ফ্রেঞ্চ কাপের সঙ্গে কীসের ‘শত্রুতা’ ১০ নম্বর মেসির
পিএসজির এ মৌসুমের গতিপথ নির্ধারণকারী ৭ দিন? তা বলাই যায়।
আগামী মঙ্গলবার পর্যন্ত সাতটি দিন এমনই যাবে পিএসজির। ফ্রেঞ্চ কাপের শেষ ষোলোয় কাল রাতে মাঠে নেমেছিল ক্রিস্তোফ গালতিয়েরের দল। এরপর শনিবার মোনাকোর বিপক্ষে লিগ আঁ-তে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ আছে পিএসজির। ৮ পয়েন্ট ব্যবধানে শীর্ষে থাকা পিএসজি এই ম্যাচটি জিততে পারলে লিগ জয়ের পথে বেশ খানিকটা এগিয়ে যাবে। আর মঙ্গলবার চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোয় ঘরের মাঠে আতিথ্য দিতে হবে বায়ার্ন মিউনিখকে।
তা, সাত দিনের এই অভিযাত্রায় পিএসজির শুরুটা কি ভালো হলো? মোটেই না। মার্শেইয়ের কাছে ২-১ গোলের হারে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেজন্য কেউ কেউ ফ্রেঞ্চ কাপের সঙ্গে লিওনেল মেসির বনিবনা না হওয়াকে দুষতে পারেন!
বনিবনা? অদ্ভুত ব্যাপারটি খুলে বলা যাক। ফ্রেঞ্চ কাপের নিয়ম হলো ১ থেকে ১১ পর্যন্ত জার্সি নম্বর ব্যবহার করতে পারবে দলগুলো। মেসিকে তাই কাল রাতে ১০ নম্বর জার্সি পরে খেলতে দেখা গেছে। নেইমার এই ম্যাচে ১১ নম্বর জার্সি পরে খেলতে সম্মত হওয়ায় ‘আইকনিক’ ১০ নম্বর তুলে দেওয়া হয়েছিল মেসিকে। বার্সেলোনা ও আর্জেন্টিনার হয়ে এই ১০ নম্বর জার্সিতেই তো অমরত্ব নিশ্চিত করেছেন মেসি। কিন্তু ফ্রেঞ্চ কাপের বেলায় সে কথা খাটে না। ক্যারিয়ারে এ পর্যন্ত ১৪টি আলাদা টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মেসি। শুধু ফ্রেঞ্চ কাপের শিরোপাই জিততে পারেননি। এবারও অধরা থাকল।
কেন? মাঠের খেলায় পিএসজি ভালো করতে পারেনি, জ্বলে উঠতে পারেননি মেসিও—ম্যাচটা দেখা থাকলে এ নিয়ে তর্কের অবকাশ খুব সামান্যই। তবে কুসংস্কারবাদী পিএসজির সমর্থক অন্য একটি অদ্ভুত বিষয়কেও কারণ বানাতে পারেন।
ফ্রেঞ্চ কাপে এ পর্যন্ত দুটি ম্যাচ খেলেছেন মেসি। একটি গত রাতে, অন্যটি গত বছর ৩১ জানুয়ারি। দুটি ম্যাচই ছিল শেষ ষোলোয়, এই দুই ম্যাচেই ১০ নম্বর জার্সি পরে মাঠে নেমেছিলেন মেসি। ফলটাও নিশ্চয়ই আন্দাজ করে নিতে পারছেন! কাল রাতের ফল তো জানাই, আর গত মৌসুমে শেষ ষোলোর সেই মঞ্চে নিসের বিপক্ষে টাইব্রেকারে ৬-৫ গোলে হেরে বিদায় নিয়েছিল পিএসজি। অর্থাৎ, ফ্রেঞ্চ কাপে মেসি এখনো জয়বঞ্চিত এবং সেটি তাঁর ‘আইকনিক’ ১০ নম্বর জার্সিতে!
পিএসজি ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিলেও এ মৌসুমে বড় দুটি শিরোপা জয়ের সুযোগ পাচ্ছেন মেসি। লিগ ও চ্যাম্পিয়নস লিগ। লিগ আঁ-তে বেশ ভালো অবস্থানে রয়েছে পিএসজি। ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। সমান ২২টি করে ম্যাচ খেলা মার্শেইয়ের ও লেঁসের সঙ্গে ৮ পয়েন্টের ব্যবধান পিএসজির।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগে পার্ক দে প্রিন্সেসে বায়ার্নকে আতিথ্য দিয়ে ৮ মার্চ ফিরতি লেগে বায়ার্নের মাঠে নামবে গালতিয়েরের দল। চ্যাম্পিয়নস লিগ জিততেই কাড়ি কাড়ি অর্থ খরচ করে তারকা খেলোয়াড়দের সমাবেশ ঘটিয়েছে পিএসজি। দেখা যাক, মেসি এবার পিএসজিকে ইউরোপসেরা বানাতে পারেন কি না!