কসমেটিক সার্জারির পর হাসপাতাল থেকে ক্লাবে ফিরলেন আনিসুর

কসমেটিক সার্জারির পর আনিসুর রহমান জিকোবসুন্ধরা কিংস

ম্যাচের ২১ মিনিট চলছিল তখন। আবাহনীর এনামুলের ক্রসে ফরোয়ার্ড কর্নেলিয়াস স্টুয়ার্ট হেড করতে লাফিয়ে ওঠেন। তাঁর  বুটের আঘাত লাগে বসুন্ধরা কিংসের গোলকিপার আনিসুর রহমানের মাথায়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন তিনি, ওই সময় তাঁর কপাল দিয়ে রক্ত ঝরছিল। অনেকটাই কেটে গেছে কপাল।

সেই সময়ে তাঁর অবস্থা দেখে মাঠে সরাসরি অ্যাম্বুলেন্স প্রবেশ করে। পরে কিংস অ্যারেনার কাছেই অ্যাপেলো হাসপাতালে নেওয়া হয় আনিসুরকে । সেখানে সিটি স্ক্যান ও প্রয়োজনীয় পরীক্ষার পর কসমেটিক সার্জারি করা হয় তাঁর।

আরও পড়ুন

বসুন্ধরা কিংস ক্লাব জানিয়েছে, চিকিৎসক আনিসুরকে কসমেটিক সার্জারি করে ক্লাবে পাঠিয়ে দিয়েছে। এখন ক্লাবে ফিরে অনেকটাই স্বাভাবিক আছেন  তিনি। মঙ্গলবার আবার চিকিৎসকের কাছে যেতে হবে। এরপর চিকিৎসক পরবর্তী নির্দেশনা দেবেন।

বসুন্ধরা কিংস শেষ পর্যন্ত আজকের গুরুত্বপূর্ণ লিগ লড়াই  জিতেছে ২-১ গোলে। আগামী শনিবার  মোহামেডানের বিপক্ষে ময়মনসিংহে খেলবে তারা। ওই ম্যাচে জিতলেই টানা পঞ্চমবারের মতো লিগ  চ্যাম্পিয়ন হবে কিংস। তবে কিংসের  আগামী ম্যাচে আনিসুরের খেলার সম্ভাবনা নেই বলে জানা গেছে।

আরও পড়ুন