এমবাপ্পে না অন্য কেউ, কে নেবেন রিয়ালের পেনাল্টি

ওয়ারশতে রিয়াল মাদ্রিদের অনুশীলনে ফুরফুরে মেজাজে কিলিয়ান এমবাপ্পেএএফপি

পোল্যান্ডের ওয়ারশতে উয়েফা সুপার কাপে আজ বাংলাদেশ সময় রাত একটায় আতালান্তার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ফ্রান্সের তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পেকে নিয়েই এই ম্যাচের স্কোয়াড সাজিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। এমবাপ্পেও রিয়ালের জার্সিতে অভিষেকের অপেক্ষায়। আর এই ম্যাচে তাঁর সেই অপেক্ষা ঘুচে যাওয়ার জোর গুঞ্জনও শোনা যাচ্ছে। কিন্তু আনচেলত্তি নিজে কী ভাবছেন?

আরও পড়ুন

ইতালিয়ান কোচ খোলাসা করে কিছুই বলেননি। যে ২৩ জন নিয়ে তিনি পোল্যান্ডে গিয়েছেন, সে স্কোয়াডের যেকেউ খেলতে পারেন বলে গতকাল সংবাদ সম্মেলনে জানিয়েছেন আনচেলত্তি, ‘এমবাপ্পে ভালোভাবেই এসেছে, যেভাবে গত সপ্তাহে বাকিরাও যোগ দিয়েছে। আমরা অনুশীলনের বেশি সুযোগ পাইনি, তবে ভালোই করছি। কিলিয়ানের অবস্থাও বেশ ভালো। সে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে। যারা এখানে আছে, অবশ্যই তাদের সবাই আগামীকাল (আজ) খেলতে পারে।’

এমবাপ্পে কি আজ মাঠে নামবেন। ছবিটি আজ ওয়ারশতে তোলা
এএফপি

তবে আনচেলত্তির পূর্বের একটি মন্তব্য আমলে নিলে এই ম্যাচে এমবাপ্পের না খেলার সম্ভাবনাও কম নয়। যুক্তরাষ্ট্রে একটি প্রাক্‌ মৌসুম প্রীতি ম্যাচের পর আনচেলত্তি বলেছিলেন, চ্যাম্পিয়নস লিগ যারা জিতিয়েছে, তাদের সুপার কাপে খেলা উচিত। বার্তা সংস্থা রয়টার্স অবশ্য জানিয়েছে, আতালান্তার বিপক্ষে ম্যাচের কোনো একপর্যায়ে এমবাপ্পের মাঠে নামার সম্ভাবনা নাকচ করে দেননি আনচেলত্তি।

আরও পড়ুন

রিয়াল কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল, এমবাপ্পে পেনাল্টি নেওয়ার দায়িত্ব পাবেন কি না? আনচেলত্তি বলেছেন, এই দায়িত্ব এমন কারও ওপর অর্পণ করা হবে, যিনি ম্যাচের শুরু থেকে খেলবেন। আনচেলত্তির ভাষায়, ‘এমবাপ্পে পেনাল্টি নেয়, সে এটা খুব ভালো পারে। (কিন্তু) বেলিংহাম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ভালো করেছে। ফেদে ভালভের্দেও কোপা আমেরিকায় দারুণ ছিল। অর্থাৎ আমাদের বেশ কজন পেনাল্টি নেওয়ার খেলোয়াড় আছে। তাদের মধ্য থেকে আগামীকালের (আজ) ম্যাচে আমাকে একজন বেছে নিতে হবে। অবশ্যই আমি এমন কাউকেই বেছে নেব, যে শুরু থেকে খেলবে।’

রিয়াল এরই মধ্যে দুঃসংবাদ পেয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, অনুশীলনে হাঁটুতে চোট পাওয়ায় উয়েফা সুপার কাপে খেলতে পারবেন না মিডফিল্ডার এদুয়ার্দো কামাভিঙ্গা। ফরাসি সতীর্থ অঁরেলিয়ে চুয়ামেনির পায়ের আঘাতে এই চোট পেয়েছেন কামাভিঙ্গা। প্রাথমিক পরীক্ষার পর তাঁর খেলার সম্ভাবনা নাকচ করে দেওয়া হয়। মাদ্রিদে ফেরার পর আগামীকাল তাঁর চোটের বিশদ পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

আরও পড়ুন