ফিলিস্তিনের ৬ ফুট লম্বা ফুটবলারদের নিয়ে চিন্তিত জামাল

বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়াইনস্টাগ্রাম

ম্যাচের পুরো দৃশ্যপটই যেন কল্পনায় এঁকে রেখেছেন কোচ হাভিয়ের কাবরেরা। কাল কুয়েতে বিশ্বকাপ বাছাইপর্বে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচটির দৃশ্যপটই। ফিলিস্তিনের ফুটবলাররা প্রবল বিক্রমে আক্রমণে উঠছেন, দুই উইং দিয়ে বিপজ্জনক সব ক্রস ফেলছেন। দুর্দান্ত সব সেট পিস নিচ্ছেন—দৃশ্যগুলো এমনই। বাংলাদেশ দল এসব ধরেই পরিকল্পনা সাজিয়েছে ম্যাচের জন্য। শারীরিক দিক দিয়ে যে দলটির বেশির ভাগ খেলোয়াড়েরই উচ্চতা ছয় ফুটের বেশি, তাদের সঙ্গে বাড়তি টক্করটা যে মোটেও সহজ হবে না, সেটি জানেন সবাই।

অধিনায়ক জামাল ভূঁইয়ার কথা, ‘আমাদের প্রস্তুতি ভালো। ১৬-১৭ দিন ধরে আমরা সবাই একসঙ্গে আছি। একসঙ্গে অনুশীলন করেছি। এখন আগামীকালের ম্যাচের অপেক্ষা।’

ফিলিস্তিনকে দারুণ শক্তিশালী দল মনে করছেন বাংলাদেশ অধিনায়ক, ‘ফিলিস্তিন নিঃসন্দেহে আমাদের গ্রুপের অন্যতম সেরা দল। তাদের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী। বেশির ভাগ খেলোয়াড়ই ছয় ফুটের বেশি উচ্চতার। এ ম্যাচে আমাদের পরিকল্পনাটা বাস্তবায়ন করতে হবে। আমরা এ ম্যাচে ইতিবাচক মনোভাব নিয়েই খেলতে নামব।’

ফিলিস্তিন ম্যাচের প্রস্তুতিতে বাংলাদেশ ফুটবল দল
বাফুফে

গত জানুয়ারিতে কাতারের মাটিতে এশিয়ান কাপে দুর্দান্ত খেলেছে ফিলিস্তিন। নিজেদের শক্তিমত্তার প্রমাণ করেছে তারা নকআউট পর্বে জায়গা করে নিয়ে। গ্রুপ পর্বে হংকংকে উড়িয়ে দেওয়ার পাশাপাশি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে লড়াকু ড্র এবং ইরানের বিপক্ষে হেরে গেলেও সার্বিক পারফরম্যান্স ছিল তাদের দারুণ। সবচেয়ে বড় কথা, দলটি দারুণ উজ্জীবিত। যুদ্ধবিগ্রহের দেশ বলেই হয়তো তাদের মধ্যে প্রমাণের তাড়নাটা অনেক বেশি। সব মিলিয়ে কুয়েতের মাটিতে যে খুব কঠিন একটা ম্যাচ বাংলাদেশ খেলতে যাচ্ছে, এতে কোনো সন্দেহ নেই।

আরও পড়ুন

জামাল এ ম্যাচ নিয়ে সতর্ক, ‘এ ম্যাচে আমাদের সেট পিস এড়াতে হবে। বক্সের মধ্যে তারা ক্রস ফেলবে। শারীরিক দিক দিয়ে ওরা শক্তিশালী। ওদের ছয় ফুট লম্বা ফুটবলারদের ঠেকাতে হবে। কোচ আমাদের যে পরিকল্পনায় খেলতে বলবেন, সেভাবে খেলতে হবে।’

বিশ্বকাপ বাছাইপর্বে দুই দলের পয়েন্টই সমান। ‘আই’ গ্রুপে বাংলাদেশ আর ফিলিস্তিন এখন পর্যন্ত খেলেছে দুটি করে ম্যাচ, দুই ম্যাচ থেকে দুই দলেরই সংগ্রহ ১ পয়েন্ট। গত নভেম্বরে বাংলাদেশ ও ফিলিস্তিনের প্রতিপক্ষ ছিল অস্ট্রেলিয়া ও লেবানন। ফিলিস্তিন আর বাংলাদেশ দুই দলই অস্ট্রেলিয়ার কাছে হেরেছে, লেবাননের সঙ্গে ড্র করেছে দুই দলই। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে ফিলিস্তিন যেখানে লড়াই করে হেরেছে, সেখানে বাংলাদেশ রীতিমতো উড়ে গেছে। তাই বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় বাংলাদেশ ও ফিলিস্তিন যে এক জায়গায় দাঁড়িয়েই মাঠে নামবে, ব্যাপারটা ঠিক তা নয়, শক্তিমত্তায় এগিয়ে থাকা একটা দলের সঙ্গে সেটি এক অগ্নিপরীক্ষাই বাংলাদেশের জন্য।

আরও পড়ুন