রিয়াল মাদ্রিদের ‘সাদা রঙে’ বার্সেলোনার অ্যাওয়ে জার্সি

সাদা জার্সি পরে খেলবে বার্সেলোনাছবি: টুইটার

লস অ্যাঞ্জেলেসে আজ বার্সেলোনা যখন প্রাক্‌-মৌসুম প্রীতি ম্যাচে আর্সেনালের বিপক্ষে খেলতে নামবে, তখন একটু থমকে যেতে পারেন ফুটবলপ্রেমীরা। বার্সেলোনা কোথায়!

আজ ৪৪ বছর পর নতুন এক ঘটনা ঘটাতে যাচ্ছে বার্সেলোনা। সাদা জার্সি পরে মাঠে নামবে বার্সেলোনা। নতুন মৌসুমে বার্সেলোনা যে নতুন অ্যাওয়ে জার্সি নিয়েছে, সেটি সাদা রঙের।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সির রং সাদা। বার্সাও অ্যাওয়ে জার্সি নিতে যাচ্ছে সাদা; কারণটা কী? ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে বিশেষ কারণেই সাদা রঙের অ্যাওয়ে জার্সি নিয়ে এ মৌসুমে খেলবে তারা। সেটি তাদের ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফের স্মরণে। তাঁর প্রতি শ্রদ্ধা রেখেই সাদা জার্সি নিয়েছে তারা।

আরও পড়ুন

বার্সেলোনা এক বিবৃতিতে জানিয়েছে, ‘সত্তরের দশকে বার্সেলোনার অ্যাওয়ে জার্সিতে সাদা রঙেরই আধিক্য ছিল। লাল ও নীল স্ট্রিপ থাকত জার্সির হাতায়। এই জার্সির অনুপ্রেরণা ইয়োহান ক্রুইফ। ১৯২০ থেকে পাউলিনিও আলকানতারা, জোসেপ সামিতিয়ের, সিজার রদ্রিগেজ, লাজলো কুবালাদের মতো কিংবদন্তি ফুটবলাররাও সাদা জার্সি পরে বার্সেলোনার হয়ে খেলেছেন।’

১৯৭৯ সালে ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের ম্যাচে ইংল্যান্ডের ইপসুইচ টাউনের বিপক্ষে বার্সেলোনা সর্বশেষ সাদা রঙের জার্সি পরে খেলেছিল। এই ৪৪ বছরে বার্সেলোনা নিজেদের গাঢ় নীল-লাল মূল জার্সির বাইরে বিভিন্ন রঙের অ্যাওয়ে জার্সি পরে খেলেছে। গত মৌসুমে বার্সেলোনার অ্যাওয়ে জার্সি ছিল ধূসর রঙের। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা এরই মধ্যে ক্লাবের জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাইকিকে ২০২৩-২৪ মৌসুমের জন্য সাদা রঙের অ্যাওয়ে জার্সি তৈরির নির্দেশ দিয়েছেন। সাদা রঙের অ্যাওয়ে জার্সি খুব শিগগিরই বাজারে আসতে যাচ্ছে।

অ্যাওয়ে জার্সির রং নির্বাচনে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের ‘সাদা রং’ কেন বেছে নেওয়া হলো সে ব্যাপারে সভাপতি লাপোর্তা ব্যাখ্যা দিয়েছেন, ‘এই জার্সির রং পুরোপুরি সাদা নয়। এতে লাল-নীল রঙের ব্যবহারও আছে। আসলে এই রঙের জার্সি বেছে নেওয়া হচ্ছে ইয়োহান ক্রুইফের স্মৃতি স্মরণ করেই। ডাচ কিংবদন্তি বার্সেলোনায় এসে প্রথম দিকে সাদা রঙের জার্সি পরেই খেলেছিলেন। পুরো ব্যাপারটি চিন্তাভাবনা করেই করা হয়েছে। আমাদের আসলে মনে হয়, কোনো নির্দিষ্ট রং কোনো বিশেষ ক্লাবের সম্পত্তি হওয়া উচিত নয়।’

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার প্রথম প্রীতি ম্যাচ ছিল জুভেন্টাসের বিপক্ষে সান্তা-ক্লারাতে। কিন্তু জুভেন্টাসের বেশ কয়েকজন খেলোয়াড় অসুস্থ হয়ে পড়ায় সেই ম্যাচটি বাতিল করা হয়। আজ আর্সেনালের বিপক্ষে খেলার পর শনিবার ডালাসে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘ক্লাসিকো’ খেলতে নামবে তারা।