২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

দাপুটে ফুটবল খেলে এভারটনকে হারাল ইউনাইটেড

বলের ওপর ব্রুনো ফার্নান্দেজের নিয়ন্ত্রণই বলে দিচ্ছে, কতটা দাপুটে খেলেছে ইউনাইটেডছবি : রয়টার্স

ইংলিশ প্রিমিয়ার লিগে নিউক্যাসলের কাছে ২-০ গোলে হেরে যেন বড় একটা ধাক্কাই খেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলোয়াড়েরা। সেই ম্যাচের পর কোচ এরিক টেন হাগকে বাইরে রেখে নিজেদের ভুলগুলো নিয়ে আলোচনা করেছিলেন ব্রুনো ফার্নান্দেজ-মার্কাস রাশফোর্ডরা।

সেই আলোচনা যে বেশ কাজে লেগেছে, এভারটনের বিপক্ষে আজকের ম্যাচটি যেন সেটাই বুঝিয়ে দিল। নিউক্যাসলের কাছে হারের পর লিগে ব্রেন্টফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। কিন্তু আজ এভারটনের বিপক্ষে তাদের ২-০ গোলের জয়টিতে ছিল দাপুটে ফুটবল খেলার ছাপ।

ম্যাচে ৬৪ শতাংশ বল নিজেদের দখলে রেখেছে ইউনাইটেড। প্রতিপক্ষের গোলে ২৭টি শট নিয়েছে তারা। এর মধ্যে ২১টি শটই তারা নিয়েছে প্রথমার্ধে। প্রিমিয়ার লিগের এক ম্যাচের প্রথমার্ধে ২০০৩-০৪ মৌসুমের পর প্রতিপক্ষের জালে এটাই সবচেয়ে বেশি শট নেওয়ার উদাহরণ ইউনাইটেডের। চলতি মৌসুমে প্রথম ৪৫ মিনিটে প্রতিপক্ষের গোলে এত শট নিতে পারেনি আর কেউ।

রাশফোর্ডের পাস থেকে ইউনাইটেডের দ্বিতীয় গোল করেন মার্শিয়াল
ছবি : রয়টার্স

২৭টি শটের মধ্যে ১০টিই লক্ষ্যে রেখেছে ইউনাইটেড। এই ১০ শটের দুটিতে গোল পেয়েছে তারা। এর প্রথমটি ম্যাকটমিনে করেছেন ৩৬ মিনিটে। গোলটি তিনি করেছেন জেডন সানচোর দুর্দান্ত এক পাস থেকে। ৭০ মিনিটে ইউনাইটেডের দ্বিতীয় গোলটি অ্যান্থনি মার্শিয়াল করেছেন রাশফোর্ডের পাস থেকে।

আরও পড়ুন

এই জয়ের পর ২৯ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ইউনাইটেড। চতুর্থ স্থানে নেমে যাওয়া নিউক্যাসলের পয়েন্ট ২৮ ম্যাচে ৫৩। শীর্ষে থাকা আর্সেনাল ২৯ ম্যাচ খেলে ৭২ পয়েন্ট পেয়েছে। ২৮ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি।