্ডা ১টি গোল করেছেন।