‘জার্মান ফুটবল তার সেরা ব্যক্তিত্বকে হারাল’

ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৪৫–২০২৪)এএফপি

কিংবদন্তি না–ফেরার দেশে যাত্রা করলেন ৭৮ বছর বয়সে। ছিঁড়ল বন্ধন এই পৃথিবীর সঙ্গে। চারপাশজুড়ে শূন্যতা বিরাজ করাই স্বাভাবিক। তাতে তাঁর ভক্ত-সমর্থকদের বুক থেকে আর্তনাদও ভেসে আসছে। ফ্রাঞ্জ বেকেনবাওয়ার তো শুধু জার্মানির ছিলেন না। ফুটবলে তিনি এই পৃথিবীরই তারকা, সর্বকালের অন্যতম সেরাদের একজন। খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপজয়ী জার্মানি এবং বায়ার্ন মিউনিখের এ কিংবদন্তির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছেন অনেকেই। বার্তা সংস্থা এএফপি সেখান থেকেই বাছাই করা কিছু শোকবার্তা প্রকাশ করেছে। আসুন দেখে নিই—

খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্ব চ্যাম্পিয়ন: ফ্রাঞ্জ বেকেনবাওয়ার জার্মানির অন্যতম সেরা ফুটবলার এবং অনেকের কাছেই তিনি ‘কাইজার।’ কারণ, তিনি প্রজন্মের পর প্রজন্মকে জার্মান ফুটবলের প্রতি আগ্রহী করেছেন। আমরা তাঁকে মিস করব। তাঁর পরিবার ও স্বজনদের প্রতি সহমর্মিতা।
ওলাফ শলৎজ, জার্মানির চ্যান্সেলর
জার্মান ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। এখন তিনি শুধুই স্মৃতি
এএফপি
তিনি ফুটবলের বাইরেও খেলাধুলার কিংবদন্তি। ব্যক্তিগতভাবে চার দশকের বেশি সময় ধরে তিনি ছিলেন আমার বন্ধু। এমন বন্ধু যাঁর ওপর সব সময় ভরসা রাখা যেত।
টমাস বাখ, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) সভাপতি
ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের সঙ্গে পরিচিত হওয়া এবং তার সঙ্গে মিশতে পারাটা আমার জীবনের সেরা প্রাপ্তিগুলোর একটি। আমরা একসঙ্গে জাতীয় দলে সময় কাটিয়েছি ১৯৯০ বিশ্বকাপের গৌরবান্বিত সময়ে। তার কোচিং ছাড়া শিরোপাটা আমরা কখনোই জিততে পারতাম না। জার্মান ফুটবল তার সেরা ব্যক্তিত্বকে হারাল। আমি হারালাম এক ভালো বন্ধু।
রুডি ফোলার, ১৯৯০ বিশ্বকাপজয়ী সাবেক স্ট্রাইকার এবং জার্মানি ফুটবল দলের পরিচালক।
সত্তর দশকের ফুটবলে আলো ছড়িয়েছেন বেকেনবাওয়ার
এএফপি
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার অবশ্যই জার্মানির সর্বকালের সবচেয়ে বড় ফুটবলার এবং সবার ওপরে আমার দেখা অন্যতম সেরা মানুষ।
হান্স-ইওয়াখিম ওয়াৎজকে, সহসভাপতি, জার্মান ফুটবল ফেডারেশন
কাইজার (বেকেনবাওয়ার) ছিলেন অসাধারণ এক মানুষ, ফুটবলের বন্ধু এবং সত্যিকারের কিংবদন্তি। প্রিয় ফ্রাঞ্জ, আমরা তোমাকে কখনো ভুলব না। সবকিছুর জন্য ধন্যবাদ।
জিয়ান্নি ইনফান্তিনো, ফিফা সভাপতি
ফ্রান্সের কিংবদন্তি মিশেল প্লাতিনির সঙ্গে বেকেনবাওয়ার
এএফপি
বেকেনবাওয়ার যখন কোনো কক্ষে পা রাখতেন, সেটি জ্বলে উঠত। যোগ্যতাবলেই তিনি “জার্মান ফুটবলের আলো।” তিনি এমন এক দেদীপ্যমান শিখার দ্বারা পরিবেষ্টিত থাকতেন, যে কারণে স্বাস্থ্যগত সমস্যা এবং দুর্ভাগ্যও তাকে টলাতে পারেনি। তাকে চিনতে পেরে আমি কৃতজ্ঞ ও গর্বিত। সব সময়ই তাকে মনে রাখব।
ইউলিয়ান নাগলসমান, জার্মান জাতীয় দলের কোচ
ফ্রাঞ্জ বেকেনবাওয়ারের মৃত্যুর খবর শুনে খুব দুঃখ লাগছে। আমাদের খেলার অন্যতম সেরাদের একজন। কাইজার (সম্রাট) ছিলেন ফুটবলারদের মধ্যে সবচেয়ে সুন্দর, যিনি (খেলার) লাবণ্য ও আকর্ষণ দিয়ে সবকিছুই জিতেছেন।
গ্যারি লিনেকার, ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার
ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা সন্তান ৭৮ বছর বয়সে মারা গেছেন। “কাইজার” ছিলেন অসাধারণ এক ফুটবলার, সফল কোচ এবং ফুটবল-পণ্ডিত, আর কেউ তাঁর মতো জার্মান ফুটবলকে এতটা পূর্ণতা দেননি।
উয়েফা
আরও পড়ুন