ইউনাইটেডকে যেভাবে খেলাবেন টেন হাগ

প্রস্তুতি ম্যাচে লিভারপুলের বিপক্ষে বড় জয় পেয়েছে টেন হাগছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েই খেলার ধরন পাল্টানোর দিকে মন দিয়েছেন এরিক টেন হাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিও দেখে স্পষ্ট বোঝা গেছে, আয়াক্সে ব্যবহার করা ‘ওয়ান টাচ ফুটবল’ এবার ম্যানচেস্টারের লাল দলেও দেখাবেন ডাচ কোচ। প্রাক্‌-মৌসুম প্রস্তুতিতে গত মঙ্গলবার লিভারপুলের বিপক্ষে এর কিছুটা হলেও ছাপ দেখা গেছে। ‘ওয়ান টাচ ফুটবল’–এর সঙ্গে আরেকটি স্টাইলও সেদিন দেখা গেছে। আর সেটা হলো প্রেসিং ফুটবল।

থাইল্যান্ডে লিভারপুলের বিপক্ষে ৪-০ গোলের জয়ে লিভারপুলকে তাদেরই কৌশলের স্বাদ দিয়েছে টেন হাগের দল। প্রতিপক্ষকে চাপে ফেলে বল দখলে নেওয়ার জন্য বিখ্যাত লিভারপুলের বিপক্ষেই প্রেসিং ফুটবল খেলেছে ইউনাইটেড। প্রাক্‌-মৌসুমের ম্যাচ দেখেই আশার বেলুন ফোলাতে নেই। কিন্তু টেন হাগ বলে দিয়েছেন মূল মৌসুমেও এভাবেই খেলতে দেখা যাবে ইউনাইটেডকে।

আরও পড়ুন
মার্শিয়ালের গোলে টেন হাগের পরিকল্পনার ছাপ দেখা গেছে
ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

লিভারপুলের বিপক্ষে ইউনাইটেডের তৃতীয় গোলটি ছিল অ্যান্থনি মার্শিয়ালের প্রেসিংয়ের ফল। প্রতিপক্ষের অর্ধে বলের দখল নিয়ে এক দৌড়ে গোল করে তবে থেমেছেন ফ্রেঞ্চ ফরোয়ার্ড। মাঝে এক মৌসুমে ধারে সেভিয়ায় খেলতে বাধ্য হওয়া মার্শিয়ালকে নতুন কোচের অধীন সম্পূর্ণ নতুন এক ফুটবলার মনে হচ্ছে। এ কথা গত মৌসুমে ছন্নছাড়া ফুটবল উপহার দেওয়া দলটির বাকি সব খেলোয়াড়ের ক্ষেত্রেই সত্যি।

টেন হাগ জানিয়ে দিয়েছেন, তাঁর অধীন ভালো করতে হলে খুব বেশি কিছু করতে হবে না, শুধু প্রতিপক্ষকে চাপে রাখার কাজটা ঠিকভাবে করলেই চলবে। ‘আমরা প্রেস করতে চাই, আমরা সারা দিন প্রেস করতে চাই এবং সক্রিয় ফুটবল খেলতে চাই। মাঝে মাঝে এটা ওপরেই (প্রতিপক্ষের অর্ধে) করতে পারব, কিন্তু যদি তা সম্ভব না হয়, আমরা দল হিসেবে সেটা বুঝে নিচে নেমে আসব। কিন্তু আমরা প্রেস করতে চাই এবং সারা দিন এটা করার ইচ্ছা থাকতে হবে।’

আরও পড়ুন
ইউনাইটেডের অনুশীলনে টেন হাগ
ফাইল ছবি

সেদিন ম্যাচের ৩৩ মিনিটে তৃতীয় গোলের সময় লিভারপুলের রিস উইলিয়ামসকে ঘিরে ফেলেছিলেন মার্শিয়াল, ব্রুনো ফার্নান্দেজ ও মার্কাস রাশফোর্ড। ম্যাচের শুরু থেকেই প্রেসিং ফুটবল খেলার চেষ্টাটা স্পষ্ট বোঝা গেছে। আক্রমণের ক্ষেত্রেও ইউনাইটেড ফুটবলারদের অনেক প্রাণবন্ত দেখা গেছে। টেন হাগ এটাই চাচ্ছেন, ‘দলের সব প্রান্তেই আমি ফল চাই। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। খেলোয়াড়েরা বল পায়ে এবং বল ছাড়াও কিছু করার উদ্যোগ নেবে। আক্রমণে ও রক্ষণে চেষ্টা করবে।’

গত মৌসুমে ক্রিস্টিয়ানো রোনালদোর ওপর অতিনির্ভরশীল হয়ে পড়েছিল ইউনাইটেড। এর ফলও পাওয়া গেছে। টানা পঞ্চম বছর শিরোপাহীন থেকেছে ইউনাইটেড। রোনালদোর ১৮ গোলের পরও লিগে শীর্ষ চারে থাকতে পারেনি তারা। এই মৌসুমে সেই রোনালদোই ক্লাব ছাড়তে চাইছেন। টেন হাগ তাঁর দলকে কারও ওপর নির্ভর হয়ে খেলাতে চান না। বরং দলের তরুণ ফুটবলারদের সঠিকভাবে কাজে লাগাতে চাইছেন।

আরও পড়ুন
আক্রমণাত্মক ফুটবল খেলার ইচ্ছা দেখা যাচ্ছে ইউনাইটেডের মাঝে
ছবি: ম্যানচেস্টার ইউনাইটেড

দায়িত্ব নেওয়ার পর প্রথম সাক্ষাৎকারেই ইঙ্গিত দিয়েছেন, কীভাবে খেলাতে চান দলকে, ‘আমরা প্রতিপক্ষের অর্ধে খেলব, আমাদের আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। এটা ম্যান ইউনাইটেডের ফুটবল এবং ম্যান ইউনাইটেডের দর্শন ও পরিচয়ের ব্যাপার। আক্রমণাত্মক ফুটবল খেলতে হবে। খেলার ধরনে কাঠামো আনতে হবে, যেন আমরা আক্রমণাত্মক ফুটবল খেলতে পারি।’

তবে আক্রমণাত্মক ফুটবল উপহার দিতে টেন হাগের কাছে প্রেসিংই যে বেশি গুরুত্ব পাচ্ছে, এটা পরিষ্কার।

আরও পড়ুন