ম্যানচেস্টারে এই খেলাটাই চান রিয়াল মাদ্রিদ কোচ

২০০তম বারের মতো চ্যাম্পিয়নস লিগ ডাগআউটে দাঁড়িয়েছেন কার্লো আনচেলত্তিএএফপি

কার্লো আনচেলত্তি অখুশি নন, আবার ঠিক খুশিও নন। কেন—সেটা তাঁর কথাতেই আছে, ‘আমাদের ৩-১ ব্যবধানে জেতার সুযোগ ছিল। আবার ৩-২ গোলে হেরেও যেতে পারতাম।’

সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে এমন উত্থান-পতনময় ম্যাচই খেলেছে রিয়াল মাদ্রিদ। শুরুতেই গোল হজম, এরপর ২-১ গোলে এগিয়ে বিরতিতে যাওয়া। আর ফেরার পর পরপর দুই গোল হজম করে পিছিয়ে যাওয়ার পর আবার সমতায় ফেরা। রিয়াল মাদ্রিদ কোচের চাওয়া, আগামী সপ্তাহে ইতিহাদে গিয়েও এমনই আত্মবিশ্বাস আর উদ্দীপনা নিয়ে খেলা। আর সেটা করা গেলে রিয়াল আবার সেমিফাইনালে খেলবে, সমর্থকদের দিলেন এমন প্রতিশ্রুতি।

৩-৩ সমতার ম্যাচটি শেষ হওয়ার পর টিএনটি স্পোর্টসকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় কিছুটা অসন্তুষ্টিই ঝরেছে রিয়াল কোচ আনচেলত্তির কণ্ঠে, ‘আমাদের জন্য ম্যাচের ফল খুব ভালো কিছু হলো না। ম্যাচটা আমরা জিততে চেয়েছিলাম। এখন লড়াইটা উন্মুক্ত।’

ম্যাচের ৭১ মিনিটে গোল করে রিয়ালকে যিনি সমতা এনে দিয়েছেন, সেই ফেদে ভালভের্দেও ছিলেন হতাশ, ‘সমতা আনতে পারায় পরের লেগে কিছুটা স্পিরিট বাড়বে। কিন্তু অনেকটা গত বছরের মতো ড্র হওয়ায় এটাকে হার মনে হচ্ছে।’

চ্যাম্পিয়নস লিগের সর্বশেষ আসরে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল রিয়াল-সিটি। সেবারও প্রথম লেগ ছিল বার্নাব্যুতে, যেখানে নব্বই মিনিট শেষ হয়েছিল ১-১ সমতায়। কিন্তু ইতিহাদে দ্বিতীয় লেগ খেলতে নেমে ৪-০ গোলে বিধ্বস্ত হয় ভালভের্দের দল। হয়তো সে স্মৃতিই উসকে উঠেছে তাঁর।

আরও পড়ুন

তবে কোচ আনচেলত্তি এবারের ইতিহাদ যাত্রা নিয়ে আত্মবিশ্বাসী। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে রোমাঞ্চে ভরা ম্যাচের বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে ইতালিয়ান এই কোচ বলেন, ‘অবিশ্বাস্য একটা ম্যাচ। দুটি অসাধারণ দলের মানসম্পন্ন খেলার প্রদর্শনী দেখা গেছে। যেভাবে খেলেছি আমরা খুশি। আশা করি ওদের মাঠে গিয়ে এর পুনরাবৃত্তি করতে পারব।’

ম্যানচেস্টার সিটির মাঠে ভালো কিছুর প্রতিশ্রুতি দিয়েছেন আনচেলত্তি
এএফপি

প্রথম কোচ হিসেবে চ্যাম্পিয়নস লিগ ডাগআউটে ২০০তম ম্যাচের মাইলফলক ছোঁয়া এই কোচ পরের লেগের বিষয়ে সমর্থকদের আশ্বাস দিয়েছেন, ‘সমর্থকেরা সব সময়ই আমাদের জন্য বাড়তি অনুপ্রেরণা হিসেবে কাজ করে। নিজেদের সেরাটা খেলতে উদ্বুদ্ধ  করে। যেটা আজও হয়েছে। পরের লেগে এর চেয়েও বেশি কিছু করতে আমরা আত্মবিশ্বাসী। সমর্থকদের বলব, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা নিশ্চিতভাবেই করে দেখাব। পরের লেগের আগে কিছুটা এগিয়ে থাকল ভালো হতো, কিন্তু এর মানে এটা নয় যে ইতিহাদে আমাদের খেলার ধরন বদলে যাবে।’

ইতিহাদে কোয়ার্টার ফাইনাল জয়ী নির্ধারণের ম্যাচটি হবে ১৭ এপ্রিল।

আরও পড়ুন