যেভাবে এল মেসির ১০০ গোল
লিওনেল মেসির ক্যারিয়ারে অর্জনের আর বাকি কী ছিল। ক্লাব ফুটবলে সম্ভব-অসম্ভব সবই জিতেছেন। দেশের হয়ে জিতেছেন কোপা ও সর্বশেষ বিশ্বকাপ। কিন্তু দুর্দান্ত ক্যারিয়ারে আরও অর্জনের পথে মেসির হাঁটা এখানেই থেমে যাবে কেন! তাই বিশ্বকাপ জেতার পরেও নতুন নতুন পালক যুক্ত হচ্ছে তাঁর অর্জনের মুকুটে।
এবার মেসির কীর্তি আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল। আজ ভোরে কুরাসাওয়ের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আর্জেন্টিনার ৭-০ গোলের জয়ে হ্যাটট্রিক করেছেন মেসি। আর এ ম্যাচেই দেশের হয়ে শততম গোলটি পেয়েছেন বিশ্বকাপজয়ী অধিনায়ক। আর্জেন্টিনার হয়ে মেসির গোলসংখ্যা এখন ১০২। দেশের হয়ে ১৭৪টি ম্যাচ খেলেছেন মেসি।
২০১৬ সালে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হন মেসি। এর আগে এই কীর্তি ছিল গ্যাব্রিয়েল বাতিস্তুতার। তাঁর গোলসংখ্যা ৫৪।
ম্যাচের ১৯ মিনিটে সান্তিয়াগো দেল এস্তেরো স্টেডিয়াম কাঁপিয়ে ১০০তম গোলটি করে ফেলেন মেসি। পানামার বিপক্ষে আগের ম্যাচেই ক্যারিয়ারে ৮০০তম গোলটি পেয়েছিলেন তিনি।
৩৩ মিনিটে তিনি দ্বিতীয় গোলটি করেন। হ্যাটট্রিক পূরণ করেন জিওভানি লো সেলসোর পাস থেকে দারুণ ঠান্ডা মাথায়।
দেশের হয়ে মেসির ১০২ গোলের ৪৭টিই এসেছে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। ২৮ গোল বিশ্বকাপ বাছাইপর্বে। এর মধ্যে আছে ২০১৭ সালে ইকুয়েডরের বিপক্ষে এক হ্যাটট্রিক। যে হ্যাটট্রিক আর্জেন্টিনার ২০১৮ বিশ্বকাপের চূড়ান্তপর্ব নিশ্চিত করেছিল।
কোপা আমেরিকা টুর্নামেন্টে মেসির গোল ১৩টি। বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোল তাঁরই। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেলে তাঁর গোলসংখ্যা ২৬ ম্যাচে ১৩টি। গত ডিসেম্বরে কাতার বিশ্বকাপে ৭ গোল করে আর্জেন্টিনার শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা।
মেসির করা গোলগুলির মধ্যে ৯০টিই বাঁ পায়ের শটে করা। ডান পায়ের শটে করেছেন ১০টি। হেডে গোল মাত্র ২টি। স্বাভাবিকভাবেই লাতিন প্রতিপক্ষের বিপক্ষেই মেসির সবচেয়ে বেশি গোল—৪৪টি।
কনকাকাফ (লাতিন) প্রতিপক্ষ, অর্থাৎ, উত্তর আমেরিকার (যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কোস্টারিকা ইত্যাদি) দেশগুলির সঙ্গে গোল করেছেন ২৪টি। ইউরোপীয় প্রতিপক্ষের সঙ্গে গোল ২৩টি। আফ্রিকা ও এশীয় প্রতিপক্ষের বিপক্ষে মেসির গোল যথাক্রমে ৫ ও ৬।
২০০৫ সালে হাঙ্গেরির বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক মেসির। দেশের হয়ে প্রথম গোল ২০০৬ সালের আগস্টে ক্রোয়েশিয়ার বিপক্ষে, সুইজারল্যান্ডের বাসেলে।