আমরা বড় ধরনের সমস্যায় আছি, বললেন গার্দিওলা

ম্যান সিটি কোচ পেপ গার্দিওলারয়টার্স

টানা দ্বিতীয়বারের মতো ত্রিমুকুট জয়ের সামনে এখন ম্যানচেস্টার সিটি। প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ—তিনটি শিরোপাই আছে হাতের নাগালে। কেবল সাম্প্রতিক ছন্দ ধরে রেখে মৌসুমের বাকি সময়টা পার করতে পারলেই হয়। কিন্তু শেষ ভাগে এসে শিরোপা জয়ের জন্য ঝাঁপিয়ে পড়ার বদলে ভিন্ন দুশ্চিন্তা ভর করেছে সিটি কোচ পেপ গার্দিওলার মনে। সেই ভয় চোট ও ক্লান্তিকে ঘিরে। গার্দিওলার ধারণা, ক্লান্তিজনিত বড় ধরনের সমস্যায় আছে তাঁর দল।

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করার পর দলের অন্যতম মিডফিল্ডার রদ্রি সামনে আনেন ক্লান্তির বিষয়টি। এমনকি মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্রাম চাওয়ার কথাও বলেন তিনি। রদ্রির সেই কথার জবাবে গার্দিওলা বলেছেন, ‘আমাদের খেলাগুলোর দিকে তাকান, বুঝতে পারবেন। বিষয়টা সরল। যে মানের খেলা সে খেলে, সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। কিন্তু আপনার যদি এমন খেলোয়াড় থাকে যে খেলতে চায় না, সে খেলবে না।’

আরও পড়ুন

এর মধ্যে দলের ব্যাকলাইন নিয়েও দুশ্চিন্তায় আছেন গার্দিওলা। ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়ে চোটে পড়েন কাইল ওয়াকার ও জন স্টোনস। ফলে পর্যাপ্ত বিশ্রাম মেলেনি তাঁদেরও। সব মিলিয়ে বড় ধরনের সমস্যায় আছেন জানিয়ে স্প্যানিশ এ কোচ বলেন, ‘আমরা বড় ধরনের সমস্যায় আছি। আমার মনে হচ্ছে শেষ ম্যাচগুলোয় আমরা ক্লান্ত হয়ে পড়ব। (আজ) আমরা ঠিক করব, আমাদের কি করতে হবে।’

চলতি মৌসুম প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা আর্লিং হলান্ড। এখন পর্যন্ত ১৯ গোল করেছেন এ স্ট্রাইকার। সাম্প্রতিক সময়ে অবশ্য বেশ সমালোচনাও হচ্ছে তাঁকে নিয়ে। বলা হচ্ছে, গোল করা বাদ দিলে হলান্ড নিম্নমানের ফুটবলার। অথচ এই হলান্ডই গত বছর ব্যালন ডি’অরে রানার্সআপ হয়েছিলেন।

ক্লান্তিতে ভুগছেন সিটির খেলোয়াড়েরা
রয়টার্স

হলান্ড এবারও ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের পুরস্কারের লড়াইয়ে থাকবেন কি না, জানতে চাইলে গার্দিওলা বলেছেন, ‘লক্ষ্য কিন্তু ব্যালন ডি’অর নয়, লক্ষ্য হচ্ছে ট্রফি জেতা। সেটা সে জিতেছে। তাকে ছাড়া আমরা কি গত বছর ৫টা শিরোপা জিততে পারতাম? প্রশ্নই আসে না। এটা শুধু আর্লিং বা নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের বিষয় না। যতক্ষণ পর্যন্ত আপনি অবসর নিচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত আপনার আরও ভালো করার সুযোগ আছে।’

আরও পড়ুন

আজ রাতে প্রিমিয়ার লিগ ম্যাচে লুটন টাউনের বিপক্ষে খেলবে সিটি। এই ম্যাচ জিতলে সাময়িকভাবে শীর্ষে উঠে আসবে ইতিহাদের ক্লাবটি।