ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজানের শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করে ক্ষমা চাইলেন তিনি
আগের দিন একটি মন্তব্য করে পরের দিনই ক্ষমা চাইতে হলো।
দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) প্রেসিডেন্ট আলেহান্দ্রো দমিনগেজ গত সোমবার ব্রাজিলিয়ান ক্লাবগুলোকে টারজান নিয়ে বানানো সিনেমার শিম্পাঞ্জির সঙ্গে তুলনা করেন। পরদিন অর্থাৎ মঙ্গলবার এই মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দমিনগেজ।
প্যারাগুয়েতে সোমবার দক্ষিণ আমেরিকা মহাদেশে ক্লাব পর্যায়ের শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে কোপা লিবার্তোদোরেসের ড্র শেষে সাংবাদিকদের দমিনগেজ বলেন, ব্রাজিলিয়ান দলগুলো ছাড়া এই ক্লাব টুর্নামেন্ট ‘যেন চিতা ছাড়া টারজান।’
আমেরিকান লেখক এডগার রাইস বারোজের লেখা বইয়ের বিখ্যাত চরিত্র টারজান। এই চরিত্র নিয়ে হলিউডে ১৯৩০ থেকে ১৯৬০–এর দশকে বানানো সিনেমা এবং ষাটের দশকে টিভি সিরিজে ‘চিতা’ নামে একটি শিম্পাঞ্জির চরিত্রও দেখা যায়। টারজানের সঙ্গী হিসেবে এই চরিত্র দেখা গেছে সিনেমা ও টিভি সিরিজে।
দমিনগেজ এরপর ক্ষমা চেয়ে এক বিবৃতিতে বলেছেন, ‘আমার সাম্প্রতিক বিবৃতি নিয়ে ক্ষমা চাচ্ছি। আমি যেটা বলেছি, সেটা আসলে জনপ্রিয় একটি কথার কথা। এর মাধ্যমে কাউকে খাটো করা কিংবা অসম্মান করতে চাইনি। ১০টি সদস্য দেশের ক্লাবগুলোর অংশগ্রহণ ছাড়া কনমেবলের লিবার্তোদোরেস ভাবাই যায় না।’
বর্ণবাদ নিয়ন্ত্রণ নিয়ে এমনিতেই চাপে আছে কনমেবল। সাংবাদিকদের কাছে এই মন্তব্য করার কিছুক্ষণ আগেই পর্তুগিজ ভাষায় দমিনগেজ বলেছেন, কনমেবল বর্ণবাদ নিয়ন্ত্রণে কঠোরভাবে কাজ করে যাচ্ছে। সাম্প্রতিক সময়ে ব্রাজিলের বেশ কিছু খেলোয়াড় ও সমর্থক ম্যাচে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন।
গত ৬ মার্চ ব্রাজিলের ক্লাব পালমেইরাস অনূর্ধ্ব-২০ দলের স্ট্রাইকার লুইজি জানান, অনূর্ধ্ব-২০ লিবার্তোদোরেসে প্যারাগুয়ের ক্লাব চেরো পোর্তেনোর সমর্থকদের কাছে বর্ণবাদী আচরণের শিকার হন। এই ঘটনা বলার সময় কেঁদে ফেলেন লুইজি। কনমেবল পরে প্যারাগুয়ের এই ক্লাবকে ৫০ হাজার ডলার জরিমানার পাশাপাশি তাদের সমর্থকদের লিবার্তোদোরেসে নিষিদ্ধ করে। ব্রাজিলিয়ান ক্লাবগুলো অবশ্য এ শাস্তিকে লঘু দণ্ড বলেই মনে করছে।
প্যারাগুয়ের নাগরিক দমিনগেজ লিবার্তোদোরেস ড্র অনুষ্ঠানে নিজ বক্তব্যে বলেছেন, তিনি লুইজির প্রতি ‘সমব্যথী।’ তবে ব্রাজিল জাতীয় দলের খেলোয়াড় ব্রুনো গিমারেস দমিনগেজের সমালোচনা করেন। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়ার মুখোমুখি হওয়ার আগে ব্রাসিলিয়ায় সংবাদ সম্মেলনে গিমারেস বলেন, ‘কনমেবলের প্রেসিডেন্ট যেসব কৌতুক করছেন, তার চেয়ে অনেক বেশি দুশ্চিন্তার উপকরণ আছে। আমরা দেখেছি লুইজির সঙ্গে কী ঘটেছে। চেরো পোর্তেনোকে যে শাস্তি দেওয়া হয়েছে, সেটা আসলে অসম্মানজনক। ব্রাজিলের জার্সি পরে কনমেবলের সমালোচনা করায় আমার শাস্তি হতে পারে। তবে চিন্তা করার জন্য এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় আছে।’
পালমেইরাস ক্লাবের সভাপতি লেইলা পেরেইরা বলেছেন, দমিনগেজ এমন কথা বলতে পারেন, সেটা তাঁর বিশ্বাস হয়নি, ‘আমি ভেবেছিলাম এই ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। সম্ভবত কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও এমন বিপর্যয়কর মন্তব্য বানাতে পারত না।’