রিয়ালে এনদ্রিকের জার্সি নম্বর কত

রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ড ভালদেবেবাসে এনদ্রিকইনস্টাগ্রাম

সাম্প্রতিক সময়ে ফুটবল–দুনিয়ায় আলোচিত উদীয়মান তারকাদের অন্যতম এনদ্রিক। অভিষেকেই ব্রাজিলের হয়ে একাধিক রেকর্ড গড়েছেন এখনো কৈশোরের বৃত্তে থাকা এই স্ট্রাইকার। কয়েক মাস ধরে আলোচনায় থাকা এই ফুটবলার এখন আছেন রিয়াল মাদ্রিদের হয়ে মাঠে নামার অপেক্ষায়। ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে আজ তাঁকে আনুষ্ঠানিকভাবে বরণও করে নেবে ইউরোপের সফলতম ক্লাবটি।

এনদ্রিক অবশ্য আনুষ্ঠানিকভাবে রিয়ালের হতে পারতেন আরও আগেই। চুক্তির সবকিছু অনেক আগেই সেরে রাখা হয়েছিল। তবে তাঁর রিয়ালে আসার পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল বয়স। নিয়ম অনুযায়ী ১৮ বছর পূর্ণ হওয়ার আগে রিয়ালের হয়ে খেলার সুযোগ ছিল না তাঁর।

আরও পড়ুন

এর ফলে লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে তাঁকে। ২১ জুলাই নিজের ১৮তম জন্মদিন উদ্‌যাপন করেন এনদ্রিক। এখন তাই রিয়ালের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে আর কোনো বাধা নেই। জানা গেছে, আজই এনদ্রিককে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেবে রিয়াল।

রিয়ালের হয়ে যাত্রা শুরুর আগেই এনদ্রিককে ঘিরে সমর্থকদের মধ্যে এখন নানা কৌতূহল। সবচেয়ে বেশি চোখ সম্ভবত তাঁর জার্সি নম্বরের দিকে। শুরুতে ধারণা করা হচ্ছিল, এনদ্রিক হয়তো রিয়ালে ৯ নম্বর জার্সি পরে খেলবেন। একই জার্সি পরে তিনি এর আগে পালমেইরাসেও খেলেছেন। রিয়ালে এই আইকনিক জার্সি পরে খেলেছেন আলফ্রেডো ডি স্টেফানো, রোনালদো নাজারিও ও ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মহাতারকারা।

ব্রাজিলের নতুন ‘বিস্ময় বালক’ এনদ্রিক ফেলিপে
ইনস্টাগ্রাম

কিন্তু এনদ্রিকের যে আপাতত আইকনিক এই জার্সি পরে খেলা হবে না, তা নিশ্চিত হয়ে যায় আরও আগে। এরই মধ্যে আনুষ্ঠানিকভাবে ৯ নম্বর জার্সি দিয়ে দেওয়া হয়েছে কিলিয়ান এমবাপ্পেকে।

শুরুতে এমবাপ্পের গায়ে ১০ নম্বর জার্সি ওঠার গুঞ্জন শোনা গিয়েছিল। তবে লুকা মদরিচ চুক্তি নবায়ন করায় ১০ নম্বর জার্সিটা তাঁর কাছেই থাকছে। এর ফলে ৯ নম্বর জার্সিটা এখন গেছে এমবাপ্পের কাছে। এ কারণে এনদ্রিককে আপাতত দেওয়া হচ্ছে ১৬ নম্বর জার্সি।

আরও পড়ুন

১৬ নম্বর জার্সি পরেও রিয়ালের হয়ে বেশ কজন তারকা ফুটবলারকে এর আগে খেলতে দেখা গেছে। হামেস রদ্রিগেজ, লুইস এনরিকে, কাসেমিরোরা তাঁদের মধ্যে উল্লেখযোগ্য নাম। তবে এনদ্রিককে হয়তো সাময়িকভাবে এই জার্সি পরে খেলতে হবে। মদরিচ রিয়াল ছাড়ার পর এমবাপ্পেকে ১০ নম্বর এবং এনদ্রিককে ৯ নম্বর জার্সিতে দেখা যেতে পারে।