লিগস কাপের সবচেয়ে দামি দল মেসির ইন্টার মায়ামি নয়

ইন্টার মিয়ামি তারকা লিওনেল মেসিছবি: টুইটার

যুক্তরাষ্ট্রের ফুটবলে লিওনেল মেসির অভিষেকের অপেক্ষা ফুরিয়েছে আজ ভোরে। লিগস কাপে মেক্সিকান ক্লাব ক্রুজ আজুলের বিপক্ষে অন্তিম মুহূর্তে গোল করে ইন্টার মায়ামিকে জয় এনে দিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ঘরোয়া ফুটবল লিগ মেজর লিগ সকার (এমএলএস) এবং মেক্সিকান লিগ লিগা এমএক্সের ৪৭টি ক্লাব নিয়েই আয়োজিত হচ্ছে এই টুর্নামেন্ট। মূলত মেসির খেলার কারণেই বিশেষ গুরুত্ব পাচ্ছে এই প্রতিযোগিতাটি।

মেসি ছাড়াও সের্হিও বুসকেতস এবং জর্দি আলবার মতো তারকাদের মায়ামির জার্সিতে দেখা যাচ্ছে এই টুর্নামেন্টে। তবে এমন তারকা থাকার পরও ইন্টার মায়ামি কিন্তু লিগস কাপের সবচেয়ে দামি দল নয়। এমনকি এই তালিকায় শীর্ষে থাকা দলটি যুক্তরাষ্ট্রেরই নয়। ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেটের হিসাবে লিগস কাপের সবচেয়ে দামি দল মেক্সিকোর ক্লাব আমেরিকা। যাদের স্কোয়াডের বাজারমূল্য ৯ কোটি ৫০ লাখ ডলার। সাম্প্রতিক সময়ে ১ কোটি ডলারে কলম্বিয়ান স্ট্রাইকার জুলিয়ান কুইনোনেস যোগ দেওয়ায় ক্লাবের দামটা বেশ বেড়ে গেছে।

আরও পড়ুন

ক্লাব আমেরিকার পর দ্বিতীয় স্থানে আছে মেসিদের ইন্টার মায়ামি। মেসি–বুসকেতসদের মতো তারকাদের আগমনে বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রে আসা ইন্টার মায়ামির স্কোয়াড মূল্য ৮ কোটি ২৫ লাখ। যেখানে ট্রান্সফারমার্কেটের হিসাবে মেসির বাজারদর ধরা হয়েছে ৩ কোটি ৯০ লাখ ডলার। এ ছাড়া অন্যদের মধ্যে বুসকেতস এবং আলবাও দামের ক্ষেত্রে এগিয়ে দিয়েছে ইন্টার মায়ামিকে।

মেসি ও টাটা মার্তিনো
ছবি: টুইটার

এ তালিকায় ৩ নম্বরে মেক্সিকান চিভাস গুয়াদালাহারা। যাদের মূল্য ৭ কোটি ৭৬ লাখ ডলার। এই ক্লাবটির তিনে উঠে আসার পেছনে ভূমিকা রেখেছে এরিক গুতিয়েরেজের যোগ দেওয়া; যাঁর মূল্য ৬০ লাখ ৭০ হাজার ডলার। সব মিলিয়ে দামি ৫ ক্লাবের ৩টিই কিন্তু মেক্সিকোর লিগা এমএক্সের ক্লাব।

যেখানে ৪ নম্বর ক্লাবটিও মেক্সিকান লিগের ক্লাব তিগ্রেস। এই ক্লাবের স্কোয়াড মূল্য ৭ কোটি ৭০ লাখ ডলার। আর ৫ নম্বরে জায়গা পাওয়া ক্লাবটি হলো নিউইয়র্ক সিটি এফসি। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দামি স্কোয়াড নিয়েই এই প্রতিযোগিতায় লড়াই করবে নিউইয়র্ক এফসি; যাদের স্কোয়াড মূল্য ৭ কোটি ৫০ লাখ ডলার।

আগামীকালের ম্যাচ দিয়ে মেসি যাত্রা শুরু করলেও ম্যাচটিতে শুরুর একাদশে তিনি থাকবেন কি না, এখনো নিশ্চিত নয়। মেসি এবং বুসকেতসের অভিষেক নিয়ে কথা বলতে গিয়ে ইন্টার মায়ামি কোচ টাটা মার্তিনো বলেছিলেন, ‘এখন পর্যন্ত আমি যা দেখছি, তারা খেলার জন্য ফিট হচ্ছে। আর সম্ভাবনা হচ্ছে, তারা শুক্রবার মাঠে থাকবে। তবে তারা শুরু থেকে খেলবে নাকি বিরতির পর নামবে, সেই সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে আমার ধারণা, মেসি আর বুসিও (বুসকেতস) খেলবে।’

লিগস কাপের সবচেয়ে মূল্যবান ১০ ক্লাব