সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে গেল রিয়ালও

রিয়ালের জয়ে গোল করেছেন ভালভের্দে ও এমবাপ্পে দুজনইরয়টার্স

রিয়াল মাদ্রিদ ৪: ২ সেভিয়া

শনিবার রাতে আতলেতিকো মাদ্রিদের কাছে শেষ মুহূর্তের গোলে হেরে লা লিগায় দুইয়ে নেমে গিয়েছিল বার্সেলোনা, শীর্ষে উঠে যায় আতলেতিকো। হান্সি ফ্লিকের দল এক দিন পর নেমে গেলে তিনে। আজ ঘরের মাঠে সেভিয়াকে হারিয়ে বার্সাকে টপকে দুইয়ে উঠে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

সান্তিয়াগো বার্নাব্যুতে আজ সেভিয়াকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত এক গোল করা কিলিয়ান  এমবাপ্পে ব্রাহিম দিয়াজকে দিয়ে করিয়েছেন আরেকটি। রিয়ালের অন্য দুটি গোল ফেদেরিকো ভালভের্দে ও রদ্রিগোর। ৫৩ মিনিটের মধ্যেই ৪-১ গোলে এগিয়ে গিয়েছিল রিয়াল।

এই ম্যাচের আগে রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বলেছিলেন রিয়ালের সঙ্গে মানিয়ে নেওয়ার সময়টা পাড় করে ফেলেছেন এমবাপ্পে, এখন সময় কিছু করে দেখানোর। সেভিয়ার বিপক্ষে কিছু করেই দেখালেন ফরাসি তারকা। দলের জয়ে বড় ভূমিকা রেখে পেয়ে গেলেন রিয়ালের জার্সিতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪তম গোল।

রিয়ালের তৃতীয় গোলের পর রদ্রিগো
এএফপি

১০ মিনিটেই রিয়ালকে এগিয়ে নেন এমবাপ্পে। রদ্রিগোর পাস বক্সের মাথায় পেয়ে যান এমবাপ্পে। এক স্পর্শে বলের নিয়ন্ত্রণ নেওয়ার পর দ্বিতীয় ছোঁয়ায় জায়গা ঠিক করে নিয়ে জোরালো শটে গোল পেয়ে যান ২০১৮ সালে বিশ্বকাপজয়ী ফুটবলার।

আরও পড়ুন

১০ মিনিট পর ৩০ গজ দূর থেকে গোল করে ব্যবধানটা ২-০ করেন ভালভের্দে। ৩৪ মিনিটে তৃতীয় গোল পেয়ে যায় রিয়াল। এবার ভাসকেজের ক্রসে গোল রদ্রিগোর। এক মিনিট পরেই সেভিয়ার হয়ে গোল করেন ইসাক রোমেরো। ৫৩ মিনিটে এমবাপ্পের পাশ থেকে রিয়ালকে চতুর্থ গোলটি এনে দেন দিয়াজ। এরপর ৮৫ মিনিটে দোদি লুবেবাকলো ব্যবধান কমাতেই পেরেছেন শুধু।

রিয়ালকে প্রথম গোলটি এনে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে
রয়টার্স

১৮ ম্যাচে ১২তম জয়ে ৪০ পয়েন্ট রিয়াল মাদ্রিদের। সমান ম্যাচে ৪১ পয়েন্ট আতলেতিকোর। এক ম্যাচ বেশি খেলে ৩৮ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।

আরও পড়ুন