পেনাল্টি না পেয়ে ক্ষুব্ধ ক্লপ

ক্লপ খুশি ননএএফপি

ম্যাচ জেতো, অ্যাস্টন ভিলা ও আর্সেনালকে টপকে শীর্ষে ওঠো—গতকাল ঘরের মাঠে আর্সেনালের বিপক্ষে মাঠে নামার আগে লিভারপুলের সামনে ছিল এই সমীকরণ। এমন সমীকরণের ম্যাচে আর্সেনালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে লিভারপুল।

এই ড্রয়ে পয়েন্ট তালিকায় ভিলাকে টপকে দুইয়ে উঠলেও শীর্ষে ওঠা হয়নি তাদের। তবে এমন ড্রর দিনে পেনাল্টি না পেয়ে ক্ষোভ ঝেরেছেন লিভারপুলের কোচ ইয়ুর্গেন ক্লপ।

গতকাল ম্যাচের ১৯ মিনিটে বক্সের মধ্যে বল হাতে লাগে আর্সেনাল মিডফিল্ডার মার্টিন ওডেগার্ডের। সঙ্গে সঙ্গেই পেনাল্টির জন্য আবেদন করেন লিভারপুলের ফুটবলাররা। তবে ইংলিশ রেফারি ক্রিস কাভানাগ সেদিকে মনোযোগ না দিয়ে খেলা চালিয়ে যান।

আর ভিএআরেও বিষয়টি দেখা হয়নি। ক্লপের ক্ষোভটা মূলত এখানেই। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি নিশ্চিত , কেউ এসে আমাকে ব্যাখ্যা করবে, এটা কেন হ্যান্ডবল নয়। আমি জানি না কীভাবে? বলছি না রেফারি দেখতে পেরেছে। কারণ, আমি জানি না সে তখন কোথায় ছিল। কিন্তু কীভাবে অফিসে (ভিএআরের জন্য মনিটরের সামনে বসে থাকা কর্মকর্তা) বসে একজন এটা দেখার পর এই সিদ্ধান্তে আসতে পারে যে ঘটনাটি রেফারির আরেকবার দেখার মতো নয়?’

আরও পড়ুন

গতকাল ড্র করে পয়েন্ট তালিকার শীর্ষে থেকে বড়দিন উদ্‌যাপন করতে পেরেই খুশি আর্সেনাল। তাই আর্সেনাল কোচ মিকেল আরতেতাও এসব নিয়ে ভাবতে চাইছেন না। এই ঘটনা নিয়ে আরতেতা বলছেন, ‘দুটি বড় সিদ্ধান্ত ছিল। আমি ঘটনা দুটি দেখিনি। আমাকে আগেও জিজ্ঞাসা করা হয়েছিল, তবে আমি দেখিনি।’

আর্সেনাল কোচ মিকেল আরতেতা
এএফপি

৪ মিনিটেই কাল অ্যানফিল্ডকে চুপ করিয়ে দেন আর্সেনালের গ্যাব্রিয়েল। লিভারপুল সমতায় ফেরে ২৯ মিনিটে। বাঁ পায়ের দারুণ এক কোনাকুনি শটে গোল করেন মোহাম্মদ সালাহ। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

১৮ ম্যাচে ৪০ পয়েন্ট আর্সেনালের। সমান ম্যাচে ৩৯ পয়েন্ট করে লিভারপুল ও ভিলার। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকাতেই দুইয়ে লিভারপুল। ১৮ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম।

আরও পড়ুন