ইউরোর দল দিয়ে ফ্রান্সে ফিরলেন কান্তে
প্রায় দুই বছর পর ফ্রান্স জাতীয় দলে ফিরলেন এনগোলো কান্তে। ২০১৮ বিশ্বকাপজয়ী দলের অন্যতম সেরা এই মিডফিল্ডার ২০২২ সালের জুনের পর থেকে আন্তর্জাতিক ফুটবলের বাইরে ছিলেন। চোটের কারণে খেলতে পারেননি ২০২২ বিশ্বকাপ। বর্তমানে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে খেলা কান্তেকে নিয়েই ইউরো ২০২৪–এর ফ্রান্স দল ঘোষণা করেছেন কোচ দিদিয়ের দেশম।
ইউরোপের শীর্ষ প্রতিযোগিতার জন্য দল ঘোষণা করেছে নেদারল্যান্ডসও। ডাচদের প্রাথমিক দলে রাখা হয়েছে চোটের কারণে এক মাস ধরে মাঠের বাইরে থাকা ফ্রেঙ্কি ডি ইয়ংকে। নেদারল্যান্ডসের দলটি ৩০ সদস্যের, ফ্রান্সেরটি ২৫। এবারের ইউরোয় প্রতিটি দলের ২৬ জনের স্কোয়াড দেওয়ার সুযোগ থাকায় ফ্রান্স ৭ জুনের মধ্যে একজন সদস্য বাড়াতে পারবে, একই সময়ের মধ্যে খেলোয়াড় কমিয়ে চূড়ান্ত দল দিতে হবে ডাচদের।
সময়ের অন্যতম সেরা মিডফিল্ডার হিসেবে বিবেচিত কান্তে গত বিশ্বকাপের আগে চোটে ভুগছিলেন। খেলায় অনিয়মিত হয়ে ওঠায় একপর্যায়ে চেলসি ছেড়ে সৌদি প্রো লিগে নাম লেখান তিনি। ফ্রান্স কোচ বলেছেন, ৩৩ বছর বয়সী কান্তেকে জাতীয় দলে ফেরানোর অন্যতম কারণ চোটপ্রবণতা এখন নেই, ‘ইউরোপে না থাকলেও গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, সে পুরো মৌসুম খেলেছে। সে তার আগের ফিটনেসে ফিরেছে। ওর যে অভিজ্ঞতা, আমি মনে করি ফ্রান্স দল আরও শক্তিশালী হয়েছে।’
ফ্রান্সের ইউরো দলে ডাক পেয়েছেন ১৮ বছর বয়সী ফরোয়ার্ড জেইর–এমিরি। পিএসজিতে খেলা এই তরুণ এখনো স্কুল পর্যায় পার হননি। সামনে তাঁর পরীক্ষা থাকলেও ইউরোর জন্য বিশেষ সুযোগ দেওয়া হয়েছে বলে টিএফওয়ানকে বলেছেন এমিরি, ‘আমি সেপ্টেম্বরে পরীক্ষায় বসার আবেদন করেছি, এখন যাতে ফুটবলে মনোযোগ দিতে পারি।’
১৯৮৪ ও ২০০০ সালে ইউরো জেতা ফ্রান্স এবারের আসরে নিজেদের অভিযান শুরু করবে ১৭ জুন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে দলটির অপর দুই প্রতিপক্ষ নেদারল্যান্ডস (২১ জুন) ও পোল্যান্ড (২৫ জুন)।
ফ্রান্সের ইউরো দল
গোলকিপার: আলফনসে আরেওলা, মাইক মাইগনান, ব্রাইস সামবা।
ডিফেন্ডার: জোনাথন ক্লাউস, ইব্রাহিমা কোনাতে, উইলিয়াম সালিবা, জুলস কুন্দে, থিও এরনান্দেজ, ফারলাঁ মেন্দি, বেঞ্জামিন পাভার, দায়ত উপামেকানো।
মিডফিল্ডার: এনগোলো কান্তে, এদুয়ার্দো কামাভিঙ্গা, আদ্রিয়েন র্যাবিয়ট, আঁতোয়ান গ্রিজমান, অরেলিয়েঁ চুয়ামেনি, ওয়ারেন জেইর–এমিরি, ইউসুফ ফোফানা।
ফরোয়ার্ড: কিলিয়ান এমবাপ্পে, ব্রাডলি বারকোলা, উসমান দেম্বেলে, কিংসলি কোমান, মার্কাস থুরাম, রান্দাল কোলো মুয়ানি ও অলিভিয়ের জিরু।
ফ্রান্সের গ্রুপ প্রতিপক্ষ নেদারল্যান্ডস দল দিয়েছে ৩০ জনের। এই দলে পায়ের চোটে মাঠের বাইরে থাকা ডি ইয়ংকে রাখা হয়েছে পরীক্ষামূলকভাবে। ফিটনেস প্রমাণ করতে পারলে চূড়ান্ত দলে রাখা হতে পারে তাঁকে। সৌদি আরবের আল ইত্তিফাকে খেলা জর্জিনিও ভাইনালদামও আছেন ইউরোর দলে। সাবেক এই অধিনায়ক ৯ মাস বিরতির পর মার্চে আন্তর্জাতিক ফুটবলে ফিরেছিলেন।
ইংলিশ ক্লাব লিভারপুলে খেলা তিন ডাচ ফুটবলার ডিফেন্ডার ফন ডাইক, মিডফিল্ডার রায়ান গ্রাভেনবার্খ এবং স্ট্রাইকার কোডি গাকপোও আছেন দলে। নেদারল্যান্ডস কোচ রোনাল্ড কোমান বলেছেন, প্রাথমিক দল থেকে ২৬ জনের স্কোয়াড ঘোষণা করা হবে ২৯ মে।
নেদারল্যান্ডসের ইউরো শুরু হবে ১৬ জুন পোল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে।
নেদারল্যান্ডসের ইউরো প্রাথমিক দল
গোলকিপার: জাস্টিন বিলো, মার্ক ফ্লেকেন, বার্ট ভারব্রাগেন, নিক ওলি।
ডিফেন্ডার: নাথান আকে, ডেলি ব্লিন্ড, ভার্জিল ফন ডাইক, ডেনজেল ডামফ্রাইস, জেরেমি ফ্রিমপং, লুটশারেল গার্টরুইডা, মাথিয়াস ডি লিট, ইয়ান মাতসেন, মিকি ফন দি ফেন, স্টেফান দি ভিজ।
মিডফিল্ডার: রায়ান গ্রাভেনবার্খ, ফ্রেঙ্কি ডি ইয়ং, টিউন কুপমেইনার্স, টিয়ানি রেইনডার্স, মার্টেন ডি রুন, জার্ডি শাউটেন, জাভি সিমন্স, কুইন্টেন টিম্বার, জোয়ে ভিরম্যান, জর্জিনিও ভাইনালডাম।
ফরোয়ার্ড: স্টেভেন বার্গউইন, ব্রায়ান ব্রবি, মেম্ফিস ডিপাই, কোডি গাকপো, ডনিয়েল ম্যালেন, ভাউট ভেগহোর্স্ট।