সমর্থকদের জন্য খুশি ‘লড়াকু’ দি মারিয়া
স্বস্তি, আনন্দ ও আশা—মেক্সিকোর বিপক্ষে দুর্দান্ত এক জয়ের পর আর্জেন্টাইন সমর্থকদের অনুভূতি এখন এমনই। সৌদি আরবের বিপক্ষে হারের পর যে দলটি খাদের কিনারায় গিয়ে দাঁড়িয়েছিল, লিওনেল মেসির গোলে তারা আবার নতুন করে জেগে উঠেছে।
দারুণ এই জয়ে দলের খেলোয়াড় ও সমর্থকেরা এখন আনন্দে ভাসছেন। মেসির গোলটি যাঁর পাস থেকে এসেছে, সেই আনহেল দি মারিয়াও বলেছেন—সমর্থক, দল ও নিজের জন্য তিনি আনন্দিত।
যখন মনে হচ্ছিল কোনো কিছুতেই আর ভাগ্য বদলাবে না, তখনই মেসিকে দুর্দান্ত পাসটা দিয়েছিলেন দি মারিয়া। এর আগে যাঁর গোলে কোপা আমেরিকাও জিতে নিয়েছিল আর্জেন্টিনা। এবার বিশ্বকাপ স্বপ্ন বাঁচিয়ে রাখতেও এই জুভেন্টাস তারকা রাখলেন গুরুত্বপূর্ণ অবদান।
ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে দি মারিয়া বলেছেন, ‘খুব খুশি, এই দলটির জন্য সত্যি অনেক আনন্দিত। আমরা খুব ভালো কাজ করেছি। আমরা যেভাবে ভেবেছিলাম, বিষয়গুলো সেভাবে হয়নি। তবে আজ আমরা মানুষের মধ্যে, নিজেদের মধ্যে এবং নিজেদের পরিবারের মধ্যে খুশি ফিরিয়ে আনতে পেরেছি। অন্য দিন তারা এসেছিল এবং বাজে অনুভূতি নিয়ে ফিরে গিয়েছিল। তাই আমি সবকিছুর জন্য এখন আনন্দিত।’
লম্বা সময় ধরে মেসির সঙ্গে জুটি বেঁধে আর্জেন্টিনার জার্সিতে লড়ে যাচ্ছেন দি মারিয়া। এবারও তাঁদের লড়াই আর্জেন্টিনার স্বপ্ন বাঁচিয়ে রাখল। এ নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে দি মারিয়া বলেছেন, ‘আমরা অনেক বছর ধরে এ জায়গায় আছি। আমরা লড়াই করে যাচ্ছি এবং সব সময় চেষ্টা করেছি সর্বস্ব দেওয়ার। আজ আবার তা হলো। আমি মনে করি, এটা সবার জন্য মানসিক শান্তি।’
প্রথম ম্যাচে সৌদি আরবের বিপক্ষে হারের পর সব হিসাব–নিকাশ বদলে গিয়েছিল। সেটা কতটা চাপের ছিল, জানতে চাইলে দি মারিয়া বলেন, ‘এটা চাপ ছিল না। ম্যাচটা সেভাবে হয়নি, যেমনটা আমরা ভেবেছিলাম। আমরা সুযোগ পেয়েছিলাম, খেলোয়াড়েরা অফসাইডে পড়েছে এবং ফলটা পক্ষে আসেনি। তবে আজ দারুণ এক প্রতিপক্ষের বিপক্ষে আমরা ভালো খেলেছি। আমরা জানতাম, এটা বেশ কঠিন একটা ম্যাচ হবে। এটাও জানতাম যে আমরা খুব বেশি গোলে জিততে পারব না।’