এফএ কাপ থেকে বিদায় লিভারপুলের

এফএ কাপ থেকে বিদায় নিয়েছেন মোহাম্মদ সালাহরাএএফপি

মাঠের লড়াইয়ে সময়টা বড্ড খারাপ যাচ্ছে লিভারপুলের। ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকায় ১৯ ম্যাচ খেলে তাদের অবস্থান নবম। প্রিমিয়ার লিগে কিছুদিন আগেই ব্রাইটনের কাছে ৩–০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের দল।

এবার সেই ব্রাইটনের কাছেই ২–১ গোলে হেরে এফএ কাপ থেকে বিদায় নিল লিভারপুল। এফএ কাপের বর্তমান চ্যাম্পিয়ন তারাই। ব্রাইটনের বিপক্ষে পুরো মৌসুমেই এখনো জয় পায়নি লিভারপুল।

তরুণ মিডফিল্ডার হার্ভি এলিয়টের গোলে ৩০ মিনিটের মাথায় ১–০ গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। ডান দিক দিয়ে বল নিয়ে এগিয়ে মোহাম্মদ সালাহ পাস বাড়ান এলিয়টকে। তাঁর কোনাকুনি শট ব্রাইটনের গোলকিপারের গায়ে লেগে জালে জড়ায়।

আরও পড়ুন
লিভারপুলকে হারানোর আনন্দ ব্রাইটনের
রয়টার্স

তবে লিভারপুল এগিয়ে থাকার সুবিধা বেশিক্ষণ পায়নি। ঠিক ৯ মিনিট পর ব্রাইটনকে সমতায় ফেরান লুইস ডাঙ্ক। তারিক ল্যাম্পটির দূর থেকে মারা শটটি ডাঙ্কের পায়ে লেগে দিক পরিবর্তন করে তা বোকা বানায় লিভারপুল গোলকিপার আলিসন বেকারকে। খেলার যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) গোল করে ব্রাইটনকে ২–১ গোলের জয় এনে দেন মিতোমা।

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে সালাহ গোল করার দারুণ একটা সুযোগ নষ্ট করেন। ব্রাইটনের সোলি মার্চও সুযোগ পেয়েছিলেন। তবে শেষ পর্যন্ত মিতোমার নাটকীয় গোল সোলি মার্চকে আক্ষেপে পুড়তে দেয়নি।