রোনালদোর পথে হেঁটে গারনাচো কি রিয়ালে আসবেন
আলেহান্দ্রো গারনাচো কি তবে ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটবেন? সিদ্ধান্তটি তাঁর ব্যক্তিগত। তবে প্রশ্নটি উঠছে একটি কারণে। শুধু এতটুকু বললেই বিষয়টি কেউ কেউ আন্দাজ করে নিতে পারেন, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ গারনাচোর সঙ্গে দেখা করতে চান।
দুইয়ে দুইয়ে নিশ্চয়ই চার মিলিয়ে নিয়েছেন! ইউনাইটেডের খেলোয়াড়ের সঙ্গে পেরেজ তো আর এমনি এমনি দেখা করার পাত্র নন। গারনাচোকে যে তিনি দলে ভেড়াতে আগ্রহী, সেটি না বললেও চলে। সংবাদমাধ্যমগুলোও সেটাই মনে করছে। আর এ প্রসঙ্গে কারও কারও মনে পড়তে পারে ২০০৯ সালের সেই সময়—জুনে ব্রাজিলিয়ান তারকা কাকাকে সই করানোর পর রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে আসতে আমি যা যা সম্ভব, করব।’
পেরেজ কথা রেখেছিলেন এবং তারপর থেকে ২০১৮ পর্যন্ত রোনালদো রিয়ালে কী কী অর্জন করেছেন, তা সবারই জানা। গারনাচোর সঙ্গে পেরেজ দেখা করতে চান—স্প্যানিশ আউটলেট ‘রিয়াল মাদ্রিদ এক্সক্লুসিভো’ এমন দাবি করার পর ব্রিটিশ সংবাদমাধ্যমে চাউর হয়েছে, পেরেজ সেবার ইউনাইটেড থেকে নিয়েছিলেন ৭ নম্বর, এবার নিতে চান ১৭ নম্বর!
ইউনাইটেডে ৭ নম্বর জার্সি পরে খেলতেন রোনালদো। আর্জেন্টাইন লেফট উইঙ্গার গারনাচো এখন ইউনাইটেডে ১৭ নম্বর জার্সি পরে খেলেন।
গারনাচো গত মৌসুমেই আলো ছড়িয়েছেন ইউনাইটেডের জার্সিতে। জিতেছেন লিগ কাপ, সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৪ ম্যাচে ৫ গোল করলেও মাঠে বেশ ভালোই নজর কেড়েছিলেন। এবারের মৌসুমে যেন আরও ভালো—এরই মধ্যে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৮ ম্যাচে করেছেন ৭ গোল, গোলও বানিয়েছেন ৪টি। ইউনাইটেড কোচ এরিক টেন হাগের একাদশেও সুযোগ পাচ্ছেন নিয়মিত।
এখন প্রশ্ন হলো, পেরেজ-গারনাচো সাক্ষাৎ কবে হতে পারে? সেটাও জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। নিশ্চিত করে কিছু বলা হয়নি, তবে আন্দাজটা এমন—চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল। আগামী ৯ এপ্রিল ঘরের মাঠে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য দেওয়ার পর ১৭ এপ্রিল সিটির মাঠ ইতিহাদে ফিরতি লেগ খেলবে রিয়াল। এই ফিরতি লেগের ম্যাচে ম্যানচেস্টার শহরে থাকবেন রিয়ালের সভাপতি পেরেজ। তখন তিনি গারনাচোর সঙ্গে দেখা করতে চান বলে জানিয়েছে সংবাদমাধ্যম।
গারনাচো নিজেও কিন্তু রিয়ালের ভক্ত। গত বছর কোপা দেল রে সেমিফাইনালে রিয়ালের কাছে বার্সেলোনার হারের পর মাদ্রিদের ক্লাবটির সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন গারনাচো। ২০২২ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের কাছে লিভারপুলের হারও উদ্যাপন করেছিলেন তিনি। গারনাচো নিজেও রোনালদোর বেশ বড় ভক্ত।
মা পাত্রিসিয়া চেয়েছিলেন, ছেলে হোক তাঁর পছন্দের ফুটবলার বাতিস্তুতার মতো। কিন্তু গারনাচো অনুসরণ করেন পর্তুগিজ মহাতারকাকে। বাতিস্তুতার মতো স্ট্রাইকারও হননি। হয়েছেন ডান পায়ে খেলা বাঁ পাশের উইঙ্গার। রোনালদোও যে ডান পায়ে খেলেন! বড় হয়ে রোনালদোর সব ট্রেডমার্ক উদ্যাপনও ‘কপি-পেস্ট’ করছেন গারনাচো।
এখন দেখার বিষয় দুইয়ে দুইয়ে চার মেলে কি না! অর্থাৎ পেরেজের সঙ্গে সম্ভাব্য সাক্ষাৎ এবং তারপর রোনালদোর পথ অনুসরণ করে গারনাচো মাদ্রিদের পথে যান কি না!