রিয়াল ও রদ্রিগোর রেকর্ডের রাতে ফিরল রোনালদোর উদ্যাপন
স্টামফোর্ড ব্রিজে কাল রাতে ম্যাচের ৫৮ মিনিটে ভিনিসিয়ুসের পাস থেকে গোল করার পর খানিকটা চমকে দেন রদ্রিগো। গোল করলে সাধারণত হাঁটু গেড়ে স্লাইড মেরে উদ্যাপন করেন। কিন্তু কাল আর তা না করে অনূদিত করেছেন ক্রিস্টিয়ানো রোনালদোর গোল উদ্যাপন ‘সাই’—দৌড়ে কিছু দূর গিয়ে শূন্যে লাফিয়ে শরীর মুচড়ে উল্টো করে মাটিতে নামার সঙ্গে হাত দুটো নামিয়ে আনলেন শরীরের পাশে।
রিয়ালের সমর্থকদের নিশ্চয়ই তা দেখতে খারাপ লাগেনি। ক্লাবের কিংবদন্তির উদ্যাপন ফিরিয়ে আনছেন বর্তমানের কেউ—দেখতে ভালো লাগাই স্বাভাবিক।
তবে রদ্রিগো কিন্তু শখ করে এই উদ্যাপন করেননি। রোনালদো তাঁর আদর্শ, নিজের প্রথম গোলের পর অনেকটা বাধ্য হয়েই পর্তুগিজ কিংবদন্তির গোল উদ্যাপন ‘নকল’ করেছেন, ‘গোল করার পর তাৎক্ষণিকভাবে ভেবেছিলাম হাঁটু গেড়ে নিজের চিরাচরিত স্লাইড মেরে উদ্যাপন করব। কিন্তু হাঁটু ভাঁজ করতে গেলে একটু ব্যথা করে তাই আমার আদর্শ ক্রিস্টিয়ানোকে নকল করার ভাবনাটা মাথায় আসে, যেভাবে সে উদ্যাপন করে।’
৫৮ মিনিটে করা ওই গোলের পর ৮০ মিনিটে নিজের দ্বিতীয় গোলে অবশ্য রোনালদোর উদ্যাপন ফেরাননি রদ্রিগো। তাঁর জোড়া গোলে চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে চেলসিকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে স্প্যানিশ ক্লাবটির জয়ের ব্যবধান ৪-০। রদ্রিগোর জন্য ফিরতি লেগটা স্মরণীয়। চেলসির মাঠ স্টামফোর্ড ব্রিজে জোড়া গোলে দারুণ এক রেকর্ডও তিনি গড়েছেন। স্টামফোর্ড ব্রিজে ২২ বছর ৯৯ দিন বয়সে কোনো ম্যাচে জোড়া গোল করলেন রিয়ালের এই ফরোয়ার্ড। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে চেলসির মাঠে প্রতিপক্ষ দলের (অ্যাওয়ে টিম) খেলোয়াড়দের মধ্যে কোনো ম্যাচে জোড়া গোল করা সর্বকনিষ্ঠ খেলোয়াড় রদ্রিগো।
আসলে চ্যাম্পিয়নস লিগ এলেই রিয়ালের খেলোয়াড়দের শরীরে কী যেন ভর করে! রদ্রিগোর পরিসংখ্যানেই তাকান। লা লিগায় ১০০ ম্যাচে তাঁর গোলসংখ্যা মাত্র ১২টি। অর্থাৎ, প্রতি ৪৪৫ মিনিটে একটি করে গোল করেছেন। কিন্তু চ্যাম্পিয়নস লিগে এই খেলোয়াড়ই ৩৭ ম্যাচে করেছেন ১৫ গোল। এই টুর্নামেন্টে ১২০ মিনিট পর পর একটি করে গোল করেছেন রদ্রিগো।
এই পরিবর্তনটা কীভাবে হয়, রদ্রিগো সে প্রশ্নের সদুত্তর দিতে পারেননি। তবে স্বীকার করলেন চ্যাম্পিয়নস লিগে রিয়াল কীভাবে যেন জেগে ওঠে, ‘জানি না এটা কীভাবে ব্যাখ্যা করব, চ্যাম্পিয়নস লিগ আমাদের সবাইকে পারফর্ম করতে জাগিয়ে তোলে। এটা বলতেই হবে টুর্নামেন্টটি আমাদের জন্য বিশেষ কিছু।’
যে টুর্নামেন্টে রিয়াল সর্বোচ্চ ১৪ বারের চ্যাম্পিয়ন, সেটি যে তাদের জন্য বিশেষ কিছু তা বুঝতে বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। স্টামফোর্ড ব্রিজে কাল রাতের জয়টা রিয়ালের সেই এগিয়ে যাওয়ার পথেই আরেকটি ধাপ। আর তাতে একটি রেকর্ডও গড়েছে কার্লো আনচেলত্তির দল। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ‘ভিজিটিং ক্লাব’ (অ্যাওয়ে দল) হিসেবে স্টামফোর্ড ব্রিজে দুবার জিতল রিয়াল।
প্রথমটি গত বছরের ৬ এপ্রিল এই কোয়ার্টার ফাইনালের মঞ্চেই—সেটি ছিল প্রথম লেগ। করিম বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছিল রিয়াল। আর এবার সেই এপ্রিলেই কোয়ার্টার ফাইনাল ফিরতি লেগে, জয়ের ব্যবধানও কিন্তু দুই গোলের!