বার্সার হাত থেকে বাঁচাতে কাভারাস্কেইয়ার বেতন তিন গুণ বাড়াচ্ছে নাপোলি
ভিক্টর ওসিমেন আর খিচা কাভারাস্কেইয়া।
নাপোলির পুনর্জাগরণের নায়ক। গত বছর এই ফুটবলারের হাত ধরেই ৩৩ বছর পর প্রথমবার সিরি ‘আ’ চ্যাম্পিয়ন হয় ম্যারাডোনার সাবেক ক্লাব নাপোলি। এবার অবশ্য খুব একটা সুবিধা করতে পারেনি দলটি। এই প্রতিবেদন লেখার সময় ৩৩ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে ছিল নাপোলি। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগ খেলার সম্ভাবনা শুধু কাগজ–কলমেই আছে দলটির জন্য।
পরিস্থিতি যখন এমন, ওসিমেন–কাভারাস্কেইয়াদের ইউরোপের বড় দলগুলো টানতে চাইতেই পারে। জর্জিয়ান তারকা কাভারাস্কেইয়াকে দলে নিতে চাইছে বার্সেলোনা—বাজারে এমন খবরও উড়ছে। নাপোলিও বসে নেই, কীভাবে এই খেলোয়াড়দের ধরে রাখা যায়, সেই ব্যবস্থা করতে চাইছে তারা। আর সেটি করতে গিয়ে সবচেয়ে সহজ পথটিও বেছে নিয়েছে নাপোলি, খেলোয়াড়দের বেতন বাড়িয়ে দিচ্ছে দলটি।
ইতালিয়ান ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্ত জানিয়েছে, কাভারাস্কেইয়ার বেতন প্রায় তিন গুণ বাড়াতে যাচ্ছে নাপোলি। এখন বছরে ১৫ লাখ ইউরো বা প্রায় ১৭ কোটি ৬৫ লাখ টাকা বেতন পান কাভারাস্কেইয়া। নাপোলি নাকি ৪০ লাখ ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৭ কোটি টাকা) বেতনের প্রস্তাব দিয়েছে ২৩ বছর বয়সী উইঙ্গারকে। কাভারাস্কেইয়ার এজেন্ট মামুকা ইয়ুগেলি এ বিষয় নিয়ে আগামী সপ্তাহে কথা বলবেন নাপোলির সভাপতি অরেলিও দি লরেন্তিসের সঙ্গে।
গত মৌসুমে নাপোলিকে লিগ জেতানোর পথে ১২টি গোল করেছিলেন কাভারাস্কেইয়া। অনেকের চোখেই এ মুহূর্তে বিশ্বসেরা উইঙ্গার এ মৌসুমে খারাপ করেননি, এ পর্যন্ত সিরি ‘আ’তে করেছেন ১০ গোল। জাতীয় দলের হয়েও ভালো করেছেন তিনি। জর্জিয়াকে প্রথমবারের মতো ইউরোর চূড়ান্ত পর্বে ওঠাতে রেখেছেন বড় ভূমিকা।