২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

হারের পর খাওয়া আর ঘুমে মনোযোগ এমবাপ্পের

বায়ার্ন ম্যাচ দিয়েই চোট থেকে মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পেছবি: এএফপি

ঘরের মাঠে অচেনা পিএসজি। চ্যাম্পিয়নস লিগে কাল রাতে শেষ ষোলো প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে ১-০ গোলে হেরেছে তারা। নিজেদের মাঠে ম্যাচের বেশির ভাগ সময় কোণঠাসা হয়ে ছিল প্যারিসের ক্লাবটি। আর দাপট দেখিয়ে পাওয়া জয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেল ইউলিয়ান নাগলসমানের দল।

তবে এমন হারে পিএসজিকে খুব বেশি হতাশ বলে মনে হয়নি। অন্তত ম্যাচ শেষে পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পের কথা শুনলে তো তা–ই মনে হবে। ম্যাচ হারে হতাশ না হয়ে উল্টো দ্বিতীয় লেগে মিউনিখে কীভাবে পিএসজি জয় পেতে পারে, তা নিয়েই ভাবছেন এমবাপ্পে।

আরও পড়ুন

বায়ার্ন ম্যাচ দিয়েই চোট থেকে মাঠে ফিরেছেন কিলিয়ান এমবাপ্পে। শুরুর একাদশে ছিলেন না, মাঠে নামেন ৫৭ মিনিটে। লিওনেল মেসি-নেইমারের নিষ্প্রভ থাকার দিনে পিএসজির আক্রমণের ধার কিছুটা হলেও তিনিই বাড়িয়েছিলেন। গোলটাও এসেছিল তার পা থেকে, তবে অফ সাইডের জন্য গোলটি বাতিল হয়। পুরো ম্যাচেই কোণঠাসা হয়ে থাকা পিএসজি শেষ ২০ মিনিটে সফরকারী বায়ার্নের ওপর বেশ চাপ সৃষ্টি করে।

এমবাপ্পের করা গোল অফসাইডের কারণে বাতিল হয়
ছবি: এএফপি

দ্বিতীয় লেগে জয় পেতে এমবাপ্পে চাপটা বজায় রাখতে চান, ‘আমাদের ম্যাচের শেষ দিকের কিছু সময় মনে করা উচিত। আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু বায়ার্নকে বেশ বিপাকেই ফেলতে পেরেছিলাম। যদি আমরা আরও বেশি আক্রমণাত্মক ফুটবলটা খেলতে পারি, তারা খুব একটা স্বচ্ছন্দ থাকে না।’

আরও পড়ুন

এমবাপ্পের সঙ্গে চোট থেকে এই ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন মেসিও। দলের চোটের সমস্যা আছে আরও।

হয়তো সে জন্যই এমবাপ্পে মনে করিয়ে দিয়েছে দ্বিতীয় লেগে জয় পেতে হলে দলের সব ফুটবলারকেই ফিট থাকতে হবে, ‘দলের প্রত্যেককে ফিট হতে হবে, ভালো ঘুমাতে হবে আর খেতে হবে।’

সের্হিও রামোসের কথাতে অবশ্য কিছুটা হতাশার ছাপ আছে। এই ডিফেন্ডার বলেছেন, ‘দর্শকদের জন্য খারাপ লাগছে। দ্বিতীয় লেগে আমাদের আরও বেশি উদ্যমী থাকতে হবে।’