আর্জেন্টিনার চূড়ান্ত দল ঘোষণা, বাদ পড়লেন কারা

২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনারয়টার্স

কোপা আমেরিকার জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। আর্জেন্টিনা কোপার জন্য প্রাথমিকভাবে ২৯ জনের দল ঘোষণা করেছিল।

সেই দল থেকে বাদ পড়েছেন রক্ষণভাগের দুই খেলোয়াড় লিওনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বারকো। কোপা আমেরিকার দল থেকে বাদ পড়েছেন কাতারে বিশ্বকাপজয়ী দলের সদস্য আনহেল কোরেয়া। তবে দলে টিকে গেছেন লুকাস কুয়ার্তা।

আরও পড়ুন

যথারীতি নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি। তাঁর নেতৃত্বেই সবশেষ কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা, কাতারে পেয়েছিল বিশ্বকাপ জেতার স্বাদ। চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে গত এপ্রিলে কুঁচকির চোটে অস্ত্রোপচার করাতে হয়েছিল। ২৩ বছর বয়সী তারকা কোপা আমেরিকায় খেলতে পারবেন কি না, প্রশ্ন ছিল তা নিয়েও। তবে সব শঙ্কা উড়িয়ে কোপা আমেরিকার দলে আছেন ফার্নান্দেজ।

যথারীতি নেতৃত্বে থাকছেন লিওনেল মেসি
রয়টার্স

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে দারুণ এক মৌসুম কাটানো আলেহান্দ্রো গারনাচো কোপা আমেরিকার দলে আছেন। দলে আছেন তাঁর ক্লাব সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ। গত মৌসুমে চোটের কারণে ক্লাবের হয়ে অনেক ম্যাচ মিস করেছেন তিনি।
২১ জুন কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা অভিযান শুরু করবে আর্জেন্টিনা। ২৬ জুন চিলির বিপক্ষে এবং ৩০ জুন পেরুর বিপক্ষে গ্রুপ পর্বের বাকি ম্যাচ দুটি খেলবে প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন

কোপা অভিযানের আগে ইকুয়েডর ও গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। দুটি ম্যাচেই জিতেছে মেসির দল। ইকুয়েডরকে ১-০ গোলে হারানোর পর আজ গুয়াতেমালার বিপক্ষে তারা জিতেছে ৪-১ গোলে

আর্জেন্টিনার কোপা আমেরিকার দল
গোলরক্ষক: ফ্রাঙ্কো আরমানি, জেরেনিমো রুলি, এমিলিয়ানো মার্তিনেজ।
ডিফেন্ডার: হেরমান পেসেলা, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্টিয়ান রোমেরো, নিকলোসা তালিয়াফিকো, নাহুয়েল মলিনা, গঞ্জালো মন্তিয়েল, লুকাস কুয়ার্তা, মার্কোস আকুনিয়া।
মিডফিল্ডার: এজেকিয়েল পালাসিওস, রদ্রিগো দি পল, লিয়ান্দ্রো পারাদেস, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভানি লো সেলসো, গুইদো রদ্রিগেজ
ফরোয়ার্ড: নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, ভালেন্তিন কার্বনি, আনহেল দি মারিয়া, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ