২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

অবনমন শঙ্কায় থাকা মুক্তিযোদ্ধার কাছে হারল মোহামেডান

মুক্তিযোদ্ধার কাছে আজ ২–১ গোলে হেরেছে মোহামেডানছবি: বাফুফে

জাতীয় যুব দলের হয়ে ভারতে সাফ চ্যাম্পিয়নশিপে খেলতে শেখ মোরসালিনসহ দুই নবীন ফুটবলারকে ছাড়েনি মোহামেডান। ছাড়লে নাকি সাদা–কালোর ‌‘টিম স্পিরিটে’ ক্ষতি হবে। দলের শক্তি কমবে। কিন্তু মোরসালিন খেললেও আজ মোহামেডান হেরেছে অবনমন শঙ্কায় কাঁপতে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে।

নিজেদের হোম ভেন্যু গোপালগঞ্জে সাদা–কালোদের আজ ২–১ গোলে হারিয়ে দিয়েছে লাল জার্সিধারীরা। গত তিন ম্যাচে অপরাজিত মোহামেডান এই অ্যাওয়েতে নিজেদের সেরা ফুটবলটা খেলতে পারেনি। ২–০ গোলে পিছিয়ে পড়ার পর ৮৭ মিনিটে একটা গোল শোধ করেন নাইজেরিয়ান মিডফিল্ডার ওবে মোনাকে, ততক্ষণে ম্যাচ মুক্তিযোদ্ধার পকেটে।

ম্যাচ শুরুর আগে রেফারি ও লাইন্সম্যানদের সঙ্গে দুই দলের অধিনায়ক
ছবি: বাফুফে

শফিকুল ইসলাম মানিকের অধীনে পঞ্চম ম্যাচে এটি দ্বিতীয় হার মোহামেডানের। ঢাকা আবাহনীর কাছে হার দিয়ে শুরুর পর শেখ রাসেলের সঙ্গে ৩–১ গোলে জয় শফিকুলের মোহামেডানের। বসুন্ধরা কিংসের সঙ্গে ১–১ ড্র শেষে গত ম্যাচে বারিধারার বিপক্ষে ৩–০ গোলে জয়। আজ তারা হেরে বসেছে কিনা লিগের অন্যতম দুর্বল দল মুক্তিযোদ্ধার কাছে।

৩ ম্যাচ পর পাওয়া এই জয়ের অবনমন বাঁচানোর লড়াইয়ে ‌‘অক্সিজেন’ পেল মুক্তিযোদ্ধা। এদিন হারলে অবনমন বাঁচানো অনেক বেশি কঠিন হতে পড়ত। বুরুন্ডির স্ট্রাইকার সুদি আবদুল্লাহ করেছেন জোড়া গোল। ২২ ম্যাচের লিগে ২০ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট মুক্তিযোদ্ধার, ১২ দলের লিগে তারা এখন দশম স্থানে।

ওদিকে অবনমন অঞ্চলে থাকা আরেক দল রহমতগঞ্জও আজ জয় পেয়েছে। মুন্সিগঞ্জে সানডে সিজোবার হ্যাটট্রিকে স্বাধীনতা ক্রীড়া সংঘকে ৫–১ গোলে উড়িয়ে অবনমন বাঁচানো লড়াইয়ে এগিয়ে গেছে পুরান ঢাকার দলটি। চলতি প্রিমিয়ার লিগে এটি অষ্টম হ্যাটট্রিক, সানডের প্রথম। তাঁর নেপুণ্যে ২২ ম্যাচের লিগের ২০ ম্যাচ শেষে রহমতগঞ্জের পয়েন্ট হলো ১৮। টেবিলে নয়ে আছে তারা।

টানা তৃতীয় হারে ৯ পয়েন্ট নিয়ে অবনমন লড়াইয়ে সবার নিচেই স্বাধীনতা ক্রীড়া সংঘ। অবস্থা যা, তাতে নবাগত স্বাধীনতার পক্ষে অবনমন বাঁচানো তাদের নিজেদের ওপর আর নির্ভর করছে না। ১৪ পয়েন্ট নিয়ে ১১তম স্থানে থাকা বারিধারাও আছে ঝুঁকিতে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন–রানার্সআপ নির্ধারিত হয়ে গেছে দুই দিন আগেই। হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস, রানার্সআপ ঢাকা আবাহনী। ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে থাকা মোহামেডানের সামনে কাগজে–কলমে তিনে থাকার সুযোগ আছে। তবে বাস্তবে নেই। সম্ভবত পাঁচ–ছয়েই তাদের থাকতে হবে। সবকিছু নির্ভর করছে শেষ দুই রাউন্ডের ওপর।