২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

বায়ার্ন থেকে ছাঁটাইয়ের শঙ্কায় টুখেল

বায়ার্ন মিউনিখের কোচ টমাস টুখেলের কপালে এখন চিন্তার ভাঁজএএফপি

বায়ার্ন মিউনিখ কি এবার লিগ শিরোপা জিততে পারবে? মৌসুমের অর্ধেক বাকি থাকা অবস্থায় এ প্রশ্নের উত্তর পাওয়া একটু কঠিনই। কিন্তু লিগে বায়ার্ন যেভাবে এগোচ্ছে, তাতে খুব দ্রুত শিরোপার দৌড় থেকে ছিটকে পড়ার শঙ্কা আছে দলটির। এর মধ্যে জার্মান কাপে অঘটনের শিকার হয়ে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছে বাভারিয়ান ক্লাবটি। লিগে বর্তমানে পয়েন্ট টেবিলে দুইয়ে থাকলেও শীর্ষে থাকা বায়ার লেভারকুসেনের সঙ্গে ব্যবধান কেবলই বাড়ছে।

এই ব্যবধান বাড়ার ফলে বাড়ছে বায়ার্ন কোচ টমাস টুখেলের ছাঁটাইয়ের শঙ্কাও। জার্মান সংবাদমাধ্যম স্পোর্ট বিল্ড বলছে, বায়ার্ন মিউনিখের কর্তাব্যক্তিরা টুখেলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন এবং বর্তমানে নিজের চাকরি বাঁচানোর লড়াইয়ে আছেন এ কোচ।

আরও পড়ুন

বুন্দেসলিগার পয়েন্ট তালিকায় ১৮ ম্যাচ শেষে ১৫ জয় ও ৩ ড্রয়ে ৪৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেভারকুসেন। বলে রাখা ভালো, চলতি মৌসুমে ইউরোপিয়ান শীর্ষ পাঁচ লিগে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল লেভারকুসেন। টানা ২৭ ম্যাচে অপরাজিত জাবি আলোনসোর দল। অন্য দিকে ১৭ ম্যাচে ১৩ জয়, ২ ড্র ও ২ হারে ৪১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বায়ার্ন। অর্থাৎ এক ম্যাচ কম খেলে বায়ার্ন পিছিয়ে আছে ৭ পয়েন্টে।

আজ রাতে লিগ ম্যাচে বায়ার্ন মুখোমুখি হবে ইউনিয়ন বার্লিনের। এ ম্যাচে পয়েন্ট হারালে শিরোপা ধরে রাখার পথটা আরও কঠিন হবে বায়ার্নের জন্য। এর আগে লিগ ম্যাচে ভেরডার ব্রেমেনের বিপক্ষে নিজেদের মাঠে ১–০ গোলে হেরেছিল বায়ার্ন। মূলত সেই হারের পর থেকেই টুখেলকে নিয়ে অসন্তোষ বাড়তে শুরু করেছে বায়ার্নে।

সময়টা ভালো যাচ্ছে না বায়ার্নের
এএফপি

ব্লিডস জানিয়েছে, টুখেলকে নিয়ে বড় সমালোচনা হচ্ছে, তিনি বায়ার্নকে এখনো নির্দিষ্ট কোনো দর্শনে খেলাতে পারছেন না। এমনকি বায়ার্নকে কীভাবে খেলাতে হবে, তা নিয়ে এক বছর পর এসেও দ্বিধান্বিত এ কোচ। আর শিরোপা জেতার ক্ষেত্রেও সাফল্যের কোনো নিশ্চয়তা দিতে পারছেন না টুখেল। জার্মান এ কোচ দায়িত্ব নেওয়ার পর বায়ার্ন এখন পর্যন্ত জার্মান কাপ থেকে বিদায় নিয়েছে দুবার।

গত মৌসুমের শেষ দিনে অনেকটা ভাগ্যের জোরে জিতেছে লিগ শিরোপা। আর চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির কাছে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে বায়ার্নকে। সব মিলিয়ে টুখেলের অধীনে বায়ার্নের ট্রফি ক্যাবিনেটটা প্রায় খালিই বলা চলে।

আরও পড়ুন

বায়ার্নের জন্য অবশ্য অন্য বিপদও আছে। এই মুহূর্তে টুখেলকে ছাঁটাই করলে কাকে দায়িত্ব দেওয়া হবে, তা নিয়ে নাকি নিশ্চিত নয় বায়ার্ন। তাই সাবেক চেলসি কোচকে বিদায় দেওয়ার আগে যোগ্য বিকল্প খুঁজে নিতে চায় তারা।