ক্লপ লিভারপুলের সঙ্গেই থাকছেন, তবে অন্য ভূমিকায়
মৌসুম শেষে লিভারপুল ছাড়বেন—ঘোষণাটা আগেই দিয়ে রেখেছিলেন। ঘোষণা অনুযায়ী গত মৌসুম শেষ হতেই লিভারপুলের কোচের পদ থেকে সরে দাঁড়ান ইয়ুর্গেন ক্লপ। জার্মান এই কোচের জায়গায় আর্নে স্লটকে দায়িত্ব দেয় অলরেডরা।
ডাগআউট ছাড়লেও লিভারপুলের সঙ্গেই থাকছেন ক্লপ। এবার অবশ্য তাঁর ভূমিকা ভিন্ন। ইংলিশ ক্লাবটি ঘোষণা দিয়েছে, ক্লপ লিভারপুল ফাউন্ডেশনের শুভেচ্ছাদূত হিসেবে কাজ করবেন।
গত মৌসুমের মাঝপথে ক্লপ ঘোষণা দেন, ২০২৩–২৪ মৌসুম শেষেই লিভারপুলের ডাগআউট ছাড়বেন। কারণ হিসেবে বলেছিলেন, তাঁর বিশ্রাম প্রয়োজন। ক্লপের সেই ঘোষণায় অ্যানফিল্ড অন্য রকম এক আবেগে ভেসে গিয়েছিল। কারণ, লিভারপুল তাদের হারানো গৌরব ফিরে পেয়েছিল এই জার্মান কোচের অধীনেই।
২০১৫ থেকে ২০২৪—লিভারপুলের ডাগআউটে ৯ মৌসুম ছিলেন ক্লপ। তাঁর অধীনে দলটি খেলেছে ৪৮৯টি ম্যাচ, শিরোপা জিতেছে আটটি—একটি চ্যাম্পিয়নস লিগ, একটি প্রিমিয়ার লিগ, একটি এফএ কাপ, দুটি লিগ কাপ (কারাবাও কাপ নামে পরিচিত), একটি উয়েফা কাপ, একটি এফএ কমিউনিটি শিল্ড ও একটি ক্লাব বিশ্বকাপ।
লিভারপুল ছাড়ার ঘোষণা দেওয়ার সময়ই বলেছিলেন, আপাতত অন্য কোনো ক্লাবের কোচ হতে চান না। লিভারপুল ছাড়া অন্য কোনো দল নিয়ে ভাবছেনও না বলে জানিয়েছিলেন জার্মান কোচ। এখন পর্যন্ত তিনি সত্যিকার অর্থেই বিশ্রামে আছেন। তাঁর পরবর্তী কোচিং গন্তব্য নিয়ে কোনো গুঞ্জনও নেই। এর মধ্যেই লিভারপুল ঘোষণা দিল, ক্লপ তাদের সঙ্গেই থাকছেন, অন্য ভূমিকায়।