আরেকটি এল ক্লাসিকোর আগে জানার আছে যা কিছু
এল ক্লাসিকো মানেই উত্তেজনার পারদের ঊর্ধ্বগতি আর রোমাঞ্চের অপেক্ষা। প্রতি মৌসুমে ফুটবলপ্রেমীরা দিনপঞ্জির পাতায় দাগ দিয়ে রাখে সম্ভাব্য এল ক্লাসিকোর তারিখগুলো। আজ রাত একটায় মরুর বুকে অনেক অপেক্ষার তেমনই এক লড়াইয়ে নামছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। শক্তি, সামর্থ্য আর ছন্দে যতই পার্থক্য থাকুক, এ ম্যাচে কেউই ফেবারিট নয়। স্নায়ুচাপ সামলে যারা ভালো খেলবে, জয় হবে তাদেরই। সৌদি আরবের রিয়াদে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে আজকের এল ক্লাসিকোর আগে ফিরে দেখা যাক দুই দলের দ্বৈরথের রেকর্ড বই—
মুখোমুখি
ম্যাচ: ২৫৫
রিয়ালের জয়: ১০৩
বার্সেলোনার জয়: ১০০
ড্র: ৫২
* শুধু প্রতিযোগিতামূলক ম্যাচ
গোল
রিয়াল: ৪২৬
বার্সেলোনা: ৪১৬
ঘরের মাঠে রিয়ালের জয়: ৬৫
ঘরের মাঠে বার্সেলোনার জয়: ৬৩
শীর্ষ ৩ গোলদাতা
১৪
সর্বোচ্চ ১৪ গোলে সহায়তা করেছেন মেসি।
২২
সবচেয়ে বেশি ২২ হলুদ কার্ড দেখেছেন রামোস।
৫
সবচেয়ে বেশি ৫টি লাল কার্ড দেখেছেন রামোস।
৬
পেনাল্টি থেকে সর্বোচ্চ ৬টি গোল করেছেন মেসি।
সবচেয়ে বেশি ম্যাচ (শীর্ষ ৪)
২৩
সবচেয়ে বেশি ২৩ ম্যাচ জিতেছেন বুসকেতস।
২০
সর্বোচ্চ ২০টি ম্যাচে হেরেছেন রামোস
১৬
কোচ হিসেবে সবচেয়ে বেশি ১৬ ম্যাচ জিতেছেন রিয়ালের সাবেক কোচ মিগুয়েল মুনোজ
৮
৩ মার্চ ২০০১ থেকে ৬ ডিসেম্বর ২০০৩ পর্যন্ত টানা ৮ ম্যাচ অপরাজিত ছিল রিয়াল
৭
২২ এপ্রিল ১৯৬২ থেকে ২৮ ফেব্রুয়ারি ১৯৬৫ পর্যন্ত টানা ৭ ম্যাচে জয় পেয়েছিল রিয়াল
১১–১
১৯৫৩ সালে বার্সাকে ১১–১ ব্যবধানে হারিয়েছিল রিয়াল। সেটিই এল ক্লাসিকোতে সবচেয়ে বড় ব্যবধানের জয়।
সবেচয়ে বেশি ক্লিনশিট (শীর্ষ ৪)
ক্লাবের ভাবমূর্তির জন্য এটা গুরুত্বপূর্ণ একটি শিরোপা। এল ক্লাসিকোতে ফেবারিট বলে কিছু নেই। ছোট ছোট বিষয়গুলোই এতে ভাগ্য গড়ে দেয়।জাভি হার্নান্দেজ, বার্সেলোনা কোচ
এ বছর রিয়াল মাদ্রিদ বদলে গেছে। খেলোয়াড় বদলে গেছে, প্রক্রিয়া বদলে গেছে। তারা এখন বিশেষভাবে চার মিডফিল্ডার নিয়ে খেলছে।কার্লো আনচেলত্তি, রিয়াল মাদ্রিদ কোচ