এবার লেকিপও বলল, ‘মেসি উধাও’
আরও একবার পিএসজির ম্যাচ থেকে ‘উধাও’ হয়ে গিয়েছিলেন লিওনেল মেসি।
পিএসজির ম্যাচে মেসিকে খুঁজে পাওয়া যায় না, এমন অভিযোগ আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী অধিনায়কের বিরুদ্ধে উঠেছে। অভিযোগটি তুলেছেন পিএসজির সাবেক উইঙ্গার জোরোম রোথেন।
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকে ফরাসি ক্লাবের ছিটকে পড়ার পর রোথেন বলেছিলেন, আর্জেন্টিনার জার্সিতে যে মেসিকে দেখা যায়, বিশেষ করে কাতার বিশ্বকাপে যে মেসিকে দেখা গেছে, পিএসজির হয়ে সে মেসিকে দেখা যায় না। চ্যাম্পিয়নস লিগ থেকে পিএসজির বাদ পড়ার পেছনে মেসির বড় দায় দেখেছিলেন তিনি। পিএসজির বড় ম্যাচে নাকি মেসি ‘উধাও’ হয়ে যান!
এবার মেসির বিরুদ্ধে উধাও হয়ে যাওয়ার ‘অভিযোগ’ তুলেছে ফ্রান্সের পত্রিকা লেকিপ। গত রাতে ফ্রেঞ্চ লিগে লিওঁর কাছে ১–০ গোলে হেরেছে পিএসজি। এ ম্যাচে মেসি ছিলেন নিষ্প্রভ। ফরাসি পত্রিকা লেকিপ খেলোয়াড়দের যে রেটিং দিয়েছে, তাতে মেসি পেয়েছেন মাত্র ৩!
সবচেয়ে বড় কথা লেকিপ বলেছে, লিওঁর বিপক্ষে ম্যাচে মেসি রীতিমতো ‘উধাও’ হয়ে গিয়েছিলেন! পুরো ম্যাচেই নাকি মেসিকে খুঁজে পাওয়া যায়নি। যদিও লেকিপ কাল পিএসজি খেলোয়াড়দের ‘নম্বর’ দেওয়ার ব্যাপারে যে খুব উদার ছিল, সেটি বলা যাবে না। সর্বোচ্চ রেটিং নম্বর পেয়েছেন ডিফেন্ডার মার্কিনিওস—৫। কিলিয়ান এমবাপ্পেকেও পত্রিকাটি ৩–এর বেশি দেয়নি। কাল মেসির খেলা ভালো লাগেনি পিএসজি সমর্থকদেরও। হারের পর সমর্থকদের দুয়োর লক্ষ্যবস্তু ছিলেন মেসি।
ম্যাচের শেষ বাঁশি বাজার প্রায় সঙ্গে সঙ্গেই মেসি সমর্থকদের দুয়োয় টানেল দিয়ে মাঠ ছেড়ে যান। পিএসজির সঙ্গে অবশ্য মেসির রসায়নটা বিশ্বকাপের পর থেকেই খারাপ যাচ্ছে। ডিসেম্বরে বিশ্বকাপ জিতে প্যারিসে আসার পর নতুন চুক্তি হয়ে যাওয়ার কথা থাকলেও সেটি হয়নি। মেসিও বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সির খেলাটার পুনরাবৃত্তি পিএসজিতে ঘটাতে পারেননি। মেসির দলবদলের কথাবার্তাও এখন বাজারে খুব চাউর।
জুনেই পিএসজির সঙ্গে তাঁর দুই বছরের চুক্তি শেষ হয়ে যাবে। নতুন চুক্তি নিয়েও নানা ধরনের টানাপোড়েন চলছে বলে খবর বেরিয়েছে। মেসি এমবাপ্পের সমান বেতন চান, পিএসজি দিতে পারবে না। মেসি নতুন চুক্তিটা দুই বছরের চান, পিএসজি এক বছরের বেশি তা করবে না—মেসি, পিএসজির সম্পর্ক একেবারে খাদের কিনারায় এসে ঠেকেছে কি না, সেটি সামনের দিনগুলোর ঘটনাপরিক্রমাই জানিয়ে দেবে।