ক্লপ, ময়েস, ডি জেরবি...প্রিমিয়ার লিগের ডাগআউটে আজ যাঁদের শেষ দিন

ইয়ুর্গেন ক্লপ, ডেভিড ময়েস এবং ডি জেরবিএএফপি

বলা হয়, ফুটবল কোচদের ব্যাগ সব সময় গোছানো থাকে। এক রোববারে যে কোচকে সন্তের মর্যাদা দেওয়া হয়, পরের রোববার সেই একই ব্যক্তিকে ছুড়ে ফেলা বাতিলের খাতায়। প্রায় প্রতি মৌসুমেই লিগগুলোয় কোচের অদলবদল নৈমত্তিক ঘটনা। সামান্য ব্যর্থতাও অনেক সময় মানতে পারে না ক্লাবগুলো। আজ শেষ হতে যাওয়া প্রিমিয়ার লিগের মৌসুমও এরই মধ্যে অনেকগুলো কোচের বিদায় দেখেছে।

হুলেন লোপেতেগি কিংবা রয় হজসনের মতো কোচরা তো বিদায় নিয়েছেন আরও আগে। তবে এই মৌসুমের হাইপ্রোফাইল তিনটি বিদায় নিশ্চিত হবে আজ রাতে। যে তালিকায় নিশ্চিতভাবে সবচেয়ে আগ্রহের নাম লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তাঁর সঙ্গে একই দিন ক্লাব ছাড়বেন ব্রাইটন কোচ রবের্তো ডি জেরবি এবং ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েসও। তবে এখানেই অবশ্য শেষ নয়, মৌসুম শেষে এ তালিকায় যুক্ত হতে পারে আরও কিছু নাম।

আরও পড়ুন

ইয়ুর্গেন ক্লপ (২০১৫–২৪)

সাড়ে ৮ বছর দায়িত্ব পালনের পর আজ উলভসের বিপক্ষে ম্যাচ দিয়ে লিভারপুল ছাড়তে যাচ্ছেন ইয়ুর্গেন ক্লপ। এরই মধ্যে মার্সিসাইড অঞ্চলের পুরোটাই হয়ে উঠেছে ক্লপময়। বিলবোর্ড থেকে শুরু করে রাস্তার পাশের দেয়ালগুলোয়ও পড়েছে ক্লপের বিদায়ের ছাপ। ২০১৫ সালের অক্টোবরে দায়িত্ব নিয়ে লিভারপুলের হারানো গৌরব পুনরুদ্ধার করেছেন ক্লপ। জার্মান এই কোচের অধীন চ্যাম্পিয়নস লিগ ও প্রিমিয়ার লিগসহ সম্ভাব্য সব শিরোপাই জিতেছে অ্যানফিল্ডের ক্লাবটি।

আধুনিক ফুটবলে কোচদের বিদায় যেখানে নিয়মিত ঘটনা, ক্লপ সেখানে উজ্জ্বল ব্যতিক্রম। খেলোয়াড়–সমর্থক–ক্লাবের কেউই চাননি ক্লপ এভাবে চলে যান। কিন্তু ক্লান্তির কাছে হার মেনে আপাতত বিশ্রাম নিতে চান জার্মানির ব্ল্যাক ফরেস্ট থেকে উঠে আসা এই কোচ। বিদায়বেলায় লিভারপুলের দিনগুলো কখনো ভুলবেন না জানিয়ে ক্লপ বলেন, ‘এটা আমার জীবনের সবচেয়ে আবেগপ্রবণ একটা সপ্তাহ ছিল। বেদনা বা দুঃখবোধ ছাড়া যখন বিদায় নিতে হয়, তখন এর মানে হলো আমরা একসঙ্গে যে সময় কাটিয়েছিলাম, সেটা ভালো ছিল না। কিন্তু আমরা এখানে দারুণ সময় কাটিয়েছি। তাই বিদায়টা খুব কঠিন হবে।’

আজ শেষ ক্লপের লিভারপুল অধ্যায়
এএফপি

ক্লপের বিদায় রাঙাতে এরই মধ্যে প্রস্তুতি সেরে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে শেষ দিনে আরেকটি জয়ের চেয়ে বড় উপহার কী আর হতে পারে ক্লপের জন্য! মোহাম্মদ সালাহ–ভার্জিল ফন ডাইকরা ক্লপকে সেই উপহারটি দিতে পারেন কি না, সেটাই দেখার অপেক্ষা। ক্লপের বিদায়ের পর লিভারপুলে তাঁর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন ডাচ কোচ আর্নে স্লট।

ডেভিড ময়েস (২০১৯–২৪)

২০১৭ সালের নভেম্বর মাসে প্রথমবার ওয়েস্ট হামের কোচ হয়ে আসেন ময়েস। সে সময় অবনমন অঞ্চলে ছিল ক্লাবটি। কিন্তু ময়েসের অধীন দারুণভাবে ঘুরে দাঁড়ায় লন্ডনের ক্লাবটি। পরবর্তী সময়ে অবনমনের ঝুঁকি এড়িয়ে লিগেও টিকে থাকে ওয়েস্ট হাম। এরপর অবশ্য ছয় মাসের চুক্তির মেয়াদ শেষ করে ওয়েস্ট হাম ছেড়ে যান এ কোচ।

আরও পড়ুন

দ্বিতীয় মেয়াদে ময়েস আবার ওয়েস্ট হামে ফিরে আসেন ২০১৯ সালের ২৯ ডিসেম্বর। ১৮ মাসের চুক্তিতে ম্যানুয়েল পেলেগ্রিনির স্থলাভিষিক্ত হন তিনি। সেবারও ময়েস দায়িত্ব নেওয়ার সময় অবনমন অঞ্চলের আশপাশে ছিল ওয়েস্ট হাম। কিন্তু চ্যালেঞ্জ জয় করে ওয়েস্ট হামকে প্রিমিয়ার লিগে টিকিয়ে রাখেন ময়েস। পরের মৌসুমে ময়েসের অধীন দারুণ নৈপুণ্য দেখিয়ে ছয় নম্বরে থেকে প্রিমিয়ার লিগ শেষ করে ক্লাবটি। সে মৌসুমে ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায় ওয়েস্ট হাম।
পরের মৌসুমেও ধারবাহিকতা ধরে রেখে ৭ নম্বরে থেকে শেষ করে হ্যামাররা।

ওয়েস্ট হাম কোচ ডেভিড ময়েস
এক্স

২০২২–২৩ মৌসুমে অবশ্য খেই হারায় ময়েসের ওয়েস্ট হাম। ১৪ নম্বরে নেমে গিয়ে মৌসুম শেষ করে তারা। আর চলতি মৌসুমে বর্তমানে ৯ নম্বরে আছে ময়েসের ওয়েস্ট হাম। তবে এ মাসের শুরুতে ওয়েস্ট হাম ময়েসের ক্লাব ছাড়ার খবরটি নিশ্চিত করে। আজ ময়েসের বিদায়ী ম্যাচটি অবশ্য আরেকটি দিক থেকে মহাগুরুত্বপূর্ণ। আজ ওয়েস্ট হামের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি। সিটির বিপক্ষে ময়েসকে যদি শিষ্যরা জয় বা ড্র উপহার দিতে পারে, তবে সেটি শিরোপা তুলে দিতে পারে আর্সেনালের হাতে। ময়েসের শিষ্যরা সেই অঘটন ঘটাতে পারে কি না, সেটাই দেখার অপেক্ষা।

ডি জেরবি (২০২২–২৪)

প্রিমিয়ার লিগের অন্যতম আলোচিত কোচ ডি জেরবিও আজ রাতের ম্যাচের পর বিদায় নিচ্ছেন। ২০২২ সালে চার বছরের জন্য তিনি যোগ দিয়েছিলেন ব্রাইটনে। দায়িত্ব নিয়ে ব্রাইটনে দারুণ উন্নতি দেখান জেরবি। এর মধ্যে লিগের শীর্ষ দলগুলোকেও চ্যালেঞ্জ দিয়েছে ক্লাবটি। গত মৌসুমে পয়েন্ট টেবিলে ছয়ে থেকে শেষ করে ব্রাইটন। যেটি ছিল ইংল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবলে ব্রাইটনের সর্বোচ্চ অবস্থান। সে মৌসুমে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলার সুযোগও পায় ক্লাবটি।

আরও পড়ুন

এবার অবশ্য সেই ধারাবাহিকতা দেখাতে পারেনি ব্রাইটন। এক ম্যাচ হাতে রেখে ৪৮ পয়েন্ট নিয়ে ক্লাবটির অবস্থান এখন দশে। এমন পরিস্থিতিতে শেষ ম্যাচের আগে দুই পক্ষের সমঝোতায় জেরবির বিদায়ের খবর নিশ্চিত করেছে ব্রাইটন। এক বিবৃতিতে ব্রাইটন জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে আজ রাতের ম্যাচটিই ইতালিয়ান এ কোচের শেষ ম্যাচ।

ব্রাইটন কোচ ডি জেরবি
ইনস্টাগ্রাম

বিবৃতিতে ব্রাইটন চেয়ারম্যান টনি ব্লুম বলেছেন, ‘রবার্তো (ডি জেরবি) আমাদের দুটি অসাধারণ মৌসুম উপহার দিয়েছেন। তিনি আমাদের ক্লাবকে নতুন এক উচ্চতায় নিয়ে গেছেন। আমরা সমঝোতার মাধ্যমে রবার্তোর চুক্তি শেষ করার ব্যাপারে একমত হয়েছি। এর ফলে উভয় পক্ষ পরের মৌসুম নিয়ে আগে থেকে পরিকল্পনার সুযোগ পাবে।’ বিবিসি জানিয়েছে ব্রাইটনে ডি জেরবির স্থলাভিষিক্ত হতে পারেন কিয়েরান ম্যাককিনা। যিনি কদিন আগে ইপসউইচ টাউনকে ২২ বছর পর প্রিমিয়ার লিগে নিয়ে এসেছেন।